আরব লীগ
আরব লীগ (আরবি: جامعة الدول العربية) আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।
_updated.svg.png)
ইতিহাস
১৯৪৪ সালের আলেক্সাদ্রিয়া প্রোটোকলের উপরে ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। উদ্দেশ্য মূলতঃ অর্থনৈতিক, রাজনৈতিক ও পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধান করা
ভৌগোলিক
আরব লীগ মূলতঃ ১কোটি ৩০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে যা ৫০ লক্ষ বর্গ মাইলের সমতুল্য। এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে এই বিশাল ভুমিতে বেশির ভাগই মরুভূমি। তবে বেশ কিছু উর্বর ভূমিও আছে। একই সাথে পাহাড় পর্বত নদী নালা ও গভীর জঙ্গলও বিদ্যমান।
সদস্য রাষ্ট্রসমূহ
অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য
জনসংখ্যা
২০০৭ সাল নাগাদ আরব লীগের মত জনসংখ্যা ৩৪ কোটি। এর মধ্যে মিশরে সবচেয়ে বেশী ৮ কোটি এবং কমোরোসে সবচেয়ে কম ৬ লক্ষ। মোট জনসংখ্যার ৯০% মুসলমান, ৬% খ্রীষ্টান এবং ৪% অন্যান্য।
বহিঃ সংযোগ
![]() |
ইংরেজি ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: |
![]() |
উইকিমিডিয়া কমন্সে আরব লীগ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- http://qatarconferences.org/arableaguesummit2013/arabic/
- আরব লীগ অফিসিয়াল সাইট (আরবীতে)
- আরব লীগ WorldStatesmen.org
- আরব লীগের সদস্য
- (আরবি) The League of Arab States (official site).
- The League of Arab States at Al-Bab.com.
- Arab Turk Conference and Expo at Bursa.
- The Arab League at Council on Foreign Relations.
- প্রোফাইলঃ আরব লীগ, বিবিসি নিউজ, ৯ আগস্ট শেষ হালনাগাদ করা হয়েছে
- Arab League at Jewish Virtual Library.
- Arab League at WorldStatesmen.org.
- আরব লীগ collected news and commentary at Bloomberg News
- আরব লীগ collected news and commentary at The Jerusalem Post
- "আরব লীগ সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।