আন্দ্রে সিলভা

আন্দ্রে মিগেল ভালেন্তে দা সিলভা (পর্তুগিজ উচ্চারণ: [ɐ̃ˈdɾɛ ˈsiɫvɐ]; জন্ম: ৬ নভেম্বর ১৯৯৫) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব এসি মিলান এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আন্দ্রে সিলভা
২০১৭ সালে আন্দ্রে সিলভা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দ্রে মিগেল ভালেন্তে দা সিলভা[1]
জন্ম (1995-11-06) ৬ নভেম্বর ১৯৯৫[1]
জন্ম স্থান বাগিম দো মন্তে, পর্তুগাল
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব এসি মিলান
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৩–২০০৭ সালগেইরোস
২০০৭–২০০৮ বোয়াভিস্তা
২০০৮–২০১০ সালগেইরোস
২০১০–২০১১ পাদ্রোয়েন্সে
২০১১–২০১৪ পোর্তো
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৩–২০১৬ পোর্তো বি ৮৪ (২৪)
২০১৫–২০১৭ পোর্তো ৪১ (১৭)
২০১৭– এসি মিলান ২৩ (২)
জাতীয় দল
২০০৯–২০১০ পর্তুগাল অনূর্ধ্ব-১৬ ১২ (২)
২০১০–২০১১ পর্তুগাল অনূর্ধ্ব-১৭ ১১ (২)
২০১১–২০১২ পর্তুগাল অনূর্ধ্ব-১৮ ১০ (০)
২০১২–২০১৪ পর্তুগাল অনূর্ধ্ব-১৯ ২৪ (১৬)
২০১৪–২০১৫ পর্তুগাল অনূর্ধ্ব-২০ ১০ (৮)
২০১৫– পর্তুগাল অনূর্ধ্ব-২১ (৪)
২০১৬– পর্তুগাল ২০ (১১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২২ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

সিলভা পোর্তোর একাডেমী হতে ফুটবল খেলার শিক্ষা সম্পন্ন করেছেন। তিনি পোর্তো বি-এর হয়ে খেলার সময় তার খেলার ধরন দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। তিনি ২০১৫ সালে, পোর্তোর জ্যেষ্ঠ দলে খেলার সুযোগ পান। তিনি এই ক্লাবের হয়ে ৫০-এর অধিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ২৪টি মধ্যে গোল করেছেন। অতঃপর ২০১৭ সালে, তিনি ইতালীয় ক্লাব এসি মিলানে যোগদান করেন।

সিলভা পর্তুগালের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন এবং ২০১৪ উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের রানার-আপ পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের একজন সদস্য ছিলেন। এর দুই বছর পর, ২০১৬ সালে, পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে তৃতীয় স্থান অধিকারী পর্তুগাল দলের একজন সদস্য ছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

২২ এপ্রিল ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ক্লাব মৌসুম লীগ কাপ লীগ কাপ ইউরোপ মোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
পোর্তো ২০১৫–১৬ প্রিমেইরা লিগা 3১৪
২০১৬–১৭ ৩২১৬১০৪৪২১
মোট ৪১১৭১০৫৮২৪
এসি মিলান ২০১৭–১৮ সিরি এ ২৩১৪৩৯১০
সর্বমোট ৬৪১৯২৪১৩৯৭৩৪
  • ক.^ তাকা দে পর্তুগালে উপস্থিতি
  • খ.^ তাকা দা লিগায় উপস্থিতি
  • গ.^ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে উপস্থিতি
  • ঘ.^ কোপা ইতালিয়ায় উপস্থিতি
  • ঙ.^ উয়েফা ইউরোপা লীগে উপস্থিতি

আন্তর্জাতিক

২৬ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
জাতীয় দলসালউপস্থিতিগোল
পর্তুগাল ২০১৬
২০১৭১৩
২০১৮
মোট২০১১

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Portugal" (PDF)। FIFA। ২০ মার্চ ২০১৮। পৃষ্ঠা 7। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮
  2. "André Silva"। Soccerway। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  3. "André Silva"। European Football। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:A.C. Milan squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.