জেইন ভিখা
জেইন ভিখা (গুজরাটি: જેઈન ભીખા) (জন্ম ৯ আগস্ট ১৯৭৪) হলেন একজন দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার যিনি ইসলামী নাশিদ সঙ্গীত পরিবেশন করেন। ইউসুফ ইসলাম এবং দাউদ হার্নসি সহ অন্যান্য মুসলিম সঙ্গীতশিল্পীদের সহযোগিতার সাথে যুক্ত হয়ে তিনি বিভিন্ন একক এ্যালবাম ও মিশ্রিত এ্যালবাম মুক্তি দিয়েছেন।[1]
জেইন ভিখা | |
---|---|
![]() ২০০৮ সালে জেইন ভিখা | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা | ৯ আগস্ট ১৯৭৪
উদ্ভব | দক্ষিণ আফ্রিকান |
ধরন | ইসলামী নাশিদ |
পেশা | সঙ্গীতশিল্পী-গীতিকার, সুরকার |
কার্যকাল | ১৯৯০–বর্তমান |
লেবেল | জামাল রেকর্ডস/মাউন্টেইন অফ লাইট |
সহযোগী শিল্পী | ইউসুফ ইসলাম, দাঊদ ওয়ার্নসবি |
ওয়েবসাইট | zainbhikha.com |
জাইন মাঝে মধ্যে একটি ড্রামার এবং বিভিন্ন ব্যাকআপ ভোকালিস্টের সঙ্গে সঞ্চালনার করে থাকেন। এছাড়াও তিনি ডিজনি কার্টুন মুভি "দ্যা লায়ন কিং" এর দক্ষিণ আফ্রিকায় গায়ক হিসেবে কাজ করেছিলেন।[2]
এ্যালবামের তালিকা
- ১৯৯৬ - রিড অল এ্যাবাউট ইট
- ১৯৯৯ - বেবী
- ২০০০ - চিলড্রেন অব হ্যাভেন
- ২০০১ - ফেইথ
- ২০০২ - আওয়ার ওয়ার্ল্ড
- ২০০৫ - মাউন্টেইন অব মক্কা
- ২০০৬ - আল্লাহ নোজ
- ২০০৯ - ১৪১৫: দ্যা বিগিনিং
- ২০১০ - ফার্স্ট উই নিড দ্যা লাভ
- ২০১০ - এ ওয়ে অব লাইফ
- ২০১১ - হোপ
- ২০১১ - বেটার ডে
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.