শিবলি সাদিক

শিবলি সাদিক (জানুয়ারি ৯, ১৯৪১ - জানুয়ারি ৭, ২০১০) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কারজয়ী বাংলাদেশী প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক।

শিবলি সাদিক
জন্ম(১৯৪১-০১-০৯)৯ জানুয়ারি ১৯৪১
মঙ্গলবাড়ি, নওগাঁ, ব্রিটিশ ভারত
মৃত্যু৭ জানুয়ারি ২০১০(2010-01-07) (বয়স ৬৮)
সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
সমাধিউত্তরা, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, অভিনেতা
কার্যকাল১৯৭৩২০১০
উল্লেখযোগ্য কর্ম
দোলনা, আনন্দ অশ্রু, অন্তরে অন্তরে
আত্মীয়খসরু নোমান (ভাই)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
বাচসাস পুরস্কার

কর্মজীবন

শিবলি সাদিক মস্তাফিজুর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদারপন করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে নোলক, জীবন নিয়ে জুয়া, তিনকন্যা, দোলনা, ভেজা চোখ, অচেনা, মা মাটি দেশ, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, অন্তরে অন্তরে। ২০০৬ সালে তার পরিচালিত সর্বশেষ ছায়াছবি বিদেশিনী মুক্তি পায়। [1]

চলচ্চিত্রের তালিকা

মুক্তির সাল চলচ্চিত্রের শিরোনাম পরিচালক চিত্রনাট্যকার সংলাপ রচয়িতা অভিনেতা টীকা
বালাপ্রথম পরিচালিত চলচ্চিত্র, সৈয়দ আওয়ালের সঙ্গে যৌথভাবে
শীত বসন্তএকক পরিচালনায় প্রথম চলচ্চিত্র
১৯৮৫মহানায়কহ্যাঁ
সুরুজ মিয়াহ্যাঁ
১৯৮৭সারেন্ডারহ্যাঁ
১৯৮৮ভেজা চোখহ্যাঁ
১৯৯০দোলনাহ্যাঁহ্যাঁবিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১৯৯১অচেনাহ্যাঁহ্যাঁহ্যাঁ
১৯৯২ত্যাগহ্যাঁহ্যাঁ
১৯৯৪অন্তরে অন্তরেহ্যাঁহ্যাঁ
১৯৯৬মায়ের অধিকারহ্যাঁহ্যাঁ
১৯৯৭আনন্দ অশ্রুহ্যাঁহ্যাঁ
২০০৬বিদেশিনীহ্যাঁসর্বশেষ পরিচালিত চলচ্চিত্র, সরকারি অনুদানে নির্মিত

মৃত্যু

শিবলি সাদিক দীর্ঘদিন রগে ভোগে ২০১০ সালের ৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন। জানাজা শেষে তাকে উত্তরায় দাফন করা হয়।[2]

তথ্যসূত্র

  1. "শিবলী সাদিক আর নেই"দৈনিক ডেসটিনি। ঢাকা, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬
  2. "চলচ্চিত্র পরিচালক শিবলী সাদিক আর নেই"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৭ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.