মুজাফফারগড় জেলা

মুজাফফারগড় জেলা (উর্দু: ضِلع مُظفّرگڑھ) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি অন্যতম জেলা। মুজাফফারগড় শহর হচ্ছে মুজাফফারগড় জেলার প্রধান সদর দপ্তর। এটি চিনাব নদীর তীরে অবস্থিত।

Muzaffargarh District
ضِلع مُظفّرگڑھ
জেল
চিত্র:District Government Muzaffargarh.jpg
District Government logo
পাঞ্জাবের মুজাফফারগড় জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )।
স্থানাঙ্ক: ৩০°২০′ উত্তর ৭১°০৫′ পূর্ব
দেশ পাকিস্তান
প্রদেশটেমপ্লেট:দেশের উপাত্ত পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবি
সদর দপ্তরমুজাফফারগড়
সরকার
  ধরনজেলা সরকার
  জেলা প্রশাসকমুহাম্মদ সাইফ আনোয়ার জাপা[1]
  চেয়ারম্যানসরদার হাফিজ মুহাম্মদ উমর খান গোপান
  জেলা পুলিশ কর্মকর্তাঅয়েজ আহমদ মালিক[2]
জনসংখ্যা (২০১৭)[3]
  মোট৪৩,২২,০০৯
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা

প্রশাসন

জেলা প্রশাসনিকভাবে নিম্নোক্ত ৪টি তহসিল (উপবিভাগ) বিভক্ত, যার মধ্যে থেকে মোট ৯৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[4]

তহসিল ইউনিয়নের সংখ্যা
আলিপুর ১৪
জাতই ১৬
কোট আদু ২৮
মুজাফফারগড় ৩৫
মোট ৯৩

জনসংখ্যার উপাত্ত

প্রধান জাতিগত গোষ্ঠী সারাইকি ভাষায় কথা বলে থাকেন জাত সংখ্যালঘু সম্প্রদায়। এছাড়াও সরিয়াকি ভাষাভাষী গুজজার, বেলুচ, রাজপুত ও পাঠানদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী রয়েছে।[5] ১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী, জেলার পরিবারের যোগাযোগের প্রথম ভাষা বা মাতৃভাষা হিসাবে লোকজন ৮৬.৩% সরাইকি ভাষা ব্যবহার করেন। এছাড়াও ৭.৪% পাঞ্জাবি এবং ৪.৯% উর্দু ভাষায় কথা বলে বলেন। [6]

তথ্যসূত্র

  1. "Administration of Muzaffargarh District"mgarh.com। ২০১৭-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৮
  2. "DPO Muzaffargarh District Police"www.mgarh.com। ২০১৮-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৮
  3. "District Wise Census Results – Census 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  4. "Tehsils & Unions in the District of Muzaffargarh – Government of Pakistan"। ২০১২-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  5. "Gazetteer of the Muzaffargarh District"। Punjab Government Press। ১৯ জুন ১৮৮৪ Google Books-এর মাধ্যমে।
  6. 1998 District Census report of Muzaffargarh। Census publication। 120। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। পৃষ্ঠা 21–22।

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে মুজাফফারগড় জেলা সম্পর্কিত মিডিয়া দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.