নাকোল ইউনিয়ন

নাকোল বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা, মাগুরার একটি ইউনিয়ন

নাকোল
ইউনিয়ন
৮নং নাকোল ইউনিয়ন পরিষদ
নাকোল
বাংলাদেশে নাকোল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৩৩° উত্তর ৮৯.২৯° পূর্ব / 23.33; 89.29
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলাশ্রীপুর উপজেলা, মাগুরা
সরকার
  চেয়ারম্যানহুমাউনুর রশিদ মুহিত (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট১৯.২৮ কিমি (৭.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,২৬৭
  জনঘনত্ব১৩০০/কিমি (৩৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৯.৫৯
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৬১২[1]
ওয়েবসাইটhttp://nakolup.magura.gov.bd

আয়তন

নাকোল ইউনিয়নের আয়তন ১৯.২৮ বর্গ কিলোমিটার।[2]

জনসংখ্যা

নাকোল ইউনিয়নের জনসংখ্যা ২৫,২৬৭ জন।

ইতিহাস ও নামকরন

অবস্থান ও সীমানা

শ্রীপুর উপজেলার পশ্চিমাংশে নাকোল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সব্দালপুর ইউনিয়নগড়াই নদী, পশ্চিমে গড়াই নদী,মুচিখালী নদী, দক্ষিণে গড়াই নদীএবং পূর্বে কাদিরপাড়া ইউনিয়ন

প্রশাসনিক কাঠামো

নাকোল ইউনিয়ন শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন। এটি [[ জাতীয় সংসদের ৯১ নং নির্বাচনী এলাকা মাগুরা-১ এর অংশ। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ২০টি গ্রাম রয়েছেঃ

  • নাকোল পূর্ব
  • নাকোল পশ্চিম
  • রায়নগর পূর্ব
  • রায়নগর পশ্চিম
  • বরালিদহ পূর্ব
  • বরালিদহ পশ্চিম
  • মাঝাইল
  • মাঝাইল-মান্দারতলা
  • গোবিন্দপুর
  • রাজধরপুর
  • জ্যোতশ্রীপুর
  • আদর্শগ্রাম
  • শ্রীপুরহুদা
  • শাপলগাছা
  • মধুপুর
  • কাউড়াঙা
  • দেবীনগর
  • বটিয়াখালি
  • হাজরাতলা
  • গোয়ালবাড়ী

শিক্ষা ব্যবস্থা

নাকোল ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলঃ

মাধ্যমিক বিদ্যালয়
  • নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জ্যোতশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

শ্রীপুর উপজেলা এসে বাসে করে 'নাকোল বাজার' যেতে হবে। নাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে নাকোল ইউনিয়ন পরিষদের অবস্থান। এখানকার অধিকাংশ রাস্তা পাঁকা।

অর্থনীতি

ব্যাংক

নাকোল ইউনিয়নে জনতা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।[3]

এনজিও
বীমা
  • ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো-অপারেটিভ লিমিটেড
  • ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা
  • প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • জীবন বীমা কর্পোরেশন
  • বায়রা লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড[5]
পেশাজীবি সংগঠন
  • ১৯৯৫ বন্ধু সমিতি সংগঠন
  • নাকোল বাজার সমবায় সমিতি
  • নাকোল যুব উন্নয়ন সমিতি
  • নাকোল কৃষক সমিতি
  • নাকোল বাজার অবসরপ্রাপ্ত সমবায় সমিতি
  • ওয়াবদা মোড় যুব উন্নয়ন[6]

খাল ও নদী

নাকোল ইউনিয়নে ৪টি নদী রয়েছেঃ

খাল

খাল আছে ২টিঃ

  • দেবীনগর খাল
  • দোয়ালের খাল

হাট-বাজার

নাকোল ইউনিয়নের হাট-বাজারের তালিকাঃ

  • নাকোল বাজার
  • ওয়াপদা বাজার

দর্শনীয় স্থান

কৃতী ব্যক্তিত্ব

  • এ.কে.এম হামিদুজ্জামান মিয়া(ভাষা সৈনিক)
  • মৃত মুন্সি রইচউদ্দিন(কলেজ প্রতিষ্ঠাতা)
  • মো: বদিউজ্জামান স্যার(সারে গামা পাদা প্রতিষ্ঠাতা)
  • সরজ স্যার ও মোহাম্মদ আলী স্যার(হাইস্কুল পরিচালক প্রতিষ্ঠাতা)
  • মৃত আলিয়ার স্যার(গণিতের উস্তাদ)
  • মির্জা শওকতউজ্জামান(কলেজ প্রতিষ্ঠাতা)
  • মো: শাহজাহান মিয়া (রাজনীতিবিদ)

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যানঃ হুমাউনুর রশিদ মুহিত[7]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এরিয়া কোড ও পোস্ট কোড"www.sreepur.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  2. "নাকোল ইউনিয়নের আয়তন"www.bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  3. "ব্যাংক"www.nakolup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  4. "এনজিও"www.nakolup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  5. "বীমা"www.nakolup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  6. "পেশাজীবি সংগঠন"। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  7. "ইউপি চেয়ারম্যান"www.nakolup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.