আলফ্রেদো দি স্তিফানো স্টেডিয়াম

এস্তাদিও আলফ্রেদো দি স্তিফানো একটি বহু-ব্যবহারের স্টেডিয়াম যার নামকরণ সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তিফানোর নামে হয়েছে।বর্তমানে রিয়াল মাদ্রিদের সংরক্ষিত দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ব্যবহার করছে।

আলফ্রেদো দি স্তিফানো স্টেডিয়াম
পূর্ণ নামএস্তাদিও আলফ্রেদো দি স্তিফানো
অবস্থানভালদেবেবাস, মাদ্রিদ, স্পেন
স্থানাঙ্ক৪০.৪৭৬৯০৬° উত্তর ৩.৬১৪২৭০° পশ্চিম / 40.476906; -3.614270
মালিকরিয়াল মাদ্রিদ
পরিচালকরিয়াল মাদ্রিদ কাস্তিয়া
ধারণক্ষমতা৬,০০০[1]
মাঠের আয়তন১০৫ x ৬৮ এম
উপরিভাগঘাস
নির্মাণ
নির্মিত২০০৬
উন্মোচন৯ মে ২০০৬
স্থপতিএন্তনিও লামেলা
ভাড়াটিয়া
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া

বর্ণনা

৯ মে ২০০৬ সাল, রোজ মঙ্গলবার রিয়াল মাদ্রিদ বনাম স্তাদ রেইমসের মধ্যকার ম্যাচ দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন হয়।[2]

স্টেডিয়ামটি মাদ্রিদ-বারাহাস বিমানবন্দরের কাছাকাছি, মাদ্রিদের বাইরে অবস্থিত ক্লাবের নতুন প্রশিক্ষণ কেন্দ্র সিউদাদ রিয়াল মাদ্রিদের অংশ। পশ্চিমে প্রধান স্ট্যান্ডের ধারণক্ষমতা ৪,০০০ আসন, পূর্বের স্ট্যান্ডে ২০০০ টি আসন নিয়ে মোট ৬,০০০ আসন রয়েছে। সম্প্রসারণের সমাপ্তি শেষে ২৪,০০০ পর্যন্ত ধারণক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "realmadrid.com Estadio Alfredo Di Stefano"www.realmadrid.com
  2. "This one's for you, Alfredo!"। Realmadrid.com। ২০০৬-০৫-১০। ২০১১-১১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.