রূপান্তর (চলচ্চিত্র)

রূপান্তর ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটির লেখক, প্রযোজক ও পরিচালক আবু সাইয়ীদ। মহাভারতের একলব্যের বিষয়কে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহের চিত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।[2] ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়শাকিবা বিনতে আলী। এছাড়াও কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম, মৃনাল দত্ত, সুভাষ দত্ত, এবং শহীদুল ইসলাম হীরা।[3]

রূপান্তর
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকআবু সাইয়ীদ
প্রযোজকআবু সাইয়ীদ
রচয়িতাআবু সাইয়ীদ
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু সাইয়ীদ
চিত্রগ্রাহকএ আর জাহাঙ্গীর
আবু সাইয়ীদ
সম্পাদকজুনায়েদ হালিম
পরিবেশকআঙ্গিক কমিউনিকেশনস
মুক্তি
  • ৩০ জানুয়ারি ২০০৮ (2008-01-30) (বাংলাদেশ)
[1]
দৈর্ঘ্য৮৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

আরিফ একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা মহাভারতের একলব্য ও দ্রোণাচার্যের গুরুদক্ষিণা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করছে। শায়লা তার সহকারী। মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে, দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চায়, যাতে সে তীরন্দাজ না হতে পারে। কিন্তু আরিফ গল্প এগিয়ে নিয়ে যায়। সে ভাবে শাহাদাত ও মধ্যাঙ্গুলি দিয়েই তীর নিক্ষেপ করা যায়। তাহলে দ্রোণাচার্য কেন একলব্যের বৃদ্ধাঙ্গুলি চেয়েছিল। আরিফ ও শায়লা গল্পের গভীরে ঢোকে যায়। ফলে তারা প্রকৃত সত্য খুঁজে পায়।

কুশীলব

নির্মাণ

২০০৮ সালের ৩০ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ডিজিটাল কালার ল্যাব অডিটরিয়ামে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সরকার থেকে ২০০৭-০৮ সালের চলচ্চিত্রের জন্য অনুদান লাভ করে। শায়লা চরিত্রে সোহানা সাবার অভিনয়ের কথা থাকলেও পরে এই চরিত্রে অভিনয় করেন শাকিবা বিনতে আলী। ছবিটির শ্যুটিং শুরু হয় এপ্রিলের ১৭ তারিখ থেকে।[4]

মুক্তি

চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ

  • কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • রোম ইনডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসব, নভেম্বর, ২০০৮[5]
  • বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ট্রাইবাল আর্ট অ্যান্ড কালচার, ভূপাল, জুন, ২০০৯
  • থার্ড আই এশীয় চলচ্চিত্র উৎসব, মুম্বাই, অক্টোবর, ২০১০[6]

হোম ভিডিও

২০১৫ সালের ৪ অক্টোবর জি সিরিজের ব্যানারে রূপান্তর চলচ্চিত্রটির ডিভিডিতে প্রকাশ করা হয়।[7]

সংগীত

রূপান্তর ছবির সংগীত পরিচালনা করেছেন ছবিটির নির্মাতা আবু সাইয়ীদ

পুরস্কার

  • আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ট্রাইবাল আর্ট অ্যান্ড কালচার, ভূপাল, ২০০৯
    • শ্রেষ্ঠ চলচ্চিত্র - রূপান্তর[8]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Rupantar Going beyond Mahabharat"। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫
  2. "Award-winning film Rupantar focusses on Eklavya's story"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। Oct 29 2010। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "Bangladeshi directors film focuses on Eklavya - NDTV Movies"। Movies.ndtv.com। ২০১০-১০-১৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫
  4. "Mahurat of Abu Sayeed's next film "Rupantor""দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ১ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭
  5. "RIFF MOVIES ARCHIVE - Rupantor"রোম ইনডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসব। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭
  6. ভট্টাচার্য, পল্লব (২৩ জুন ২০০৯)। "Abu Sayeed's "Rupantar" to be screened at Mumbai film fest"দ্য ডেইলি স্টার। নয়া দিল্লী, ভারত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭
  7. "ডিভিডিতে আবু সাইয়ীদের ৬ ছবি"দৈনিক যুগান্তর। ৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭
  8. ভট্টাচার্য, পল্লব (২৩ জুন ২০০৯)। "Abu Sayeed's Rupantor wins top prize at Bhopal film fest"দ্য ডেইলি স্টার। নয়া দিল্লী, ভারত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.