ইউসুফ এস্টেস

ইউসুফ এস্টেস (জন্ম: ১৯৪৪)একজন আমেরিকান মুসলিম যাজক যিনি ১৯৯১ সাল থেকে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছেন। তিনি ১৯৯০ সাল থেকে "যুক্তরাষ্ট্র কারা ব্যুরো" নামক প্রতিষ্ঠানের যাজক ছিলেন।[1] তিনি ২০০০ সালের সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব শান্তি সম্মেলনে ধর্মীয় নেতাদের মধ্যে মুসলিমদের প্রতিনিধি ছিলেন।[1]

ইউসুফ এস্টেস
ইউসুফ এস্টেস ২০১৩
জন্ম
স্কিপ এস্টেটস

(1944-01-01) ১ জানুয়ারি ১৯৪৪
ওহিও, মার্কিন যুক্তরাষ্ট্র
ওয়েবসাইটwww.yusufestes.com
www.guideus.tv
www.shareislam.com

ব্যক্তিগত তথ্য

ইউসুফ এস্টেস ওহিয়োতে জন্মগ্রহণ করেন এবং টেক্সাসের হিডস্টনে একটি এংলো প্রাচীন ইংরেজী ভাষী প্রোটেস্ট্যান্ট পরিবারে বেড়ে ওঠেছিলেন।[2] ১৯৯১ সালে মোহাম্মেদ নামের এক মিশরীয় মুসলিমের সাথে পরিচিত হয়ে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন|

ব্যক্তিজীবন

ইসলামিক কর্মকান্ড

২০০৪ সাল থেকে ইউসুফ এস্টেস ইসলাম চ্যানেল এবং পিস টিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন| এছাড়াও হুদা টিভিতেও তিনি বক্তব্য রাখেন যেটি সাপ্তাহিক ২৪ ঘন্টা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানসহ সার্বক্ষণিক বিনামূল্যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে স্যাটেলাইট ও ইন্টারনেটে সম্প্রচারিত হয়| তিনি নিজ উদ্যোগে গাইড আস টিভি নামের একটি টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেন যেটি হল আমেরিকার প্রথম চব্বিশ ঘন্টা প্রচারিত ইসলামিক টিভি চ্যানেল|

তথ্যসূত্র

  1. name="Priests_n_preachers_story"
  2. "Yusuf Estes Telling self-converting to Islam story"WatchIslam। ২৮ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.