আন্দ্রে গোমেজ
আন্দ্রে ফিলিপে তাবারেস গোমেজ (জন্মঃ ৩০ জুলাই ১৯৯৩) একজন পেশাদার ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ এর দল এভারটন এবং পর্তুগাল জাতীয় দল এর হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।
![]() পর্তুগাল এর হয়ে ২০১৭ সালে গোমেজ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রে ফিলিপে তাবারেস গোমেজ | ||
জন্ম | ৩০ জুলাই ১৯৯৩ | ||
জন্ম স্থান | গ্রিজো, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | সেন্ট্রাল মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | এভারটন | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০৫–২০০৮ | পোর্তো | ||
২০০৮–২০০৯ | পাস্তেলেরিয়া | ||
২০০৯–২০১১ | বোভিস্তা | ||
২০১১–২০১২ | বেনফিকা | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১২–২০১৪ | বেনফিকা বি | ১৭ | (৮) |
২০১২–২০১৫ | বেনফিকা | ১৪ | (২) |
২০১৪–২০১৫ | → ভ্যালেন্সিয়া (ধারে) | ৩৩ | (৪) |
২০১৫–২০১৬ | ভ্যালেন্সিয়া | ৩০ | (৩) |
২০১৬–২০১৯ | বার্সেলোনা | ৪৬ | (৩) |
২০১৮–২০১৯ | → এভারটন (ধারে) | ২৭ | (১) |
২০১৯– | এভারটন | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১০ | পর্তুগাল অনূর্ধ্ব-১৭ | ২ | (০) |
২০১০–২০১১ | পর্তুগাল অনূর্ধ্ব-১৮ | ৬ | (১) |
২০১১–২০১২ | পর্তুগাল অনূর্ধ্ব-১৯ | ৯ | (৩) |
২০১২–২০১৩ | পর্তুগাল অনূর্ধ্ব-২০ | ১৪ | (১) |
২০১৩–২০১৪ | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ৬ | (১) |
২০১৪– | পর্তুগাল | ২৯ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
গোমেজ তার পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগীজ দল বেনফিকা বি এর হয়ে ২০১২ সালে। ২০১২ সালেই তার বেনফিকা মূল দলে অভিষেক হয়। ২০১৪-১৫ মৌসুম তিনি ধারে ভ্যালেন্সিয়ায় খেলেন। ২০১৫ সালে ভ্যালেন্সিয়া তাকে কিনে নেয়। ২০১৬ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ৫০ লক্ষ ইউরোতে কিনে নেয়। ২০১৮ সালে গোমেজকে ধারে ইংরেজ ক্লাব এভারটন এ পাঠানো হয়। চুক্তি অনুযায়ী এভারটন এজন্য বার্সেলোনাকে ২৫ লক্ষ ইউরোর পরিশোধ করে এবং ২০১৮-১৯ মৌসুমের জন্য খেলোয়াড়ের বেতন পরিশোধের দায়িত্ব নেয়। ২০১৯ সালে এভারটন ২ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে গোমেজকে পাকাপাকিভাবে কিনে নেয়।
৬ ফেব্রুয়ারী ২০১৩ গোমেজের পর্তুগাল এর হয়ে ইকুয়েডর এর বিপক্ষে অভিষেক হয়।তিনি ২০১৬ ইউরো জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন।
পরিসংখ্যান
ক্লাব
- ২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বেনফিকা বি | ২০১২-১৩ | ৯ | ৩ | — | ৯ | ৩ | |||||
২০১৩-১৪ | ৮ | ৫ | — | ৮ | ৫ | ||||||
মোট | ১৭ | ৮ | — | ১৭ | ৮ | ||||||
বেনফিকা | ২০১২-১৩ | ৭ | ১ | ৩ | ১ | ৫ | ০ | ২ | ০ | ১৭ | ১ |
২০১৩-১৪ | ৭ | ১ | ৪ | ১ | ৯ | ০ | ৩ | ০ | ২৩ | ২ | |
মোট | ১৪ | ২ | ৭ | ২ | ১৪ | ০ | ৫ | ০ | ৪০ | ৩ | |
ভ্যালেন্সিয়া | ২০১৪-১৫ | ৩৩ | ৪ | ৪ | ০ | — | ৩৭ | ৪ | |||
২০১৫-১৬ | ৩০ | ৩ | ৪ | ০ | ৭ | ২ | — | ৪১ | ৫ | ||
মোট | ৬৩ | ৭ | ৮ | ০ | ৭ | ২ | — | ৭৮ | ৯ | ||
বার্সেলোনা | ২০১৬-১৭ | ৩০ | ৩ | ৮ | ০ | ৮ | ০ | ১ | ০ | ৪৭ | ৩ |
২০১৭-১৮ | ১৬ | ০ | ৫ | ০ | ৯ | ০ | ১ | ০ | ৩১ | ০ | |
মোট | ৪৬ | ৩ | ১৩ | ০ | ১৭ | ০ | ২ | ০ | ৭৮ | ৩ | |
সর্বমোট | ১৪০ | ২০ | ২৮ | ১ | ৩৮ | ২ | ৭ | ০ | ২১৩ | ২৩ |
আন্তর্জাতিক
- ২৬ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
পর্তুগাল | ২০১৪ | ৩ | ০ |
২০১৫ | ১ | ০ | |
২০১৬ | ১৩ | ০ | |
২০১৭ | ১০ | ০ | |
২০১৮ | ২ | ০ | |
মোট | ২৯ | ০ |
অর্জন
ক্লাব
- বেনফিকা
- প্রিমেইরা লিগা: ২০১৩-১৪
- তাকা দে পর্তুগাল: ২০১৩-১৪
- তাকা দা লিগা: ২০১৩-১৪
- উয়েফা ইউরোপা লীগ: রানার আপঃ ২০১২-১৩, ২০১৩-১৪
- বার্সেলোনা
- লা লিগা: ২০১৭-১৮
- কোপা দেল রে: ২০১৬-১৭, ২০১৭-১৮
- স্পেনীয় সুপার কাপ: ২০১৬
আন্তর্জাতিক
- পর্তুগাল
- উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ: ২০১৬
- ফিফা কনফেডারেশন্স কাপ: তৃতীয় স্থান: ২০১৭
ব্যক্তিগত
- উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট সেরা দল: ২০১২
- উয়েফা ইউরোপা লিগ বর্ষসেরা দলঃ ২০১৩-১৪
পদক
কমান্ডার অফ দি অর্ডার অফ মেরিট