কাবু ভের্দি

কাবু ভের্দি[টীকা 1] (পর্তুগিজ: Cabo Verde কাবু ভ়ের্দ্যি – আ-ধ্ব-ব:['kabu 'veɾdɨ]) আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাক্রোনেশিয়া বাস্তু-অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোন মানব বসতি ছিল না।

কাবু ভের্দি প্রজাতন্ত্র
República de Cabo Verde
পতাকা জাতীয় প্রতীক
জাতীয় সঙ্গীত: Cântico da Liberdade
স্বাধীনতার গান
 কাবু ভের্দি-এর অবস্থান (dark blue)

 Africa-এ (light blue & dark grey)
 the African Union-এ (light blue)

 কাবু ভের্দি-এর অবস্থান (dark blue)

 Africa-এ (light blue & dark grey)
 the African Union-এ (light blue)

রাজধানী
এবং বৃহত্তম নগরী
প্রায়া
১৪°৫৫′ উত্তর ২৩°৩১′ পশ্চিম
সরকারি ভাষা পর্তুগিজ
স্বীকৃত আঞ্চলিক ভাষা (সমূহ) কাবু ভের্দীয় ক্রেওল
সরকার প্রজাতন্ত্র
   রাষ্ট্রপতি Pedro Pires
   প্রধানমন্ত্রী José Maria Neves
স্বাধীনতা পর্তুগাল থেকে
   পরিচিত জুলাই ৫ ১৯৭৫ 
   মোট ৪,০৩৩ কিমি (166th)
১,৫৫৭ বর্গ মাইল
   জল/পানি (%) negligible
জনসংখ্যা
   ২০১৫ আনুমানিক 532,913 (167th)
   ঘনত্ব 123.7/কিমি (89th)
৩২৫.০/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
2016 আনুমানিক
   মোট $3.649 billion[1]
   মাথা পিছু $6,867[1]
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) 2016 আনুমানিক
   মোট $1.747 billion[1]
   মাথা পিছু $3,287[1]
জিনি সহগ (2008)47.2[2]
উচ্চ
মানব উন্নয়ন সূচক (2015) 0.648[3]
মধ্যম · 122nd
মুদ্রা কাবু ভের্দীয় এস্কুদো (CVE)
সময় অঞ্চল CVT (ইউটিসি-১)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) পর্যবেক্ষণ করা হয়নি (ইউটিসি-১)
কলিং কোড ২৩৮
ইন্টারনেট টিএলডি .সিভি

ইতিহাস

১৪৬০ সালে পর্তুগিজদের আগমনের পূর্বে কাবু ভের্দিতে কোন মানব বসতি ছিলনা। তারা ১৪৬০ সালে এই দ্বীপটিকে তাদের সাম্রাজ্যের অধীনে আনে। অবস্থানগত দিক থেকে আফ্রিকার উপকূলে হবার কারণে কাবু ভের্দি প্রথমে একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র, চিনি উ‍‌ৎপাদন কেন্দ্র এবং পরবর্তীতে দাস ব্যাবসায়ের প্রধান কেন্দ্রে পরিণত হয়।

১৯৭৫ সালে পর্তুগালের সাথে গিনি-বিসাউ জঙ্গলে দীর্ঘ এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে কাবু ভের্দি। স্বাধীনতা অর্জনের জন্য মূলত "দ্য আফ্রিকান পার্টি ফর দা ইন্ডিপেন্ডেন্স অভ গিনি-বিসাউ অ্যান্ড কাবু ভের্দি" এর অবদান সবচেয়ে বেশি ছিল। স্বাধীনতার পর "আফ্রিকান পার্টি ফর দা ইন্ডিপেন্ডেন্স অভ গিনি-বিসাউ অ্যান্ড কাবু ভের্দি" গিনি-বিসাউ ও কেপ ভের্দকে একত্রিত করে একটি দেশে পরিণত করবার চেষ্টা করে যেহেতু তারা নিজেরাই দুইটি অঞ্চলকে নিয়ন্ত্রণ করছিলো। ১৯৮০ সালে একটি সামরিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে এই পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে যায়। পরবর্তীতে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অফ কেপ ভের্দি সৃষ্টি হয়। ১৯৯১ সালের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই দলের শাসনের অবসান ঘটে। এই নির্বাচনে 'মুভিমেন্তো প্যারা অ‍্যা ডেমক্রাসিয়া জয় লাভ করে। এরা ১৯৯৬ সালে আবার নির্বাচিত হয়। দীর্ঘ ১০ বছর পর আবার ২০০১ সালে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অফ কেপ ভের্দি নির্বাচিত হয়, ২০০৬ সালে এইদল আবার নির্বাচিত হয়।

রাজনীতি

প্রশাসনিক অঞ্চলসমূহ

পূর্ব আফ্রিকার ১৫.০২(দ) ২৩.৩৪(পূ) এ কেপ ভের্দ দ্বীপপুঞ্জ অবস্থিত । ১০টি বড় দ্বীপ এবং ৮টি ছোট দ্বীপের সমন্বয়ে কাবু ভের্দি গঠিত। প্রধান দ্বীপগুলো হলোঃ

  • বার্লাভেন্তো (দক্ষিণ দ্বীপগুলোর মধ্যে)
  • সান্টো আন্টাও
  • সাও ভিসেন্টে
  • সান্টা লুজিয়া
  • সাও নিকোলাউ
  • সাল
  • বোয়া ভিস্তা
  • সোতাভেন্তো
  • মাইয়ো
  • সান্টিয়াগো
  • ফগো
  • ব্র্রভা

এর মধ্যে শুধুমাত্র সান্টা লুজিয়া এবং আর ৫ টি জনশূন্য। বর্তমানে এগুলোকে প্রাকৃতিক সম্পদ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সবগুলো দ্বীপে আগ্নেয়গিরি থাকলেও শুধু মাত্র ফোগোতেই অগ্ন্যুৎপাত ঘটে।

ইতিহাস

রাজনীতি

প্রশাসনিক অঞ্চলসমূহ

ভূগোল

অর্থনীতি

জনসংখ্যা

সংস্কৃতি

সামরিক বাহিনী

কাবু ভের্দির সামরিক বাহিনী স্থলবাহিনী এবং কোস্ট গার্ডের সমন্বয়ে গঠিত। ২০০৫ সালে সামরিক বাহিনীর জন্য প্রায় ৮৪,৬৪১ জন লভ্য ছিল। এদের মধ্যে শারীরিকভাবে সক্ষম ছিল ৬৫,৬১৪ জন। কেপ ভের্দি সামরিক খাতে বাৎসরিক ৭.১৮ মিলিয়ন ডলার খরচ করে, যা মোট জাতীয় উৎপাদনের ০.৭%।

আরও দেখুন

টীকা

  1. এই পর্তুগিজ স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Burundi"। International Monetary Fund। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫
  2. "GINI index"। World Bank। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩
  3. "2016 Human Development Report" (PDF)। United Nations Development Programme। ২০১৬। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

সরকারী
সাধারণ তথ্য
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.