কালাউক উচ্চ বিদ্যালয়
কালাউক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের হবিগঞ্জ-এর লাখাই-এ অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
কালাউক উচ্চ বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
কালাউক বাজার, লাখাই উপজেলা, হবিগঞ্জ হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৩°৪৪′ উত্তর ৯০°২২′ পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি |
নীতিবাক্য | শিক্ষাই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৯ |
প্রধান শিক্ষক | আব্দুল মোত্তালেব |
শ্রেণী | মাধ্যমিক |
ক্যাম্পাস | উপজেলা সদর সংলগ্ন কালাউক বাজারে অবস্থিত। |
রঙ | সাদা and নেভি ব্লু |
ডাকনাম | উপজেলা সদর স্কুল |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট | |
ওয়েবসাইট | http://kalaukhighschool.edu.bd |
আদর্শ ও মনোগ্রাম
শিক্ষাই আলো এই আদর্শের উপর ভিত্তি করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শ্রেণি ও শাখা ব্যাবস্থা
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শাখা ব্যাবস্থার মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে। প্রতি শাখায় ৬০-৭০ জন করে শিক্ষার্থী পাঠগ্রহণ করে থাকে।
পোশাক
ছাত্রদের জন্যে লোগো সংবলিত সাদা শার্ট ও নেভি ব্লু পেন্ট, ছাত্রীদের ফিতা সংবলিত নেভি-ব্লু ফ্রক, সাদা পাজামা ও হিজাব।
স্কুল দিবস
প্রতি বছর ১০ই জানুয়ারি স্কুল দিবস উদযাপন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণ
বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগান ছাড়াও নারকেল, সুপারি বিভিন্ন ধরনের গান রয়েছে।
পরীক্ষাগার, লাইব্রেরি এবং মসজিদ
ছত্রাবাস থেকে সামনে এগিয়ে বিদ্যালয়ের পুকুরের এক কোণে বিদ্যালয়ের মসজিদটি অবস্থিত। বিদ্যালয়ের লাইব্রেরী বিশ্বসাহিত্য কেন্দ্র এই বই ছাড়াও অসংখ্য বই দ্বারা সমৃদ্ধ। এছাড়াও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যে রয়েছে সমৃদ্ধ পরীক্ষাগার।