মোকামিয়া ইউনিয়ন

মোকামিয়া বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলার একটি ইউনিয়ন

মোকামিয়া
ইউনিয়ন
মোকামিয়া ইউনিয়ন পরিষদ
মোকামিয়া
মোকামিয়া
বাংলাদেশে মোকামিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২২′১.৯৯৯″ উত্তর ৯০°৭′৫৮.০০১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরগুনা জেলা
উপজেলাবেতাগী উপজেলা
আয়তন
  মোট২০৮৭ হেক্টর (৫১৫৭ একর)
জনসংখ্যা
  মোট১৪,১৬৫
  জনঘনত্ব৬৮০/কিমি (১৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৪ ৪৭ ৭১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

মোকামিয়া ইউনিয়নের আয়তন ৫,১৫৭ একর।[1]

প্রশাসনিক কাঠামো

মোকামিয়া ইউনিয়ন বেতাগী উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেতাগী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১০নং নির্বাচনী এলাকা বরগুনা-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোকামিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৪,১৬৫ জন। এর মধ্যে পুরুষ ৬,৮৫৩ জন এবং মহিলা ৭,৩১২ জন। মোট পরিবার ৩,৩৫৩টি।[1]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোকামিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৪%।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.