অকাল তখত এক্সপ্রেস

অকাল তখত এক্সপ্রেস ভারতীয় রেল কর্তৃক পরিচালিত একটি দ্রুতগামী ট্রেন, যা পূর্ব ভারতীয় শহর কলকাতাউত্তর ভারতীয় শহর অমৃতসরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি একটি সুপারফাস্ট ট্রেন, যা গড়ে প্রতি ঘন্টায় ৬৩ কিমি চলে। ট্রেনটিতে প্রথমশ্রেণী এসি, দ্বিতীয়শ্রেণী এসি, শয়নযান ও অনারক্ষন শ্রেণী উপলব্ধ।[1][2]

অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের চন্দনপুরে
অকাল তখৎ এক্সপ্রেসের পথচিত্র

পথ-বিবরণ

অকাল তখত এক্সপ্রেস কলকাতার শিয়ালদহ থেকে রওয়ানা হয়ে পশ্চিমবঙ্গ পরিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও তারপর পাঞ্জাবে প্রবেশ করে অমৃতসর জংশন পৌছায়।

তথ্যসূত্র

  1. "Akal Takht Express/12317 SuperFast Kolkata Sealdah/SDAH to Ambala Cantt./UMB - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts"। India Rail Info। ২০১২-১১-০৯। সংগ্রহের তারিখ ২০১২-১২-২১
  2. "Akal Takht Express/12318 SuperFast Amritsar/ASR to Kolkata Sealdah/SDAH - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts"। India Rail Info। ২০১২-১০-০৮। সংগ্রহের তারিখ ২০১২-১২-২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.