ভেজা চোখ

ভেজা চোখ শিবলি সাদিক পরিচালিত ১৯৮৮ সালের রোমান্টিক-নাট্য চলচ্চিত্র।[1] ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে এবং সংলাপ লিখেছেন জিয়া আনসারী। গীতবিতানের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইকবাল হোসেন। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন,[2] চম্পা,[3] মিঠুন,[4] সুনেত্রা প্রমুখ।

ভেজা চোখ
চিত্র:ভেজা চোখ.jpg
ভেজা চোখ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশিবলি সাদিক
প্রযোজকমোহাম্মদ ইকবাল হোসেন
রচয়িতাজিয়া আনসারী (সংলাপ)
চিত্রনাট্যকারশিবলি সাদিক
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
গীতবিতান
পরিবেশকগীতবিতান
মুক্তি১৯৮৮
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

বেবি জয়া আশা চরিত্রে অভিনয় করে ১৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে বিশেষ পুরস্কার অর্জন করে।[5]

কাহিনী সংক্ষেপ

কুশীলব

সঙ্গীত

ভেজা চোখ চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, শেখ ইসতিয়াক, রুনা লায়লা, আবিদা সুলতানা। নক্ষত্র'র করা বাংলা সিনেমায় প্রেমের সেরা একুশটি গান তালিকায় এন্ড্রু কিশোরের গাওয়া এই ছবির "জীবনের গল্প আছে বাকি অল্প" গানের অবস্থান সপ্তম।

গানের তালিকা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."প্রিয়া আমার প্রিয়া"গাজী মাজহারুল আনোয়ারএন্ড্রু কিশোর ও রুনা লায়লা:
২."তুই তো কাল চলে যাবি"গাজী মাজহারুল আনোয়ারএন্ড্রু কিশোর ও শেখ ইসতিয়াক:
৩."জীবনের গল্প আছে বাকি অল্প"গাজী মাজহারুল আনোয়ারএন্ড্রু কিশোর:

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • বিজয়ী: শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে বিশেষ পুরস্কার - বেবি জয়া

তথ্যসূত্র

  1. "'শিবলী সাদিক ছিলেন একনিষ্ঠ নির্মাতা'"দৈনিক সমকাল। ৮ জানুয়ারী ২০১০। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  2. মঈনুদ্দিন, অভি (জুন ১২ ২০১২)। "একজন ইলিয়াস কাঞ্চন"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. মিলু, কামরুজ্জামান (২ আগস্ট ২০১৬)। "এ সময়ে চম্পা"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  4. "অভিনেতা মিঠুন আর নেই"দৈনিক প্রথম আলো। মে ২৬, ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  5. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৮৭-১৯৮৯)"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:শিবলি সাদিক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.