আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড হাই স্কুল শিক্ষার্থীদের জন্য একট প্রতিযোগিতা। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ার প্রাগে এর প্রথম আসর বসে।[1]

An International Chemistry Olympiad medal for 29th IChO, held at Montreal, Canada.

প্রতিযোগিতার গঠন ও নিয়ম

প্রতিটি দল চারজন শিক্ষার্থী এবং দুইজন মেন্টর নিয়ে গঠিত হয়। প্রতিযোগীদেরকে অবশ্যই অনূর্ধ্ব ২০ হতে হয়। প্রতিযোগিতায় তত্ত্বীয় ও ব্যবহারিক অংশ থাকে। দুই অংশের জন্যই পাঁচ ঘন্টা সময় বরাদ্দ থাকে। দুটি অংশের পরীক্ষা পৃথক দুই দিনে অনুষ্ঠিত হয়। তত্ত্বীয় অংশের মান ৬০ পয়েন্ট এবং ব্যবহারিক অংশের মান ৪০ পয়েন্ট।

পূর্বের আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড

No.
City
Country
Date
৪৪তমওয়াশিংটন, ডি.সি. যুক্তরাষ্ট্রজুলাই ২১-৩০, ২০১২[2]
৪৩তমআঙ্কারা তুরস্কজুলাই ৯-১৮, ২০১১[3]
৪২তমটোকিও জাপানজুলাই ১৯-২৮, ২০১০[4]
৪১তমক্যামব্রিজ যুক্তরাজ্যজুলাই ১৮-২৭, ২০০৯
৪০তমবুদাপেস্ট হাঙ্গেরিজুলাই ১২-২১, ২০০৮
৩৯তমমস্কো রাশিয়াজুলাই ১৫-২৪, ২০০৭
৩৮তমGyeongsan দক্ষিণ কোরিয়াজুলাই ১-১১, ২০০৬
৩৭তমতাইপে তাইওয়ানজুলাই ১৬-২৫, ২০০৫
৩৬তমকিল জার্মানিজুলাই ১৮-২৭, ২০০৪
৩৫তমঅ্যাথেন্স গ্রিসজুলাই ৫-১৪, ২০০৩[5]
৩৪তমGroningen নেদারল্যান্ডসজুলাই ৫-১৪, ২০০২
৩৩তমমুম্বই ভারতজুলাই ৬-১৫, ২০০১
৩২তমকোপেনহেগেন ডেনমার্কজুলাই ২-১১, ২০০০
৩১তমব্যাংককThailandজুলাই ৪-১১, ১৯৯৯
৩০তমমেলবর্নAustraliaজুলাই ৫-১৪, ১৯৯৮
২৯তমমনট্রিল কানাডাজুলাই ১৩-২২, ১৯৯৭
২৮তমমস্কো রাশিয়াজুলাই ১৪-২৩, ১৯৯৬
২৭তমবেইজিং গণচীনজুলাই ১৩-২০, ১৯৯৫
২৬তমওসলো নরওয়েজুলাই ৩-১১, ১৯৯৪
২৫তমপেরুজিয়া ইতালিজুলাই ১১-২২, ১৯৯৩
২৪তমবিটসবার্গ and Washington, D.C. যুক্তরাষ্ট্রজুলাই ১১-২২, ১৯৯২
২৩তমলডজ পোল্যান্ডজুলাই ৭-১৫, ১৯৯১
২২তমপ্যারিস ফ্রান্সজুলাই ৮-১৭, ১৯৯০
২১তমহ্যালি পূর্ব জার্মানিজুলাই ২-১০, ১৯৮৯
২০তমএসপো ফিনল্যান্ডজুলাই ২-৯, ১৯৮৮
১৯তমভেজপ্রেম হাঙ্গেরিজুলাই ৬-১৫, ১৯৮৭
১৮তমলেইডেন নেদারল্যান্ডসজুলাই ৬-১৫, ১৯৮৬
১৭তমভ্রাটিসলাভা চেকোস্লোভাকিয়াজুলাই ১-৮, ১৯৮৫
১৬তমফ্রাঙ্কফ্রুট পশ্চিম জার্মানিজুলাই ১-১০, ১৯৮৪
১৫তমটিমিসুরা রোমানিয়াজুলাই ২-১১, ১৯৮৩
১৪তমস্টকহোম সুইডেনজুলাই ৩-১২, ১৯৮২
১৩তমবার্গাস বুলগেরিয়াজুলাই ১৩-২৩, ১৯৮১
১২তমলিনজ অস্ট্রিয়াজুলাই ১৩-২৩, ১৯৮০
১১তমলেলিনগ্রাদ সোভিয়েত ইউনিয়নজুলাই ২-১১, ১৯৭৯
দশমতুরান পোল্যান্ডজুলাই ৩-১৩, ১৯৭৮
নবমভ্রাটিসলাভা চেকোস্লোভাকিয়াজুলাই ১-১৪, ১৯৭৭
অষ্টমহ্যালে পূর্ব জার্মানিজুলাই ১-১০, ১৯৭৬
সপ্তমভেজপ্রেম হাঙ্গেরিজুলাই ১-১০, ১৯৭৫
ষষ্ঠবুচারেস্ট রোমানিয়াজুলাই ১-১০, ১৯৭৪
পঞ্চমসুফিয়া বুলগেরিয়াজুলাই ১-১০, ১৯৭৩
চতুর্থমস্কো সোভিয়েত ইউনিয়নজুলাই ১-১০, ১৯৭২
১৯৭১ সালে অনুষ্ঠিত হয় নি।
তৃতীয়বুদাপেস্ট হাঙ্গেরিজুলাই ১-৫, ১৯৭০
দ্বিতীয়কেটুইস পোল্যান্ডজুন ১৬-২০, ১৯৬৯
প্রথমপ্রেগ চেকোস্লোভাকিয়াজুন ১৮-২১, ১৯৬৮

তথ্যসূত্র

  1. International Chemistry Olympiad
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩
  3. http://icho43.metu.edu.tr/
  4. http://www.icho2010.org/en/home.html
  5. http://www.35icho.uoa.gr/

বহিঃসংযোগ

Preparatory problems, final results, and the theoretical and practical examinations from each competition can be found on the respective IChO's website.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.