নারোওয়াল জেলা
নারোওয়াল জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضِلع نارووال), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। নারোওয়াল শহর হচ্ছে নারোওয়াল জেলার প্রধান রাজধানী শহর। ব্রিটিশ শাসনামলে, নারোয়াল সিয়ালকোট জেলার রায়া খাস তহসিলের একটি শহর ছিল। ১৯৯১ সালে নারোয়াল জেলা গঠিত হয়েছিল, যেখানে নারোয়াল ও শাকরগড়ের দুটি তহসিল সিয়ালকোট জেলা থেকে বিভক্ত করা হয়েছিল।[2]
নারোওয়াল জেলা Narowal District ضِلع نارووال | |
---|---|
জেলা | |
![]() পাঞ্জাবে অবস্থান | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
রাজধানী | নারোওয়াল |
আয়তন | |
• মোট | ২৩৩৭ কিমি২ (৯০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১৭,০৯,৭৫৭ |
• জনঘনত্ব | ৭৩০/কিমি২ (১৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৩ |
প্রশাসন
জেলাটি প্রশাসনিকভাবে নিম্নোক্ত ৩টি তহসিল (উপবিভাগ) বিভক্ত, যার মধ্যে থেকে মোট ৭৪ টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[3]
তহসিলের নাম | ইউনিয়নের নাম |
---|---|
নারোওয়াল | ২৮ |
শাকরগড় | ২৮ |
জাফরওয়াল | ২৬ |
মোট | ৮২ |
জনসংখ্যার উপাত্ত
১৯৯৮ সালের আদমশুমারী হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১২,৬৫,০০০ জন, যার মধ্যে থেকে প্রায় ১২% শহুরে বসবাসকারী ছিলেন।[4]:১৯ প্রধান ভাষা বা মাতৃভাষা হিসেবে পাঞ্জাবী ভাষা ব্যবহৃত হয়ে থাকে, যেখানে জনসংখ্যার প্রায় ৯৮% মানুষ এবং বাকী ১.২% উর্দু ভাষা ব্যবহার করে থাকে।[4]:২৪[5]
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "Narowal - Punjab Portal"। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬।
- "Tehsils & Unions in the District of Narowal"। National Reconstruction Bureau, Government of Pakistan। ২০০৮-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- 1998 District Census report of Narowal। Census publication। 58। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।
- "Mother tongue": defined as the language of communication between parents and children and recorded of each individual.
বহিঃসংযোগ
টেমপ্লেট:Administrative divisions of Narowal District