কাদিরপাড়া ইউনিয়ন
কাদিরপাড়া বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা, মাগুরার একটি ইউনিয়ন।
কাদিরপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কাদিরপাড়া | |
স্থানাঙ্ক: ২৩.৩৪° উত্তর ৮৯.২৮° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | শ্রীপুর উপজেলা, মাগুরা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | লিয়াকত আলী বিশ্বাস (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৫.২৪ কিমি২ (৫.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,২৩৩ |
• জনঘনত্ব | ১০০০/কিমি২ (২৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৬১০ ![]() |
ওয়েবসাইট | http://kadirparaup.magura.gov.bd |
আয়তন
কাদিরপাড়া ইউনিয়নের আয়তন ১৫.২৪ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
কাদিরপাড়া ইউনিয়নের জনসংখ্যা ১৫,২৩৩ জন।
ইতিহাস ও নামকরন
অবস্থান ও সীমানা
শ্রীপুর উপজেলার পশ্চিমাংশে কাদিরপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সব্দালপুর ইউনিয়ন, পশ্চিমে নাকোল ইউনিয়ন, দক্ষিণে গড়াই নদী এবং পূর্বে দ্বারিয়াপুর ইউনিয়ন।
প্রশাসনিক কাঠামো
কাদিরপাড়া ইউনিয়ন শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন। এটি [[ জাতীয় সংসদের ৯১ নং নির্বাচনী এলাকা মাগুরা-১ এর অংশ। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ১৩টি গ্রাম রয়েছেঃ
- কাদিরপাড়া
- দোরানগর
- মাঙ্গনডাঙ্গা
- কমলাপুর
- কৃষ্ণনগর
- রাধানগর
- মাটিকাটা
- ঘাসিয়াড়া
- গোয়ালবাড়ী
- বিষ্ণুপুর
- কুপুড়িয়া
- টিকেটিনগর
- পুশআমলা
শিক্ষা ব্যবস্থা
কাদিরপাড়া ইউনিয়নে ১টি বালিকা ও ৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ৩টি মাদ্রাসা এবং ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলঃ
- মাধ্যমিক বিদ্যালয়
- পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- সম্মলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়
- ডাঃ নুরুল হোসেন মাধ্যমিক বিদ্যালয়
- রাধানগর মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- কাদিরপাড়া সম্মিলনী ইসলামিয়া আলিম মাদ্রাসা
- কাদিরপাড়া ঈদগাহ নুরানী মাদ্রাসা
- খামারপাড়া সিনিয়র মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- দোরননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ঘাসিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
শ্রীপুর উপজেলা এসে বাস/মোটরসাইকেল/বাইসাইকেলে করে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদে যেতে হয়। শ্রীপুর উপজেলা হতে কাদিরপাড়া ইউনিয়নের দুরত্ব ১০ কিলোমিটার। এখানকার অধিকাংশ রাস্তা পাঁকা।
অর্থনীতি
কাদিরপাড়া ইউনিয়নে জনতা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।
- এনজিও
- আশা
- জাগরণী চক্র ফাউন্ডেশন
- বীমা
- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
- পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
- ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা
- প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- জীবন বীমা কর্পোরেশন
- ফারইস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- পেশাজীবি সংগঠন
- নিজেরা করি ভুমিহীন সংগঠন
খাল ও নদী
কাদিরপাড়া ইউনিয়নে একটিমাত্র নদী আছে যার নাম হানু নদী।
হাট-বাজার
কাদিরপাড়া ইউনিয়নের হাট-বাজারের তালিকাঃ
- রাধানগর বাজার
দর্শনীয় স্থান
- কাদিরপাড়া বাবু জমিদার বাড়ি
কৃতী ব্যক্তিত্ব
- মরহুম ডাঃ কবির উদ্দিন আহম্মেদ, প্রাক্তন ইউপি চেয়ারম্যান
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যানঃ লিয়াকত আলী বিশ্বাস[2]
আরও দেখুন
তথ্যসূত্র
- "কাদিরপাড়া ইউনিয়নের আয়তন"। www.bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯।
- "ইউপি চেয়ারম্যান"। www.kadirparaup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯।