মোজেজা আশরাফ মোনালিসা
মোজেজা আশরাফ মোনালিসা (জন্ম ৫ অক্টোবর, ১৯৮৭) হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী, ও নৃত্যশিল্পী। তিনি ২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করেন। ২০০২ এবং ২০০৭ সালে বাংলালিংক দেশ টু বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি দুই বার মেরিল-প্রথম আলো পুরস্কার এ তারকা জরিপে সেরা নারী মডেলের পুরস্কার লাভ করেন।[1]
মোজেজা আশরাফ মোনালিসা | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | মোনালিসা |
পেশা | মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী |
কার্যকাল | ১৯৯৭-বর্তমান |
পরিচিতির কারণ | মিস ফটোজেনিক |
উচ্চতা | 5 ft 1 in |
দাম্পত্য সঙ্গী | ফাইয়াজ শরীফ ফাসবি (বি. ১২ ডিসেম্বর ২০১২ - ২০১৪) |
পিতা-মাতা | আশরাফ হোসেন (পিতা) মমতাজ বেগম (মাতা) |
পুরস্কার | মেরিল-প্রথম আলো পুরস্কার |
প্রাথমিক জীবন
মোনালিসার জন্ম ১৯৮৪ সালের ৫ অক্টোবর ঢাকায়।[2] তার পিতা আশরাফ হোসেন এবং মাতা মমতাজ বেগম। ১৯৯৯ সালে তার পিতা মৃত্যুবরণ করেন। তিন বোনের মধ্যে মোনালিসা সবার ছোট। তার বড় দুই বোন মুনিরা ও মারিয়া।[3]
কর্মজীবন
মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্ক যান।[4][5] মডেলিংয়ে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সকলের নজর কাড়েন।[6] মডেলিংয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেন। তিনি বয়স যখন একুশ, কাগজের ফুল নাটকে অভিনয় করেন। পরে হুমায়ূন আহমেদ পরিচালিত তৃষ্ণা নাটকে অভিনয় করেন।[7] ২০১১ সালে তিনি একপর্বের নাটক বাজি, একটু ভালোবাসা, বান্দুলুম ও রোমিওরা এবং ধারাবাহিক নাটক অল রাউন্ডার ও ভালো থেকো ফুল মিষ্টি বকুল এ অভিনয় করেন।[8] ২০১২ সালে ঈদের বিশেষ নাটক চম্পাকলি[9] এবং সাগর জাহান পরিচালিত সিকান্দার বক্স সিরিজের ছয় পর্বের মিনি ধারাবাহিক সিকান্দার বক্স এখন বিরাট মডেল এ মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।[10] এছাড়া মাহফুজ আহমেদের সাথে ফিজ-আপ এর বিজ্ঞাপনে কাজ করেন।[11]
বিয়ের পর ২০১৩ সালে তিনি স্বামীর সাথে নিউ ইয়র্ক চলে যান। সেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।[12] তিন বছর পর তিনি দেশে ফিরে আসেন এবং আবার মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।[13] এসময় তিনি যমুনা গ্রুপের ফ্যান ও ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করেন। বিজ্ঞাপন দুটি নির্দেশনা দেন সৈয়দ রাসেল।[14] দীর্ঘ বিরতির পর তিনি আটটি ঈদের বিশেষ নাটকে অভিনয় করেন।[15] তিনি মোশাররফ করিমের বিপরীতে সাগর জাহান পরিচালিত অ্যাভারেজ আসলাম ও সাজিন আহমেদ বাবু পরিচালিত ডিড সোলায়মান, ইরফান সাজ্জাদের বিপরীতে রায়হান জুয়েল পরিচালিত চিরকুট নাটকে অভিনয় করেন। এছাড়া মিস্টার পারফেকশনিস্ট, আন্তর্জাতিক মামা,[16] এবং সজল নূরের বিপরীতে অনন্য ইমন নির্দেশিত রোমান্টিক ফিনিক্স ফ্লাই নাটকে তন্বী চরিত্রে[17] এবং নাহিদ বাবু পরিচালিত আমি তুমি ও সে নাটকে অভিনয় করেন। আমি তুমি ও সে নাটকটি ধারণের প্রায় আটমাস পর ২০১৭ সালের এপ্রিলে মাছরাঙ্গা টেলিভিশন এ প্রচারিত হয়।[18]
ব্যক্তিগত জীবন
২০১২ সালের ১৭ জুন ফাইয়াজ শরীফ ফাসবির সাথে মোনালিসার বাগদান সম্পন্ন হয়।[3] পরে ২০১২ সালের ১২ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঢাকার গলফ ক্লাব পাল্ম ভিউ রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।[19]
টেলিভিশন নাটক
- বাজি (২০১১)
- একটু ভালোবাসা (২০১১)
- বান্দুলুম (২০১১)
- রোমিওরা (২০১১)
- অল রাউন্ডার (২০১১)
- ভালো থেকো ফুল মিষ্টি বকুল (২০১১)
- চম্পাকলি (২০১২)
- সিকান্দার বক্স এখন বিরাট মডেল (২০১২)
- অ্যাভারেজ আসলাম (২০১৬)
- ডিড সোলায়মান (২০১৬)
- চিরকুট (২০১৬)
- মিস্টার পারফেকশনিস্ট (২০১৬)
- আন্তর্জাতিক মামা (২০১৬)
- ফিনিক্স ফ্লাই (২০১৬)
- আমি তুমি ও সে (২০১৬)
পুরস্কার
- মিস ফটোজেনিক, ২০০০
- বিএইএমএ পুরস্কার
- চ্যানেল আই পারফর্মেন্স পুরস্কার
- মেরিল-প্রথম আলো পুরস্কার, ২০০২, ২০০৭
- ঢালিউড পুরস্কার
- বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার
তথ্যসূত্র
- "মেরিল–প্রথম আলো পুরস্কার - পর্দার পেছনের গল্প"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "মোনালিসা চিরকালই রহস্য"। দৈনিক যুগান্তর। ২৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- খান, রুম্মান রশীদ (৫ জুলাই ২০১২)। "বাগদানের পর মোনালিসা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "Monalisa at DailyStar Cafe"। দ্য ডেইলি স্টার। ১ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- কিবরিয়া, মারুফ (৭ মে ২০১৬)। "নতুন উদ্যমে মোনালিসা"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "Monalisa First taste of modelling"। দ্য ডেইলি স্টার। ১৭ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "Monalisa to get back business again"। ডেইলি সান। ৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "The Monalisa mystique"। দ্য ডেইলি স্টার। ১০ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "হিটস্ট্রোকে অচেতন মোনালিসা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "বিরতির পর মোনালিসা"। দৈনিক যুগান্তর। ২২ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "শেষ থেকেই শুরু করছেন মোনালিসা"। বাংলা ট্রিবিউন। ৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "Monalisa is back!"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "মডেল হয়ে মোনালিসার ফেরা"। দৈনিক সমকাল। ২৪ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "বিজ্ঞাপনের কাজ শুরু করতে যাচ্ছেন মোনালিসা"। এনটিভি। ২৪ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "ঈদের আট নাটকে মোনালিসা"। দৈনিক ইত্তেফাক। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "আমেরিকায় ফিরে গেলেন মোনালিসা"। দৈনিক কালের কণ্ঠ। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "তিন বছর পর মোনালিসা"। বাংলাদেশ প্রতিদিন। ১০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "মোনালিসা-সজলের 'আমি তুমি ও সে'"। বাংলাদেশ প্রতিদিন। ৬ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- "মোনালিসার বিয়ে সম্পন্ন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।