সুনেত্রা

সুনেত্রা হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলাদেশ, ভারতপাকিস্তানে অভিনয় করেছেন।[1]

সুনেত্রা
জন্ম
রিনা সুনেত্রা কুমার[1]

(1970-07-07) ৭ জুলাই ১৯৭০
জাতীয়তাভারতীয়
যেখানের শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়[1]
পেশাঅভিনেত্রী

জীবনী

সুনেত্রা ১৯৭০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন।[1] তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন।

১৯৮৫ সালে জাফর ইকবালের বিপরীতে উসিলা চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি।[1] ঢালিউডে বেশি কাজ করলেও টলিউডেও কাজ করেছেন তিনি।[1] এছাড়া তিনি দুইটি উর্দু চলচ্চিত্র ও পাকিস্তানি টিভি নাটকে অভিনয় করেছেন।[1]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

ঢালিউড

  • উসিলা[1]
  • বোনের মতো বোন[1]
  • ভাবীর সংসার[1]
  • সাধনা[1]
  • পালকী[2]
  • রাজা মিস্ত্রি[1]
  • যোগাযোগ[1]
  • সুখের স্বপ্ন[1]
  • আলাল দুলাল[1]
  • শুকতারা[1]
  • সহধর্মিনী[1]
  • কুচবরণ কন্যা[1]
  • বন্ধু আমার[1]
  • শিমুল পারুল[1]
  • ভাই আমার ভাই[1]
  • লায়লা আমার লায়লা[1]
  • দুঃখিনী মা[1]
  • বিধান[1]
  • নাচে নাগিন[1]
  • ভুল বিচার[1]
  • সর্পরানি[1]
  • বিক্রম[1]
  • বাদশা ভাই[1]
  • রাজা জনি[1]
  • আমার সংসার[1]
  • ঘর ভাঙা ঘর[2]

টলিউড

  • সিঁথির সিঁদুর[1]
  • মনসা কন্যা[1]
  • দানব[2]

ললিউড

  • তালাশ[1]
  • শূন্যে কি তালাশ[1]

তথ্যসূত্র

  1. "কেমন আছেন সোনালি দিনের চিত্রনায়িকা সুনেত্রা?"জাগোনিউজ২৪.কম। ২৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯
  2. "হারানো প্রিয় মুখের ঠিকানা"ভোরের কাগজ। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.