ঝং জেলা
ঝং জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضلع جھنگ) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। ঝং শহর হচ্ছে ঝং জেলার প্রধান রাজধানী শহর।[1] ২০০৯ সালে চিনিওট জেলা থেকে চিনিওট তহসিল পৃথক করে গঠন করা হয়।
ঝং Jhang جھنگ | |
---|---|
জেলা | |
![]() পাঞ্জাবের ঝং জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )। | |
স্থানাঙ্ক: ৩০°৩৫′ উত্তর ৭১°৩৯′ পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
প্রতিষ্ঠাকাল | ১৮৪৯ |
রাজধানী | ঝং শহর |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ২৭,৪৩,৪১৬ |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
ভাষা | পাঞ্জাবি (৯৫%) |
প্রশাসনিক বিভাগ
জেলাটি ৪টি উপজেলা (বা তহসিল) নিয়ে গঠিত হয়েছে:[2]
- ঝং
- আথারা হাজারি
- শরকট
- আহমেদ পুর সিয়াল
জনসংখ্যার উপাত্ত
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, ঝং এবং শর্কট তহসিলের জনসংখ্যার প্রায় ৯৫% জনগন পাঞ্জাবী ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও বাকী ৩.৮% লোকজন উর্দু ভাষায় কথা বলে থাকেন।[3]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- সুলতান বাহু - সুফি সাধক
- আবদুস সালাম - দার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী
- আলীম দার - পাকিস্তানী সাবেক ক্রিকেটার এবং বর্তমান আম্পায়ার
- তাহির উল কাদরি - ধর্মীয় নেতা
তথ্যসূত্র
- "Tehsils & Unions in the District of Jhang the – Government of Pakistan"। Nrb.gov.pk। ২০০৮-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-২৪।
- Administrative Units of Pakistan (Tehsils/Talukas) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০১০ তারিখে Statistics Division, Ministry of Economic Affairs and Statistics, Government of Pakistan
- PCO 2000, পৃ. 95–96।
গ্রন্থপঞ্জি
- 1998 District Census report of Jhang। Census publication। 114। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
টেমপ্লেট:Neighbourhoods of Jhang
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.