জেইন ভিখা

জেইন ভিখা (গুজরাটি: જેઈન ભીખા) (জন্ম ৯ আগস্ট ১৯৭৪) হলেন একজন দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার যিনি ইসলামী নাশিদ সঙ্গীত পরিবেশন করেন। ইউসুফ ইসলাম এবং দাউদ হার্নসি সহ অন্যান্য মুসলিম সঙ্গীতশিল্পীদের সহযোগিতার সাথে যুক্ত হয়ে তিনি বিভিন্ন একক এ্যালবাম ও মিশ্রিত এ্যালবাম মুক্তি দিয়েছেন।[1]

জেইন ভিখা
২০০৮ সালে জেইন ভিখা
প্রাথমিক তথ্য
জন্ম (1974-08-09) ৯ আগস্ট ১৯৭৪
প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
উদ্ভবদক্ষিণ আফ্রিকান
ধরনইসলামী নাশিদ
পেশাসঙ্গীতশিল্পী-গীতিকার, সুরকার
কার্যকাল১৯৯০–বর্তমান
লেবেলজামাল রেকর্ডস/মাউন্টেইন অফ লাইট
সহযোগী শিল্পীইউসুফ ইসলাম, দাঊদ ওয়ার্নসবি
ওয়েবসাইটzainbhikha.com

জাইন মাঝে মধ্যে একটি ড্রামার এবং বিভিন্ন ব্যাকআপ ভোকালিস্টের সঙ্গে সঞ্চালনার করে থাকেন। এছাড়াও তিনি ডিজনি কার্টুন মুভি "দ্যা লায়ন কিং" এর দক্ষিণ আফ্রিকায় গায়ক হিসেবে কাজ করেছিলেন।[2]

এ্যালবামের তালিকা

  • ১৯৯৬ - রিড অল এ্যাবাউট ইট
  • ১৯৯৯ - বেবী
  • ২০০০ - চিলড্রেন অব হ্যাভেন
  • ২০০১ - ফেইথ
  • ২০০২ - আওয়ার ওয়ার্ল্ড
  • ২০০৫ - মাউন্টেইন অব মক্কা
  • ২০০৬ - আল্লাহ নোজ
  • ২০০৯ - ১৪১৫: দ্যা বিগিনিং
  • ২০১০ - ফার্স্ট উই নিড দ্যা লাভ
  • ২০১০ - এ ওয়ে অব লাইফ
  • ২০১১ - হোপ
  • ২০১১ - বেটার ডে

তথ্যসূত্র

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.