প্রাগপুর ইউনিয়ন

প্রাগপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার একটি ইউনিয়ন[1]

প্রাগপুর ইউনিয়ন
ইউনিয়ন
১ নং প্রাগপুর ইউনিয়ন পরিসদ
প্রাগপুর ইউনিয়ন
বাংলাদেশে প্রাগপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪.০০৫৪৫৬° উত্তর ৮৮.৭৬৬২৩৫° পূর্ব / 24.005456; 88.766235
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাদৌলতপুর উপজেলা
প্রতিষ্ঠা১৯৫০
সরকার
  চেয়ারম্যানমোঃ আশরাফুজ্জামান
আয়তন
  মোট২৮ কিমি (১১ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৯,৬৬২
সাক্ষরতার হার
  মোট৫১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০৫২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

[2]

অবস্থান ও সীমানা

দৌলতপুর উপজেলা সদর হতে সড়ক পথে ৫.৯ কিঃ মিঃ দুরত্বে অবস্থিত। সীমানাঃ পূর্বে মথুরাপুর ইউনিয়ন, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ সিমান্ত, উত্তরে রামকৃষ্ণপুর ইউনিয়ন, দক্ষিণে আদাবাড়িয়া ইউনিয়ন।

ইতিহাস

কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ। স্থাপিত ১৯৫০ সালে। আজ প্রাগপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

গ্রাম সমূহ

গ্রাম সংখ্যাঃ ১৮ টি । গ্রাম সমূহ –  চক বিলগাতুয়া, রঘুনাথপুর, চক জয়পুর, নতুন পাকুড়িয়া, গোপালপুর, জামালপুর, মাদাপুর, দাড়ের পাড়া, মিরের পাড়া, বিলগাতুয়া, ইসলাম নগর, পাকুড়ীয়া, মুসলিমনগর, গোড়ারপাড়া, জয়পুর, প্রাগপুর, মহিষকুন্ডি, ময়রামপুর।

আয়তন ও জনসংখ্যা

আয়তন- ২৮ বর্গ কিঃ মিঃ। ৩৯৬৬২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী) ।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ

শিক্ষার হার- ৫১%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠাণ

  • প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারী ১৩ টি
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৮ টি
  • মাদ্রাসাঃ ০৩ টি
  • মসজিদ ১৯ টি
  • মন্দির ০১ টি

হাট বাজার

০৬ টি।

খাল ও নদী

দর্শনীয় স্থান

তথ্যসূত্র

  1. "প্রাগপুর ইউনিয়ন"pragpurup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫
  2. "প্রাগপুর ইউনিয়ন"http://bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.