ফ্রান্সিস্কো হেন্তো
ফ্রান্সিস্কো "পাকো" হেন্তো লোপেজ (জন্ম: ২১ অক্টোবর ১৯৩৩) হলেন একজন প্রাক্তন স্পেনীয় ফুটবল খেলোয়াড়, যিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় একজন লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন।
![]() ১৯৬৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে হেন্তো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রান্সিস্কো হেন্তো লোপেজ | ||
জন্ম | ২১ অক্টোবর ১৯৩৩ | ||
জন্ম স্থান | গুয়ারনিজো, এল আস্তিয়েরো, স্পেন | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
এস.ডি. নুয়েভা মোন্তানিয়া | |||
ইউনিয়ন ক্লাব আস্তিয়েরো | |||
রায়ো কান্তাব্রিয়া | |||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯৫২–১৯৫৩ | রেসিং সান্তান্দের | ১০ | (২) |
১৯৫৩–১৯৭১ | রিয়াল মাদ্রিদ | ৪২৮ | (১২৮) |
মোট | ৪৩৮ | (১৩০) | |
জাতীয় দল | |||
১৯৫৬ | স্পেন বি | ১ | (০) |
১৯৫৫–১৯৬৯ | স্পেন | ৪৩ | (৫) |
দলসমূহ পরিচালিত | |||
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | |||
১৯৭৪ | কাস্তেয়োন | ||
১৯৭৭–১৯৮০ | পালেন্সিয়া | ||
১৯৮০–১৯৮১ | গ্রানাদা | ||
|
১৯৫২ সালে, রেসিং সান্তান্দেরের হয়ে খেলার মাধ্যমে হেন্তো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগদান করেন। তিনি রেকর্ড পরিমাণ (যৌথ) ৮ বার ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলেছেন, যার মধ্যে রেকর্ড পরিমাণ ৬ বার জয়লাভ করেছেন। এছাড়াও তিনি ১২ বার লা লিগা শিরোপা জয়লাভ করেছিলেন।
১৪ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে, হেন্তো স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন; একই সাথে তিনি স্পেনের হয়ে ১৯৬২ এবং ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপে খেলেছেন।
আলফ্রেদো দি স্তিফানোর মৃত্যুর পর, হেন্তো রিয়াল মাদ্রিদের মাননীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন।[1]
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব
ক্লাব | মৌসুম | বিভাগ | লীগ | কোপা দেল রে | ইউরোপ | মোট | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
রেসিং সান্তান্দের | ১৯৫২–৫৩ | প্রিমেরা দিভিসিওন | ১০ | ২ | ৪ | ০ | ০ | ০ | ১৪ | ২ |
রিয়াল মাদ্রিদ | ১৯৫৩–৫৪ | প্রিমেরা দিভিসিওন | ১৭ | ০ | ৪ | ০ | ০ | ০ | ২১ | ০ |
১৯৫৪–৫৫ | ২৪ | ৬ | ৩ | ০ | ০ | ০ | ২৭ | ৬ | ||
১৯৫৫–৫৬ | ২৯ | ৭ | ৬ | ৩ | ৭ | ১ | ৪২ | ১১ | ||
১৯৫৬–৫৭ | ২৭ | ৭ | ২ | ০ | ৮ | ১ | ৩৭ | ৮ | ||
১৯৫৭–৫৮ | ২৮ | ৭ | ৫ | ১ | ৬ | ৩ | ৩৯ | ১২ | ||
১৯৫৮–৫৯ | ২১ | ৭ | ৫ | ২ | ৮ | ১ | ৩৪ | ১০ | ||
১৯৫৯–৬০ | ২৭ | ১৪ | ৬ | ৩ | ৬ | ২ | ৩৮ | ১৮ | ||
১৯৬০–৬১ | ২৮ | ৯ | ৮ | ৩ | ২ | ১ | ৩৮ | ১৩ | ||
১৯৬১–৬২ | ২৫ | ৬ | ৯ | ৪ | ১০ | ২ | ৪৪ | ১২ | ||
১৯৬২–৬৩ | ২৫ | ৭ | ৪ | ১ | ২ | ১ | ৩১ | ৯ | ||
১৯৬৩–৬৪ | ২৪ | ১২ | ২ | ০ | ৯ | ৩ | ৩৫ | ১৫ | ||
১৯৬৪–৬৫ | ২৩ | ৪ | ৩ | ০ | ৬ | ৫ | ৩২ | ৯ | ||
১৯৬৫–৬৬ | ২৮ | ১০ | ৩ | ৩ | ৯ | ৩ | ৪০ | ১৫ | ||
১৯৬৬–৬৭ | ২০ | ১১ | ৫ | ০ | ৪ | ০ | ২৯ | ১১ | ||
১৯৬৭–৬৮ | ২৪ | ৮ | ০ | ০ | ৭ | ৫ | ৩১ | ১৩ | ||
১৯৬৮–৬৯ | ২৬ | ৮ | ২ | ১ | ২ | ০ | ৩০ | ৯ | ||
১৯৬৯–৭০ | ২৫ | ৩ | ৫ | ১ | ৩ | ২ | ৩৩ | ৬ | ||
১৯৭০–৭১ | ৭ | ০ | ২ | ০ | ৬ | ০ | ১৫ | ০ | ||
মোট | ৪২৮ | ১২৮ | ৭৪ | ২২ | ৯৫ | ৩০ | ৬০৬ | ১৭৮ | ||
ক্যারিয়ার সর্বমোট | ৪৩৮ | ১৩০ | ৭৮ | ২২ | ৯৫ | ৩০ | ৬২০ | ১৮০ |
তথ্যসূত্র
- "Paco Gento, Honorary President of Real Madrid"। ২৩ অক্টোবর ২০১৬।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ফ্রান্সিস্কো হেন্তো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ফ্রান্সিস্কো হেন্তো – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- বিডিফুটবলে ফ্রান্সিস্কো হেন্তো (ইংরেজি)
- National-Football-Teams.com-এ ফ্রান্সিস্কো হেন্তো (ইংরেজি)
- Francisco Gento at Real Madrid (ইংরেজি) (স্পেনীয়)
- Biography at Real Madrid Fans (স্পেনীয়)
- National team data (স্পেনীয়)
- International Appearances and Goals at RSSSF
- Goals in European Cups at RSSSF
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী জারাগা |
রিয়াল মাদ্রিদের অধিনায়ক ১৯৬২–১৯৭১ |
উত্তরসূরী জোকো |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.