ঈশ্বরী প্রসাদ পান্ডে

ঈশ্বরী প্রসাদ পান্ডে ১৮৫৭ সিপাহী বিদ্রোহী আন্দোলনের বা মহাবিদ্রোহ ১৮৫৭ এর অন্যতম শহীদ। ব্যারাকপুর সেনা ব্যারাকে সিপাইদের প্যারেড গ্রাউন্ডে ১৮৫৭ সালের ২৯ মার্চ ইংরেজ বিরোধী অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন সিপাই মঙ্গল পাণ্ডে। বিদ্রোহীকে নিবৃত্ত করতে, ইংরেজ অফিসার জেনারেল জন হারশে জমাদার ঈশ্বরী প্রসাদ পান্ডেকে আদেশ দেন। কিন্তু ঈশ্বরী সেই আদেশ অমান্য করেছিলেন। মঙ্গল পান্ডেকে আটকাবার কোনো চেষ্টাই তিনি করেননি।[1] তিনি মঙ্গলের সহায়তা ও বিদ্রোহে মদতদান করেছেন এই অভিযোগে তাকেও সংলগ্ন এক অশ্বত্থ গাছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় ২১ এ এপ্রিল ১৮৫৭।[2][3][4]

ঈশ্বরী প্রসাদ
জন্ম?
মৃত্যু১৮৫৭
আন্দোলনসিপাহী বিদ্রোহ

তথ্যসূত্র

  1. "Indian Rebellion in 1857"newworldencyclopedia.org। New World Encyclopedia। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০১৬
  2. http://www.manobkantha.com/2013/11/07/145863.html%5B%5D
  3. মিজানুর রহমান। "মঙ্গল পান্ডে, একটি নাম একটি প্রেরণা"ajkalerkhobor.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭
  4. "মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর সংক্ষিপ্ত জীবন কাহিনী"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.