মুহাম্মদ: দ্য ফাইনাল লিগেসি
মুহাম্মদ (সাঃ): দ্য ফাইনাল লিগেসি হল ২০০৮ সালে নির্মিত ও মহাম্মদ শেইখ নাজিব পরিচালিত একটি আরব টেলিভিশন ড্রামা সিরিজ , যেটি বর্তমানে ইসলাম চ্যানেলে সাপ্তাহিকভাবে সম্প্রচারিত হয়।[1][2] আরব টেলিভিশনের জন্য এটি প্রথম ড্রামা সিরিজ যাতে নবী মুহাম্মদের আদ্যপান্ত জীবন কাহিনী ইসলামিক ঐতিহ্যগত ইতিহাস অনুসরণ করে তুলে ধরা হয়েছে। এর প্রাথমিক নাম ছিল কামার বনি হাশিম এবং তা ২০০৮ সালের রমজান মাসব্যাপী লেবানন ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল এলবিসি তে সম্প্রচারিত হয়েছিল।[3] ৩০ পর্বের এই টিভি সিরিজটিতে ইসলামিক নবী মুহাম্মদের পূর্ণ জীবন কাহিনী চিত্রায়িত করা হয়েছে এবং ইসলামিক ঐতিহ্য অনুসারে এতে নবী মুহাম্মদ, তার স্ত্রীগণ এবং চার খলিফার চরিত্রায়ন করা হয়নি।
মুহাম্মদ: দ্য ফাইনাল লিগেসি | |
---|---|
![]() | |
আরও যে নামে পরিচিত | ক্বামার বানি হাশিম (قمر بني هاشم) |
ধরণ | ইতিহাস, জীবনী, নাটক |
উন্নয়নকারী | ডঃ মাহমুদ আব্দ আল করিম |
পরিচালক | মোহাম্মদ শেখ নাজিব |
সৃজনশীল পরিচালক(বৃন্দ) | নাজদাত আনজুর |
অভিনয়ে | আসাদ ফিদা, রশিদ আসাফ, মাহমুদ সাইদ, আমর সালেহ, আকিফ নাজম, আব্দুল করিম আল কাশেমী |
প্রস্তুতকারক দেশ | লেবানন |
মূল ভাষা | আরবি |
পর্বসংখ্যা | ৩০ |
নির্মাণ | |
অবস্থান | লেবানন, সিরিয়া, জর্ডান |
ব্যাপ্তিকাল | ৪৩ মিনিট |
সম্প্রচার | |
মূল চ্যানেল | লেবানন ব্রডকাস্টিং কর্পোরেশন |
মূল প্রদর্শনী | ১ রমযান, ২০০৮ |
ক্রমধারা | |
সম্পর্কিত প্রদর্শনী | নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনী |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
২০১০ সাল এবং ২০১১ সালের রমযানে এটি কানাল ৭ নামক চ্যানেলে তুর্কি ভাষার মুহাম্মদ (এসএভি) এন হায়াতি শিরোনামে সম্প্রচারিত হয়েছিল।[4] এটি পাকিস্তানের জিও টিভিতে মুহাম্মদ (সা:) সায়েদ-ই-কাউনাইন শিরোনামে উর্দু ভাষায় ডাবিংকৃতভাবে সম্প্রচারিত করা হয়।[5] এছাড়াও এটি মালয় উপশিরোনামে ডিভিডিতে মালয়েশিয়ায় মুক্তি দেওয়া হয়।
তথ্যসূত্র
- "Muhammad (saw) The Final Legacy"। The Revival। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০।
- ":: Islam Channel ::: The Final Legacy::"। Islamchannel.tv। ২০১৪-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০।
- By H.A.R.। "Ramadan"। Waleg.com। ২০১৪-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০।
- http://m.haber7.com/haberDetay.php?id=504291
- "Muhammad (S.A.W) Sayyed-e-Qaunain"। Geo Vision। ২০১১-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০।