আব্দুল্লাহ আল মামুন (বিজ্ঞানী)

আব্দুল্লাহ আল মামুন (জন্মঃ৩১ ডিসেম্বর, ১৯৬৬) একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী।[1] তিনি ঢাকাস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।[2]

আব্দুল্লাহ আল মামুন
জন্ম (1966-12-31) ৩১ ডিসেম্বর ১৯৬৬
ঢাকা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
যেখানের শিক্ষার্থীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
University of St Andrews
পেশাবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

প্রাথমিক জীবন এবং শিক্ষা

১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের উপর বিএসসি ও এমএসসি করেন।[3] কমনওয়েলথ স্কলারশিপ এবং ফেলোশিপ প্ল্যানের অংশ হিসেবে, তিনি ইউনিভার্সিটিঅব এসটি এন্ড্রুস থেকে প্লাজমা পদার্থবিজ্ঞানের উপর পিএইচডি লাভ করেন।[3]

মামুন পরবর্তীতে জার্মানি এবং যুক্তরাজ্য থেকে পোস্টডক্টরাল অধ্যয়ন করেন।[4]

গবেষণা এবং অবদান

মামুন দুই শতাধিক গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেন।[5] ইন্সটিটিউট অব ফিজিক্স (লন্ডন) ডাস্টি প্লাজমার উপর তার পাঠ্যবইকে প্রকাশ করে।[1]

পুরস্কার ও সম্মাননা

  • বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদার্থবিজ্ঞানে তাকে স্বর্ণপদক দেয়। (জুনিয়র ২০০৪)[2]
  • বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তাকে স্বর্ণপদক দেয় (সিনিয়র ২০১১)[2]
  • ২০০৯ সালে আলেক্সান্ডার ভন হামবোল্ডট ফাউন্ডেশন তাকে ফ্রেডরিখ উইলহেম বিসেল রিসার্চ সম্মাননা দেয়।[1]

তথ্যসূত্র

  1. "JU Faculty selected as the recipient of Bessel Research Award", The Daily Star (Bangladesh), মে ৩১, ২০০৯.
  2. Academy Gold Medal Award, Bangladesh Academy of Sciences, retrieved 2012-07-25.
  3. "JU People Portal"Jahangirnagar University। ২০১১। ২০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১২
  4. "ICTP Associate and Federation Scheme Portal", ICTP, Retrieved 31 January 2013.
  5. টেমপ্লেট:GoogleScholar
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.