ইসলাম চ্যানেল

ইসলাম চ্যানেল হল একটি যুক্তরাজ্য ভিত্তিক, বিনামুল্যে প্রচারিত,ইংরেজী ভাষার ইসলাম কেন্দ্রিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যা বিজ্ঞাপন ও অনুদানের অর্থায়নে পরিচালিত হয়| ২০০৮ সালে যুক্তরাজ্যের একটি সরকারী গবেষণা থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ৯৭.৩% মুসলিম এই চ্যানেলটি নিয়মিত দেখে| চ্যানেলটি মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় সম্প্রচারিত হয় এবং তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার পাওয়া যায়|

ইসলাম চ্যানেল
উদ্বোধন২০০৪ সালের মার্চ
মালিকানামোহাম্মদ আলী হারাথ
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ফ্রি স্যাটচ্যানেল ৬৯৩
স্কাইচ্যানেল ৮১৩
ইউরোস্যাট ২৮এ১১৩৮০ বনাম ২৭৫০০ ২/৩
ইউটেলস্যাট হট বার্ড ১৩বি১০৭২৩এইচ ২৯৯০০ ৩/৪
স্ট্রিমিং মিডিয়া
ব্রডব্যান্ডসরাসরি ইন্টারনেট সম্প্রচার

জনপ্রিয় অনুষ্ঠানসমূহ

ইসলাম চ্যানেল উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু অনুষ্ঠান সম্প্রচার করে যেগুলোত বিনোদন, সাম্প্রতিক বিষয়, সামাজিক কর্মকান্ড, নারী ইস্যু ও ইসলামিক শিক্ষা বিষয়ে আলোকপাত করে।

ইসলাম চ্যানেল নিউজ

দ্য হাসান এন্ড হাবিবাহ শো

হাসান আস-সালীমি এবং হাবিবাহ এলাহি নাম্নী বিবাহিত দম্পতি হলেন দ্য হাসান এন্ড হাবিবাহ শো নামের বিভিন্ন সামাজিক বিষয়ববলির আলোকে নির্মিত এই আলোচনা(টক শো) অনুষ্ঠানটির যৌথ উপস্থাপক-উপস্থাপিকা।[1]

শিক্ষামুলক বিষয়সমূহ

ন্যাটিভ দ্বীন

স্যাটারডে নাইট লাইভ

ইসলাম চ্যানেল কর্তৃক আয়োজিত কনফারেন্স বা আলোচনা-অনুষ্ঠানসমূহ

গ্লোবাল পিস এন্ড ইউনিটি (বিশ্বশান্তি এবং ঐক্য)

যারা বক্তব্য রেখেছিলেন:

অনুষ্ঠানে জেইন ভিখা, আহমেদ বুখাতির এবং জুনাইদ জামশেদ সরাসরি ইসলামী নাশিদ পরিবেশন করেন।

ইসলামফোবিয়া: এ ডাইলেমা ফর দ্য ওয়েস্ট (ইসলামভীতি: পশ্চিমা বিশ্বের জন্য একটি উভয়সংকট)

সমালোচনা

তথ্যসূত্র

  1. ":: Islam Channel :: - Programme Details"। ৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.