এডি লেই

এডি লেই (জন্ম: ১৬ নভেম্বর, ১৯৮৬) ট্রান্সভাল প্রদেশের পচেফস্ট্রুম এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ বোলার হিসেবে ভূমিকা রাখছেন। লেগ ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে লায়ন্সের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, গটেংয়ের পক্ষে খেলেছেন তিনি। এর পূর্বে দক্ষিণ আফ্রিকা এ ক্রিকেট দলের পক্ষে খেলেছেন।

এডি লেই
ব্যক্তিগত তথ্য
জন্ম (1986-11-16) ১৬ নভেম্বর ১৯৮৬
পচেফস্ট্রুম, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪/০৫-২০১৩/১৪গটেং
২০১১/১২-বর্তমানলায়ন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৫৩ ৩৯ ২০
রানের সংখ্যা ৪২২ ৭৪
ব্যাটিং গড় ১১.১০ ১০.৫৭ ২.০০
১০০/৫০ ০/১ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৫৮ ১৮ ১*
বল করেছে ৮,২৯৫ ১,৫৯৭ ৪৩২
উইকেট ১৮৪ ৪৮ ২৪
বোলিং গড় ২৭.৪৫ ২৮.১২ ১৬.৯৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - n/a
সেরা বোলিং ৬/৫০ ৪/৪০ ৩/১৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/– ২/– ৩/–
উৎস: Cricinfo, ২০ মার্চ ২০১৫

খেলোয়াড়ী জীবন

দক্ষিণ আফ্রিকা এ ক্রিকেট দলের পক্ষে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করায় ক্রিকেট সাউথ আফ্রিকার হাই পারফরমেন্স চুক্তির আওতায় অন্তর্ভুক্ত হন।[1] এরফলে, ২০১৫ সালে বাংলাদেশ সফরে খেলার জন্য জাতীয় দলের সদস্য হিসেবে মনোনীত হন। অতঃপর ৭ জুলাই, ২০১৫ তারিখে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।[2] শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টি২০ আই সিরিজের দ্বিতীয় খেলায় তার সাথে বাংলাদেশের রনি তালুকদারের অভিষেক ঘটে। খেলায় তিনি তিন ওভার বোলিং করে ৩/১৬ লাভ করেন। এরফলে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টি২০ আই অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যান গড়েন।[3] খেলায় তার দল ৩১ রানে জয় পায় ও তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

  1. "Kagiso Rabada handed CSA contract"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫
  2. "South Africa tour of Bangladesh, 2nd T20I: Bangladesh v South Africa at Dhaka, Jul 7, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫
  3. "Leie showcases his 'flair' on debut"। ESPNcricinfo। ৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.