পরিকল্পনা মন্ত্রণালয় (বাংলাদেশ)

পরিকল্পনা মন্ত্রণালয় হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। [2] এ মন্ত্রলায়ের কাজ হচ্ছে পরিসংখ্যান ব্যবস্থাপনা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের রূপরেখা তৈরি করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিকল্পনা মন্ত্রণালয়
বাংলাদেশ সরকারের সীল
সংস্থার রূপরেখা
গঠিত১২ জানুয়ারি ২০০২
অধিক্ষেত্রবাংলাদেশ সরকার
সদর দপ্তরসচিবালয়, ঢাকা[1]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সংস্থা নির্বাহীগণ
  • মো: নুরুল আমিন, সচিব, পরিকল্পনা বিভাগ

  • সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

  • আবুল মনসুর মো. ফয়জুল্লাহ,
    সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
ওয়েবসাইটplandiv.gov.bdMinistries and Divisions of GOB

অধীনস্ত বিভাগ

তথ্যসূত্র

  1. "List of Ministries and Divisions"cabinet.gov.bd
  2. "Ministry of Planning"plandiv.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.