ফ্রান্সিস্কো হেন্তো

ফ্রান্সিস্কো "পাকো" হেন্তো লোপেজ (জন্ম: ২১ অক্টোবর ১৯৩৩) হলেন একজন প্রাক্তন স্পেনীয় ফুটবল খেলোয়াড়, যিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় একজন লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন।

পাকো হেন্তো
১৯৬৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে হেন্তো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো হেন্তো লোপেজ
জন্ম (1933-10-21) ২১ অক্টোবর ১৯৩৩
জন্ম স্থান গুয়ারনিজো, এল আস্তিয়েরো, স্পেন
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
এস.ডি. নুয়েভা মোন্তানিয়া
ইউনিয়ন ক্লাব আস্তিয়েরো
রায়ো কান্তাব্রিয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৫২–১৯৫৩ রেসিং সান্তান্দের ১০ (২)
১৯৫৩–১৯৭১ রিয়াল মাদ্রিদ ৪২৮ (১২৮)
মোট ৪৩৮ (১৩০)
জাতীয় দল
১৯৫৬ স্পেন বি (০)
১৯৫৫–১৯৬৯ স্পেন ৪৩ (৫)
দলসমূহ পরিচালিত
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
১৯৭৪ কাস্তেয়োন
১৯৭৭–১৯৮০ পালেন্সিয়া
১৯৮০–১৯৮১ গ্রানাদা
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

১৯৫২ সালে, রেসিং সান্তান্দেরের হয়ে খেলার মাধ্যমে হেন্তো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগদান করেন। তিনি রেকর্ড পরিমাণ (যৌথ) ৮ বার ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলেছেন, যার মধ্যে রেকর্ড পরিমাণ ৬ বার জয়লাভ করেছেন। এছাড়াও তিনি ১২ বার লা লিগা শিরোপা জয়লাভ করেছিলেন।

১৪ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে, হেন্তো স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন; একই সাথে তিনি স্পেনের হয়ে ১৯৬২ এবং ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপে খেলেছেন।

আলফ্রেদো দি স্তিফানোর মৃত্যুর পর, হেন্তো রিয়াল মাদ্রিদের মাননীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন।[1]

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

ক্লাব মৌসুম বিভাগ লীগ কোপা দেল রে ইউরোপ মোট
উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল
রেসিং সান্তান্দের ১৯৫২–৫৩ প্রিমেরা দিভিসিওন ১০১৪
রিয়াল মাদ্রিদ ১৯৫৩–৫৪ প্রিমেরা দিভিসিওন ১৭২১
১৯৫৪–৫৫ ২৪২৭
১৯৫৫–৫৬ ২৯৪২১১
১৯৫৬–৫৭ ২৭৩৭
১৯৫৭–৫৮ ২৮৩৯১২
১৯৫৮–৫৯ ২১৩৪১০
১৯৫৯–৬০ ২৭১৪৩৮১৮
১৯৬০–৬১ ২৮৩৮১৩
১৯৬১–৬২ ২৫১০৪৪১২
১৯৬২–৬৩ ২৫৩১
১৯৬৩–৬৪ ২৪১২৩৫১৫
১৯৬৪–৬৫ ২৩৩২
১৯৬৫–৬৬ ২৮১০৪০১৫
১৯৬৬–৬৭ ২০১১২৯১১
১৯৬৭–৬৮ ২৪৩১১৩
১৯৬৮–৬৯ ২৬৩০
১৯৬৯–৭০ ২৫৩৩
১৯৭০–৭১ ১৫
মোট ৪২৮১২৮৭৪২২৯৫৩০৬০৬১৭৮
ক্যারিয়ার সর্বমোট ৪৩৮১৩০৭৮২২৯৫৩০৬২০১৮০

তথ্যসূত্র

  1. "Paco Gento, Honorary President of Real Madrid"। ২৩ অক্টোবর ২০১৬।

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
জারাগা
রিয়াল মাদ্রিদের অধিনায়ক
১৯৬২–১৯৭১
উত্তরসূরী
জোকো


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.