এশিয়ান হকি ফেডারেশন
এশিয়ান হকি ফেডারেশন এশিয়া মহাদেশের হকি খেলার নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক হকি সংস্থার অন্তর্ভুক্ত এই সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ৩০। এই সংস্থার বর্তমান সভাপতি মালয়শিয়ার সুলতান আজলান শাহ।
![]() | |
সংক্ষেপে | এএসএইচএফ |
---|---|
নীতিবাক্য | সর্বদা সম্মুখে (Ever onwards) |
ধরণ | ক্রীড়া সংস্থা |
সদরদপ্তর | কুয়ালালামপুর, মালয়শিয়া |
সদস্যপদ | ৩০ সদস্য |
সভাপতি | ![]() |
ওয়েবসাইট | এশিয়াহকি.অর্গ |
সদস্য
প্রতিযোগিতা
- এশিয়া কাপ (হকি)
- এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি
- জুনিয়র মহিলা এশিয়া কাপ (হকি)
- জুনিয়র পুরুষ এশিয়া কাপ (হকি)
- এশিয়ান গেমসে হকি - হকি
- এশিয়ান চ্যাম্পিয়নস ক্লাব কাপ (হকি)
- ইনডোর হকি এশিয়া কাপ
- ইনডোর এশিয়া ক্লাব কাপ (হকি)
তথ্যসূত্র
- "Congress 2011"। ২০১১-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-০৫।
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.