কারাচায়-বালকার ভাষা

কারচায়-বালকার ভাষা (Къарачай-Малкъар тил, কারাচায়-মালকার তিলি বা Таулу тил, তাউলু তিল, কাবার্ডীয়: Къарачайбзэ) একটি তুর্কীয় ভাষা যেটি ইউরোপীয় রাশিয়ার কাবার্ডিনো-বালকারিয়া এবং কারাচায়-চের্কেসিয়া কারাচায় এবং বালকার জাতি দ্বারা, এবং তুরস্কের আফিয়নকারাহিসার প্রদেশে এক অভিবাসী সম্প্রদায় দ্বারা ব্যবহৃত হয়। এই ভাষাকে দুটি উপভাষায় ভাগ করা হয়েছে: কারাচায়-বাকসান-চেগেম এবং মালকার। আধুনিক কারাচায়-বালকারের লিখিত রূপটি কারাচায়-বাকসান-চেগেম উপভাষা ভিত্তিক। ভাষাটি কুমুকের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।[3]

কারাচায়-বালকার
къарачай-малкъар тил
таулу тил
দেশোদ্ভবরাশিয়া
অঞ্চলকাবারদিনো-বালকারিয়া, কারাচায়-চেরকেসিয়া, আফিয়নকারাহিসার প্রদেশ
জাতিতত্ত্বকারাচায়, বালকার
মাতৃভাষী
৩,০৫,০০০ (২০১০)[1]
উপভাষাসমূহ
  • কারাচায়
  • বালকার
সিরিলীয়
লাতিন
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 রাশিয়া
  •  কারাচায়-চেরকেসিয়া
  •  কাবারদিনো-বালকারিয়া
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২krc
আইএসও ৬৩৯-৩krc
গ্লোটোলগkara1465[2]
কারাচায়-বালকার ভাষায় কোরান

লিখন পদ্ধতি

ঐতিহাসিকভাবে এই ভাষার প্রথম লেখকরা ১৯২৪ অবধি আরবি বর্ণমালা ব্যবহার করতেন। বালকার কবি কাজিম মেচিয়েভের হাতে লেখা পাণ্ডুলিপি এবং সাহিত্যের অন্যান্য উদাহরণ আজও রক্ষিত আছে। কারাচায় ভাষায় প্রথম মুদ্রিত বইগুলি ২০শ শতকের শুরুতে প্রকাশিত হয়েছিল।

অক্টোবর বিপ্লবের পরে লাতিনিকরণের রাষ্ট্র প্রচারের অংশ হিসাবে বালকার শিক্ষাবিদরা লাতিন বর্ণের উপর ভিত্তি করে একটি নতুন বর্ণমালা তৈরি করেছিলেন। ১৯৩০-এর দশকে সরকারী সোভিয়েত নীতি সংশোধন করা হয় এবং সোভিয়েত ইউনিয়নের মানুষদের ভাষাগুলির সিরিলিকরণ প্রক্রিয়া শুরু হয়। ১৯৩৭-৩৮ সালে সিরিলীয় লিপির উপর ভিত্তি করে নতুন বর্ণমালা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল।

বর্ণমালা

আধুনিক কারাচায়-বালকার সিরিলীয় বর্ণমালা:

А а
/a/
Б б
/b/
В в
/v/
Г г
/g/
Гъ гъ
Д д
/d/
Дж дж
/dʒ/
Е е
/je/
Ё ё
/ø, jo/
Ж ж*
/ʒ/
З з
/z/
И и
/i/
Й й
/j/
К к
/k/
Къ къ
/q/
Л л
/l/
М м
/m/
Н н
/n/
Нг нг
/ŋ/
О о
/o/
П п
/p/
Р р
/r/
С с
/s/
Т т
/t/
У у
/u, w/
Ф ф*
/f/
Х х
/x/
Ц ц
/ts/
Ч ч
/tʃ/
Ш ш
/ʃ/
Щ щ
ъ
Ы ы
/ɯ/
ь
Э э
/e/
Ю ю
/y, ju/
Я я
/ja/
* স্থানীয় শব্দে পাওয়া যায় না

কারাচায়-বালকার লাতিন বর্ণমালা:

A a B в C c Ç ç D d E e F f G g
Ƣ ƣ I i J j K k Q q L l M m N n
N̡ n̡ O o Ө ө P p R r S s Ş ş T t
Ь ь U u V v Y y X x Z z Ƶ ƶ

ধ্বনিতত্ত্ব

স্বরধ্বনি[4]
সম্মুখপশ্চাৎ
সংবৃত i y ɯ u
মধ্য e ø o
বিবৃত a
ব্যঞ্জনধ্বনি[4]
ওষ্ঠ্য দন্তমূলীয় তালব্য পশ্চাত্তালব্য অলিজিহ্ব্য কণ্ঠনালীয়
স্পর্শ p b t d k ɡ (q) (ɢ)
উষ্ম [f] s z ʃ x (ɣ) h
ঘৃষ্ট [ts]
নাসিক্য m n ŋ
তরল l r
অন্তঃস্থ w j
বন্ধনি দ্বারা পূরকধ্বনি নির্দেশ করা হয়েছে।

ব্যাকরণ

বিশেষ্য

কারক-বিভক্তি

কারকবিভক্তি
কর্তৃ
কর্ম-নি
সম্বন্ধপদীয়-নি
সম্প্রদান-গা
অধিকরণ-দা
অপাদান-দাঃ

সম্বন্ধসূচক প্রত্যয়

১ম পুরুষ২য় পুরুষ৩য় পুরুষ
একবচন-ইম-ইং-সিন/ই
বহুবচন-ইভিস-ইগিস-সিন/ই

ভাষার উদাহরণ

কারাচায়-বালকার ভাষায় মানবাধিকারের সনদের ধারা ১:

সিরিলীয়লিপ্যন্তর (আনুমানিক)বাংলা
Бютеу адамла эркин болуб эмда сыйлары бла хакълары тенг болуб тууадыла. Алагъа акъыл бла намыс берилгенди эмда бир-бирлерине къарнашлыкъ халда къараргъа керекдиле. বুতেউ আদামলা এর্কিন বোলুব এমদা সিউলারি ব্লা হাকলারি তেং বোলুব তুওয়াদিলা। আলাজা আকিল ব্লা নামিস বেরিলগেন্দি এমদা বির-বিরলেরিনে কারনাশ্লিক হালদা কারাজা ক্রেকদিলে। সকল মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিৎ।

সংখ্যা

সংখ্যাকারাচায়-বালকারকুমুকনোগাই
нольнольноль
бирбирбир
экиэкиэки
ючуьчуьш
тёртдёртдоьрт
бешбешбес
алтыалтыалты
джетиеттийети
сегизсегизсегиз
тогъузтогъузтогыз
১০ононон

ঋণকৃত শব্দ

অসেটীয়, কাবার্ডীয়, রুশ, আরবি, এবং ফার্সি থেকে ঋণকৃত শব্দের সংখ্যা বহু।[3]

গ্রন্থপঞ্জী

তথ্যসূত্র

  1. ১০২ নং সারিПриложение 6: Население Российской Федерации по владению языками [Appendix 6: Population of the Russian Federation by languages used] (XLS) (Russian ভাষায়)। Федеральная служба государственной статистики [Federal State Statistics Service]
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "কারাচায়-বালকার"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  3. ক্যাম্পবেল ও গ্যারেথ ২০১৩
  4. সীগমিলার ১৯৮৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.