সুনেত্রা
সুনেত্রা হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে অভিনয় করেছেন।[1]
সুনেত্রা | |
---|---|
জন্ম | রিনা সুনেত্রা কুমার[1] ৭ জুলাই ১৯৭০ |
জাতীয়তা | ভারতীয় |
যেখানের শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয়[1] |
পেশা | অভিনেত্রী |
জীবনী
সুনেত্রা ১৯৭০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন।[1] তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন।
১৯৮৫ সালে জাফর ইকবালের বিপরীতে উসিলা চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি।[1] ঢালিউডে বেশি কাজ করলেও টলিউডেও কাজ করেছেন তিনি।[1] এছাড়া তিনি দুইটি উর্দু চলচ্চিত্র ও পাকিস্তানি টিভি নাটকে অভিনয় করেছেন।[1]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
ঢালিউড
- উসিলা[1]
- বোনের মতো বোন[1]
- ভাবীর সংসার[1]
- সাধনা[1]
- পালকী[2]
- রাজা মিস্ত্রি[1]
- যোগাযোগ[1]
- সুখের স্বপ্ন[1]
- আলাল দুলাল[1]
- শুকতারা[1]
- সহধর্মিনী[1]
- কুচবরণ কন্যা[1]
- বন্ধু আমার[1]
- শিমুল পারুল[1]
- ভাই আমার ভাই[1]
- লায়লা আমার লায়লা[1]
- দুঃখিনী মা[1]
- বিধান[1]
- নাচে নাগিন[1]
- ভুল বিচার[1]
- সর্পরানি[1]
- বিক্রম[1]
- বাদশা ভাই[1]
- রাজা জনি[1]
- আমার সংসার[1]
- ঘর ভাঙা ঘর[2]
তথ্যসূত্র
- "কেমন আছেন সোনালি দিনের চিত্রনায়িকা সুনেত্রা?"। জাগোনিউজ২৪.কম। ২৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- "হারানো প্রিয় মুখের ঠিকানা"। ভোরের কাগজ। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.