সালমান আল-খলিফা

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা (আরবি: شیخ سلمان بن ابراهيم آل خليفة , জন্ম: ২ নভেম্বর, ১৯৬৫) বাহরাইনের রিফায় জন্মগ্রহণকারী এএফসি’র বর্তমান সভাপতি। ২ মে, ২০১৩ তারিখে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচনে বিজয়ের পূর্বে তিনি বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি ছিলেন।[1] এছাড়াও তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান এবং ফিফা শৃঙ্খলা কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।[2]

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা
سلمان بن ابراهيم آل خليفة
এএফসি সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে, ২০১৩
উপরাষ্ট্রপতিঝ্যাং জিলং
পূর্বসূরীঝ্যাং জিলং
বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি
কাজের মেয়াদ
২ অক্টোবর, ২০০২  ১ মে, ২০১৩
উপরাষ্ট্রপতিশেখ আলী বিন খলিফা
পূর্বসূরীআব্দুল রহমান সায়ার
উত্তরসূরীনির্ধারিত হয়নি
ব্যক্তিগত বিবরণ
জন্মসালমান বিন ইব্রাহিম আল-খলিফা
(1969-10-21) ২১ অক্টোবর ১৯৬৯
রিফা, বাহরাইন
দাম্পত্য সঙ্গীসেইখা হোসনা (বিবাহ ১৯৯৩)
সন্তান
আত্মীয়স্বজনইব্রাহিম আল খলিফা (বাবা)
প্রাক্তন শিক্ষার্থীবাহরাইন বিশ্ববিদ্যালয়
পেশাফুটবল প্রশাসক
ধর্মইসলাম

ব্যক্তিগত জীবন

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বাহরাইনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাহরাইন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৮০-এর দশক থেকেই তিনি বাহরাইনের প্রথম বিভাগের যুব দলের সাথে সম্পৃক্ত আছেন।

শেখ সালমানের তিন সন্তান রয়েছে।

কর্মজীবন

শিক্ষাজীবন সম্পন্নে লক্ষ্যে তিনি রিফা ক্লাব ত্যাগ করেন। তারপর তিনি বাহরাইন ফুটবল সংস্থার নির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হন। ১৯৯৬ সালে তিনি জাতীয় দলের সভাপতি নিযুক্ত হন। দুই বৎসর পর সহ-সভাপতি এবং ২০০২ সালে ফুটবল সংস্থা’র সভাপতি হন। ফিফা বিশ্বকাপ, ফিফা বিচ প্রতিযোগিতা, ফিফা ক্লাব চ্যাম্পিয়নশীপ ইত্যাদি ফিফা’র বিভিন্ন প্রতিযোগিতায় শৃঙ্খলা কমিটির সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও, ২০০৮ সালে বেইজিংয়ে ফিফা শৃঙ্খলা কমিটিতে ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র

  1.   Posted on » Monday, May 04, 2009 (২০০৯-০৫-০৪)। "Sports News » 'I don't want to be AFC head'"। Gulf Daily News। সংগ্রহের তারিখ ২০১৩-০২-১১
  2. Disciplinary Committee, FIFA.
পৌর অফিস
পূর্বসূরী
আব্দুল রহমান সায়ার
বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি
২০০২-২০১৩
উত্তরসূরী
শেখ আলী বিন খলিফা
ভারপ্রাপ্ত
পূর্বসূরী
ঝ্যাং জিলং
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি
২০১৩-বর্তমান
উত্তরসূরী
শূন্য

টেমপ্লেট:AFC Presidents টেমপ্লেট:AFC men's competitions

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.