অকাল তখত এক্সপ্রেস
অকাল তখত এক্সপ্রেস ভারতীয় রেল কর্তৃক পরিচালিত একটি দ্রুতগামী ট্রেন, যা পূর্ব ভারতীয় শহর কলকাতা ও উত্তর ভারতীয় শহর অমৃতসরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি একটি সুপারফাস্ট ট্রেন, যা গড়ে প্রতি ঘন্টায় ৬৩ কিমি চলে। ট্রেনটিতে প্রথমশ্রেণী এসি, দ্বিতীয়শ্রেণী এসি, শয়নযান ও অনারক্ষন শ্রেণী উপলব্ধ।[1][2]
_bound_12317_(Sealdah-Amritsar)_Akal_Takth_Express.jpg)
অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের চন্দনপুরে

অকাল তখৎ এক্সপ্রেসের পথচিত্র
পথ-বিবরণ
অকাল তখত এক্সপ্রেস কলকাতার শিয়ালদহ থেকে রওয়ানা হয়ে পশ্চিমবঙ্গ পরিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও তারপর পাঞ্জাবে প্রবেশ করে অমৃতসর জংশন পৌছায়।
তথ্যসূত্র
- "Akal Takht Express/12317 SuperFast Kolkata Sealdah/SDAH to Ambala Cantt./UMB - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts"। India Rail Info। ২০১২-১১-০৯। সংগ্রহের তারিখ ২০১২-১২-২১।
- "Akal Takht Express/12318 SuperFast Amritsar/ASR to Kolkata Sealdah/SDAH - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts"। India Rail Info। ২০১২-১০-০৮। সংগ্রহের তারিখ ২০১২-১২-২১।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.