আরতুগ্রুল

আরতুগ্রুল (উসমানীয় তুর্কি: ارطغرل; ১১৯১/১১৯৮, আহলাত – ১২৮১, সাগুত) যিনি আরতুগ্রুল গাজী নামে পরিচিত ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম উসমানের পিতা। তিনি অঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতা ছিলেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে রোমের সেলজুকদের সাহায্যার্থে আরতুগরুল মার্ভ‌ থেকে আনাতোলিয়ায় আসেন।[2] এ সময় তিনি বেশ কিছু ধারাবাহিক ঘটনার মাধ্যমে তিনি উসমানীয় সাম্রাজ্য সৃষ্টিতে নেতৃত্ব দেন। তার ছেলে প্রথম উসমান এবং ভবিষ্যৎ বংশধরদের মত তাকেও গাজী উপাধিতে সম্বোধন করা হয়[3], যা দ্বারা ইসলামের জন্য লড়াই করা বীর যোদ্ধাদের বোঝায়।

আরতুগ্রুল
Ertuğrul
ارطغرل
গাজী
আরতুগ্রুলের ২০০১ সালের তুর্কিমেন কয়েন
জন্মঅজানা[1]
মৃত্যু১২৮০ খ্রীঃ
মৃত্যুস্থানসোগুত, বিলিকি প্রদেশ, তুরস্ক
সমাধিস্থলআর্তগোল গাজী তুর্বেসী
দাম্পত্যসঙ্গীহালিমা হাতুন
সন্তানাদিউসমান
পিতাসুলেইমান শাহ
মাতাহায়মা হাতুন
ধর্মবিশ্বাসইসলাম

জীবনী

১২৩০ সালে তিনি অরঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতৃত্ব লাভ করেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলজুকদের সহকারী হওয়ার ফলশ্রুতিতে তিনি নেতৃত্ব পান। রোমের সেলজুক তুর্কি সুলতান প্রথম কায়কোবাদ কর্তৃক তিনি আংগোরার(বর্তমান আঙ্কারা) নিকট কারাকা ডাগের ভূমি লাভ করেন। একটি সূত্রমতে আরতুগ্রুলকে সেলজুকদের নেতার ভূমি প্রদানের কারণ ছিল যাতে আরতুগ্রুল বাইজেন্টাইন বা অন্যান্য প্রতিপক্ষের কাছ থেকে আসা হামলা প্রতিহত করতে পারেন।[4] পরবর্তীতে তিনি সাগুত গ্রাম ও একে ঘিরে থাকা জায়গা লাভ করেন যা ১২৩১ সালে তিনি জয় করেছিলেন। এই গ্রামটি ১২৯৯ সালে তার পুত্র ১ম উসমান কর্তৃক উসমানীয় রাজধানীতে পরিণত হয়। তার আরো দুই পুত্র হলেন, সারু বাতু সাভসি বে এবং গুন্দুজ বে

আরতুগ্রুল গাজীর সমাধি

উত্তরাধিকার

উনিশ শতকে উসমানীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আরতুগ্রুল তার নামে নামকরণ করা হয়। তুর্কমেনিস্তানের আশখাবাদে অবস্থিত আরতুগ্রুল গাজি মসজিদটিও তার নামে নামকরণ করা হয়েছে। তুরস্কের দিরিলিস: আরতুগ্রুল নামক টিভি ধারাবাহিকে এনজিন আলতান দুযয়াতান আরতুগ্রুলের ভূমিকায় অভিনয় করেন।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Kermeli, Eugenia (২০০৯)। "Osman I"। Ágoston, Gábor; Bruce Masters। Encyclopedia of the Ottoman Empire। পৃষ্ঠা 444। Reliable information regarding Osman is scarce. His birth date is unknown and his symbolic significance as the father of the dynasty has encouraged the development of mythic tales regarding the ruler’s life and origins
  2. History of the Ottoman Empire and modern Turkey, Volume 1, By Stanford Jay Shaw, Ezel Kural Shaw, pg. 13
  3. Southeastern Europe under Ottoman rule, 1354-1804, By Peter F. Sugar, pg.14
  4. The Ghazi Sultans and the Frontiers of Islam, By Ali Anooshahr, pg. 157

বহিঃসংযোগ

রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
সুলায়মান শাহ
প্রাক-উসমানীয় শাসক
১২৩০১২৮১
উত্তরসূরী
প্রথম উসমান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.