কিপচাক ভাষা

কিপচাক ভাষা বিলুপ্ত তুর্কীয় ভাষা এবং তুর্কীয় ভাষা পরিবারের কিপচাক শাখার সাধারণ পূর্বপুরুষ। কিপচাক ভাষার বংশধরদের মধ্যে বর্তমানে পূর্ব ইউরোপ এবং ককেশাসের বেশিরভাগ তুর্কীয় ভাষাগুলি অন্তর্ভুক্ত রয়েছে, কারণ কিপচাক-কুমান গোল্ডেন হোর্ড শাসিতে অঞ্চলের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে ব্যবহৃত হত।

কিপচাক
Qypçaq
অঞ্চলইউক্রেন, রাশিয়া (কৃষ্ণ সাগরের উত্তর দিকে, হাঙ্গেরি[1]
যুগ১১শ–১৭শ শতাব্দী[1]
কিপচাক ভাষাসমূহতে বিবর্তিত।
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
ভাষাবিদ তালিকা
qwm

কাজাখরা পূর্বাঞ্চলীয় কুমান-কিপচাক উপজাতির অংশ, যারা দশম শতাব্দীতে উত্তর কাজাখস্তানে বাস করত, এবং পরবর্তীকালে ইউরোপে চলে এসেছিল। সুতরাং, তাদের ভাষা পূর্ববর্তী কিপচাকের আরও বিচ্ছিন্ন রূপ থেকে উদ্ভূত হয়েছিল। গোল্ডেন হোর্ডের সময়কালে তাতার, সাইবেরীয় তাতার, বালকার, কারাচায়, কুমিক, কুমান (পরে ক্রিমীয় তাতার), বাশকির এবং মঙ্গোল অভিজাতরা কিপচাক ভাষা গ্রহণ করেছিলেন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. কিপচাক at MultiTree on the Linguist List

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.