ঘাগড়া ইউনিয়ন, কাউখালী

ঘাগড়া বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাউখালী উপজেলার একটি ইউনিয়ন

ঘাগড়া
ইউনিয়ন
৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ
ঘাগড়া
বাংলাদেশে ঘাগড়া ইউনিয়ন, কাউখালীর অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৩″ উত্তর ৯২°৫′৫২″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলাকাউখালী উপজেলা
সরকার
  চেয়ারম্যানজগদীশ চাকমা
আয়তন
  মোট১২১.৭৩ কিমি (৪৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,৬১৯
  জনঘনত্ব২১০/কিমি (৫৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪২.৪২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫১০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ঘাগড়া ইউনিয়নের আয়তন ৩০,০৮০ একর (১২১.৭৩ বর্গ কিলোমিটার)।[1] এটি কাউখালী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঘাগড়া ইউনিয়নের লোকসংখ্যা ২৫,৬১৯ জন। এর মধ্যে পুরুষ ১৩,৬৮৮ জন এবং মহিলা ১১,৯৩১ জন।[2]

অবস্থান ও সীমানা

কাউখালী উপজেলার সর্ব-পূর্বে ঘাগড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ফটিকছড়ি ইউনিয়ন, দক্ষিণে কলমপতি ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়ন, পূর্বে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এবং উত্তর-পূর্বে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নকুতুকছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ঘাগড়া ইউনিয়ন কাউখালী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি মোবাছড়ি, কচুখালী, ঘাগড়াঘিলাছড়ি এ ৪টি মৌজায় বিভক্ত।[3]

শিক্ষা ব্যবস্থা

ঘাগড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৪২%।[1] এ ইউনিয়নে ২টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • কাউখালী সরকারি ডিগ্রী কলেজ
  • ঘাগড়া কলেজ

[4]

মাধ্যমিক বিদ্যালয়
  • কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়
  • ঘাগড়া উচ্চ বিদ্যালয়
  • ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়
  • পানছড়ি উচ্চ বিদ্যালয়
  • হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়

[5]

মাদ্রাসা
  • ছিদ্দিক-ই আকবর (রা.) দাখিল মাদ্রাসা

[6]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • উত্তর মোবাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • তালুকদারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[7]

প্রাথমিক বিদ্যালয়
  • আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উল্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কজইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কলাবাগান যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জুনুমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ত্রিপুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুর্য্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধুমছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নিম্ন কচুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুরান পোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাদলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মৌইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হারাঙ্গী মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হারাঙ্গী রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[8]

যোগাযোগ ব্যবস্থা

ঘাগড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

ঘাগড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাগড়া খাল।[9]

হাট-বাজার

ঘাগড়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হল ঘাগড়া বাজার।[10]

দর্শনীয় স্থান

  • ঘাগড়া আর্মি ক্যাম্প
  • কলাবাগান প্রাকৃতিক ঝর্ণা
  • রাঙ্গামাটি টেক্সটাইল মিলস

[3]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জগদীশ চাকমা[11]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.