মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশন

মধ্য এশিয়া ফুটবল এসোসিয়েশন হচ্ছে মধ্য এশিয়ার ফুটবল খেলা দেশসমুহের একটি জোট। [1] সিএএফএ ২০১৪ সালের জুন মাসে নীতিগতভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা অনুমোদিত হয় এবং ২০১৫ সালে জানুয়ারি মাসে এএফসি এশিয়ান কাপ চলাকালিন সময়ে এক্সট্রাঅরডিনারি কংগ্রেসে অনুমোদন লাভ করে।[2] এর ফলে সিএএফএ এএফসির কার্যনিবাহী কমিটির সদস্য হতে পারবে।

মধ্য এশীয় ফুটবল এসোসিয়েশন
সংক্ষেপেCAFA
গঠিত জানুয়ারি ২০১৫ (2015-01-09)
ধরণক্রীড়া সংগঠন
সদরদপ্তরতাশখন্দ, উজবেকিস্তান
সদস্যপদ
৬ টি সদস্য দেশের সংস্থা
প্রেসিডেন্ট
মিরাব্রোর উসমানভ
ভাইস প্রেসিডেন্ট
আলী কাফাশিয়ান

ইতিহাস

২০১৪ সালের ১০ মে ছয়টি সদস্য দেশের প্রতিনিধিগন এশিয়ার নতুন ফুটবল জোন তৈরির সম্ভাবনা সম্পর্কে আলোচনার জন্য এএফসির সভাপতি সালমান আল-খলিফা এর সাথে মিলিত হন। প্রতিনিধি দল ইরান ও আফগানিস্তানের পক্ষ থেকে এএফসি সভাপতিকে আমন্ত্রণ জানান।[3] ২০১৪ সালের ৯ জুন সাও পাওলোতে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে নতুন জোন তৈরির অনুমোদন দেয়।[4]

সদস্য

সিএএফএ ছয়টি সদস্য দেশের ফুটবল সংগঠন নিয়ে গঠিত হয়। তাদের সবাই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য।

এসোসিয়েশন প্রাক্তন ফেডারেশন পুরুষ দল মহিলা দল
আফগানিস্তান SAFF, ২০০৫–২০১৪ আফগানিস্তান আফগানিস্তান
ইরান WAFF, ২০০১-২০১৪ ইরান
ইরান
কিরগিজস্তান কিরগিজস্তান কিরগিজস্তান
তাজিকিস্তান তাজিকিস্তান তাজিকিস্তান
তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান
উজবেকিস্তান উজবেকিস্তান উজবেকিস্তান

র‌্যাংকিং

নির্বাহী কমিটি

পদ নাম কার্যকাল
প্রেসিডেন্ট মিরাব্রোর উসমানভ ২০১৫ -
ভাইস প্রেসিডেন্ট রুস্তম ইমোমালি ২০১৫ -
মহাসচিব সারদোর রাখমাতুল্লাভ ২০১৫ -
সহকারী সহাসচিব সায়েদ রেজা ২০১৫ -
এএফসি ভাইস প্রেসিডেন্ট আলী কাফাশিয়ান[7] ২০১৫ -
মহিলা মহাসচিব জোহরা মেহরি[8] ২০১৫ -

সিএএফএ চ্যাম্পিয়ানশীপ

আরোদেখুন

তথ্যসূত্র

  1. "اتحادیه فوتبال آسیای مرکزی ایجاد شد".
  2. "'Central Zone' gets thumbs up from Tajikistan"। The AFC। ১০ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪
  3. "Central Asians meet Sheikh Salman to create CAFA"। aff.org.af। ১৭ মে ২০১৪। ২৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪
  4. "AFC president to resume FIFA Vice Presidency"। goal.com। ১১ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪
  5. "The FIFA/Coca-Cola World Ranking (Men)"। FIFA। ৯ জুলাই ২০১৫।
  6. "The FIFA/Coca-Cola World Ranking (Women)"। FIFA। ১৬ এপ্রিল ২০১৫।
  7. http://www.persianfootball.com/news/2015/04/30/kafashian-elected-as-one-of-five-afc-vice-presidents/
  8. http://www.the-afc.com/afc-congress-2015/shaikh-salman-re-elected-afc-president-by-acclamation
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.