ভারত উপমহাদেশীয় মুসলিম শাসকগণ
মুসলমানদের ভারত বিজয়কে উপলক্ষ্য করে ১৩শ খ্রিষ্টাব্দ শতকের শুরু থেকেই ভারত উপমহাদেশে বিভিন্ন ইসলামি রাষ্ট্র গড়ে উঠে।[1] মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের বেশিরভাগ এলাকায় শাসন করে মুঘল সাম্রাজ্য সর্বাধিক ক্ষমতাশীল হিসেবে খ্যাতি লাভ করে। তারা ১৬শ শতকের মাঝামাঝিতে শাসন প্রতিষ্ঠা করে ১৮শ শতকের মাঝামাঝি পর্যন্ত শাসনকার্য পরিচালনা করে [2] ইসলামি শাসন ধীরে ধীরে মারাঠা সাম্রাজ্যের কর্তৃত্ব খর্ব করতে থাকে। এবং বিভিন্ন বিদ্রোহীদের (যেমন- আকবরের শাসনকাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যে চলা বিদ্রোহ) শক্তি নিঃশেষ করতে থাকে। ভারতের ইসলামি শাসনের যুগের শেষ দুটি প্রধান ঘটনা দ্বারা চিহ্নিত করা হয়। প্রথমত ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, দ্বিতীয়ত ব্রিটিশ শাসনামলের শুরু। যদিও ভারত অধিরাজ্য (১৯৪৮ সাল) পর্যন্ত হায়দারাবাদের ইসলামি রাষ্ট্রসহ কিছু ছোটখাটো দেশীয় রাজ্যক্ষমতায় ছিল। সে যাই হোক, এরপূর্বে ১৭শ এবং ১৮শ খ্রিষ্টীয় শতকে ইসলামি রাষ্ট্রগুলোর পতন শুরু হয়। However, most Islamic rules had started to wane in the 17th and 18th century before that.
|
স্থাপত্য |
মুঘল · ইন্দো-ইসলামীয় · ইন্দো-আরব |
গুরুত্বপূর্ণ ব্যক্তবর্গ |
মঈনুদ্দীন চিশতী · আকবর |
সম্প্রদায় |
উত্তরাঞ্চলীয় · মাপ্পালিয় · তামিল |
আইন |
চিন্তা |
বেরলভী · দেওবন্দী · আহলে হাদিস |
ভারতের মসজিদ |
ভারতের ঐতিহাসিক মসজিদ |
সংস্কৃতি |
হায়দ্রাবাদের মুসলিম সংস্কৃতি |
অন্যান্য বিষয় |
দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাহ্ আন্দোলন |
ভারতের শাসকদের তালিকা
ঘুরি সালতানাত
- মুহাম্মদ ঘুরি : পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে ইসলামি সালতানাত প্রতিষ্ঠা করেন।
মামলুক সালতানাত
খিলজি সালতানাত
লোদী সালতানাত
মোঘল সালতানাত
বাংলাদেশের শাসকদের তালিকা
খিলজী শাসনকাল
- Some Aspects of Muslim Administration, ড. আর. পি. ত্রিপাঠী, ১৯৫৬, পাতা:২৪
- Stanley Lane-Poole (১ জানুয়ারি ১৯৯১)। Aurangzeb And The Decay Of The Mughal Empire। Atlantic Publishers & Distributors (P) Limited। আইএসবিএন 978-81-7156-017-2।