ইরফান সাজ্জাদ

ইরফান সাজ্জাদ একজন বাংলাদেশী মডেল এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি ২০১৩ সালে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত পুরুষদের জন্য রিয়েলিটি-শো ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম- চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। [1][2]

ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ
জন্ম
জাতীয়তাবাংলাদেশ
শিক্ষাসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
পেশাঅভিনেতা, মডেল
কার্যকাল২০১৩ - বর্তমান
আদি নিবাসরাউজান ,চট্টগ্রাম
দাম্পত্য সঙ্গীশারমীন সাজ্জাদ

কর্মজীবন

ইরফান সাজ্জাদ ২০১৩ ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম-চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তাঁর যাত্রা শুরু করেন। [1] প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার পরে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশতে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু। তিনি আরো অনেক টেলিভিশন নাটক, ধারাবাহিকে অভিনয় করেছেন। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইরফান সাজ্জাদ। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়, যেটি মুক্তি পায় ২৭ জানুয়ারী,২০১৭তে। এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা সাহা মীম এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আরেক অভিনেত্রী তানিয়া আহমেদ[3][4][5]

চলচ্চিত্র

কী
চিহ্নিত চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি
বছরচলচ্চিত্রভূমিকাসহ-শিল্পীভাষাপরিচালকব্যাখ্যা
মন জানে না মনের ঠিকানাবাংলামুশফিকুর রহমান গুলজার
ইউটার্নবাংলা
২০১৭ভালোবাসা এমনই হয়বিদ্যা সিনহা সাহা মীমবাংলাতানিয়া আহম্মেদ

সূত্রতালিকা

  1. শাওন, রাশেদ (এপ্রিল ১৩, ২০১৩)। "প্রথম 'হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান' ইরফান সাজ্জাদ"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারী ১২, ২০১৭
  2. "সেলফি তোলা আসলেই কঠিনঃ ইরফান সাজ্জাদ"। অক্টোবর ০৬, ২০১৬। ১৮ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারী ১২, ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "মিমের 'ভালোবাসা এমনই হয়'"। জানুয়ারী ১২, ২০১৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারী ১২, ২০১৭
  4. "২৭ জানুয়ারি 'ভালোবাসা এমনই হয়'"। ডিসেম্বর ১৯, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারী ১২, ২০১৭
  5. "মুক্তি পাচ্ছে ভালোবাসা এমনই হয়"। ডিসেম্বর ২০, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারী ১২, ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.