রায়
রায় (English - Ray / Roy) বঙ্গ বা বাংলার একটি সাধারণ হিন্দু বাঙালি পদবী অথবা উপাধী।যা বাঙালিক্ষত্রিয়, বইদ্য বা বৈদ্য জাতি সহ ব্রাহ্মণ এবং কায়স্থ জাতির মানুষের মধ্যে পাওয়া যায়।
বিশিষ্ট ব্যাক্তিত্ত্ব
- চাঁদ রায় ও কেদার রায় - শ্রীপুর বা বিক্রমপুর
- কন্দর্প রায় ও রামচন্দ্ররায় - বাক্লা বা চন্দ্রদ্বীপ
- মুকুন্দরাম রায় ও সত্রাজিৎ রায়, ভূষণা বা ফতেহাবাদ
- কংসনারায়ন রায় - তাহিরপুর
- হরলাল রায়,বিখ্যাত গায়ক,ভাওয়াইয়া সঙ্গীতশিল্পী ও কবিয়াল
- মহেশচন্দ্র রায়,ভাওয়াইয়া গীতিকার,সুরকার ও শিল্পী
- অতীন্দ্রমোহন রায়, বিপ্লবী
- নরেশ রায়, বিপ্লবী
- নারায়ণ রায়, বিপ্লবী
- নির্মলা রায়, বিপ্লবী
- প্রতিভা ভদ্র (রায়), বিপ্লবী
- ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, বিপ্লবী
- মতিলাল রায়, বিপ্লবী
- মহেন্দ্রনাথ রায়, বিপ্লবী
- মানবেন্দ্রনাথ রায়, বিপ্লবী
তথ্যসুত্রঃ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.