সব্দালপুর ইউনিয়ন
সব্দালপুর বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা, মাগুরার একটি ইউনিয়ন।
সব্দালপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() সব্দালপুর | |
স্থানাঙ্ক: ২৩.৩৩° উত্তর ৮৯.২৬° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | শ্রীপুর উপজেলা, মাগুরা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নুরুল হোসেন মোল্লা (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৪.৬৭ কিমি২ (৯.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৭৪০ |
• জনঘনত্ব | ৭৬০/কিমি২ (২০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৪২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৬১০ ![]() |
ওয়েবসাইট | http://shobdalpurup.magura.gov.bd |
আয়তন
সব্দালপুর ইউনিয়নের আয়তন ২৪.৬৭ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
সব্দালপুর ইউনিয়নের জনসংখ্যা ১৮,৭৪০ জন। [2]
ইতিহাস ও নামকরন
অবস্থান ও সীমানা
শ্রীপুর উপজেলার পশ্চিমাংশে সব্দালপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে শ্রীকোল ইউনিয়ন, পশ্চিমে কুমার নদী, দক্ষিণে নাকোল ইউনিয়ন এবং পূর্বে শ্রীপুর ইউনিয়ন।
প্রশাসনিক কাঠামো
সব্দালপুর ইউনিয়ন শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন। এটি [[ জাতীয় সংসদের ৯১ নং নির্বাচনী এলাকা মাগুরা-১ এর অংশ। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ২১টি গ্রাম রয়েছেঃ
- সব্দালপুর
- আমতৈল
- উত্তর নোহাটা
- দক্ষিণ নোহাটা
- বাখেরা
- পিয়ারপুর
- হোগলডাঙ্গা
- জারিয়া
- দুর্গাপুর
- জয়নগর
- মোল্লাডাঙ্গা
- মর্কমখোলা
- সোনাইকুরী
- আরালিয়া
- তারাউজিয়াল
- কাবিলপুর
- সোনাতুন্দী
- উত্তর কাজলী
- দক্ষিণ কাজলী
- সোনাইকুন্ডী
- মর্ত্তুজাপুর
শিক্ষা ব্যবস্থা
সব্দালপুর ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়,২টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি এনজিও কেন্দ্র রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলঃ
- মাধ্যমিক বিদ্যালয়
- সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
- কাজলী কলেজিয়েট স্কুল
- বাখেরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- জারিয়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়
- আমতৈল মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- হামিদ মিয়াজি দাখিল মাদ্রাসা
- সব্দালপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাউজিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এনজিও কেন্দ্র
- ব্র্যাক
যোগাযোগ ব্যবস্থা
মাগুরা এসে রিকশা করে 'মাগুরা নতুন বাজার' যেতে হবে। 'মাগুরা নতুন বাজার' থেকে শ্রীপুর ১৫ কি.মি.দুরত্ব। শ্রীপুর সদর থেকে কাজলী বাজার যেতে হবে। কাজলী বাজারের সামনে সব্দালপুর ইউনিয়ন পরিষদের অবস্থান। সব্দালপুর ইউনিয়ন থেকে সরাসরি ঢাকা যাতায়াত করা যায়। সব্দালপুর ইউনিয়নে কাঁচা এবং পাকা রাস্তার সমন্নয়ে একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ভ্যান,মটর সাইকেল,বাস(গ্রামবাংলা) যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং পাশ্ববর্তী ইউনিয়নে যাতায়াত করা যায়।
অর্থনীতি
সব্দালপুর ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।
- এনজিও
- গ্রামীণ ব্যাংক
- আশা
- ব্র্যাক
- সেতু
- আর আর এফ
- জাগরণী চক্র ফাউন্ডেশন
- বীমা
- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
- পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
- ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা
- প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- জীবন বীমা কর্পোরেশন
- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- আল বারাকা লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- বায়রা লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো-অপারেটিভ লিমিটেড
- পেশাজীবি সংগঠন
- নিজেরা করি ভুমিহীন সংগঠন
- সব্দালপুর জেলে সমবায় সমিতি
- তারাউজিয়াল যুব উন্নয়ন সমিতি
- কাজলী কৃষক সমিতি
খাল ও নদী
সব্দালপুর ইউনিয়নের পশ্চিম পাশে দিয়ে বয়ে গেছে কুমার নদী এবং অসংখ্য খাল বিল ও হাওর বাওর রয়েছে ।
হাট-বাজার
সব্দালপুর ইউনিয়নের হাট-বাজারের তালিকাঃ
- কাজলী বাজার
- সোনাতুন্দি বাজার
- আমতৈল বাজার
দর্শনীয় স্থান

- কাজলী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ
কৃতী ব্যক্তিত্ব
- আলহাজ্ব আব্দুস সাত্তার মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রতিষ্ঠাতা সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সাবেক প্রধান শিক্ষক রাধানগর মাধ্যমিক বিদ্যালয়
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যানঃ মোহাম্মদ নুরুল হোসেন মোল্লা[3]
আরও দেখুন
তথ্যসূত্র
- "সব্দালপুর ইউনিয়নের আয়তন"। www.bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা"। www.shobdalpurup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- "ইউপি চেয়ারম্যান"। www.shobdalpurup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।