ফরাজগঞ্জ ইউনিয়ন

আয়তন

ফরাজগঞ্জ ইউনিয়নের আয়তন ৫,৬৯৮ একর।[1]

প্রশাসনিক কাঠামো

ফরাজগঞ্জ ইউনিয়ন লালমোহন উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমোহন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৭নং নির্বাচনী এলাকা ভোলা-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ফোনারীকান্দি
  • উত্তর ফরাজগঞ্জ
  • বিশ্বাসের পাড়
  • সাতানী
  • দক্ষিণ সাতানী
  • কিশোরগঞ্জ
  • দক্ষিণ কিশোরগঞ্জ
  • পূর্ব আসলী
  • পশ্চিম আসলী
  • পূর্ব গাইমারা
  • পশ্চিম গাইমারা
  • দক্ষিণ ফরাজগঞ্জ
  • মহেষখালী
  • নেয়ামতপুর

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরাজগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৭৪ জন এবং মহিলা ১২,৩৫১ জন। মোট পরিবার ৫,২২৪টি।[1]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরাজগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৭%।[1] এ ইউনিয়নে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ৮টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.