২০০৯-১০ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর

ভারতীয় ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৭-২৮ জানুয়ারি, ২০১০ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে।[1] সফরে দলটি বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে ২টি টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করে। ভারত ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করে।

২০০৯-১০ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর
বাংলাদেশ
ভারত
তারিখ ১৭ জানুয়ারি – ২৮ জানুয়ারি, ২০১০
অধিনায়ক সাকিব আল হাসান বীরেন্দ্র শেওয়াগ (১ম টেস্ট)
মহেন্দ্র সিং ধোনি (২য় টেস্ট)
টেস্ট সিরিজ
ফলাফল ২-ম্যাচের সিরিজ ভারত ২–০ তে জয়ী হয়
সর্বাধিক রান তামিম ইকবাল (২৩৪) শচীন তেন্ডুলকর (২৬৪)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (৯) জহির খান (১৫)
সিরিজ সেরা জহির খান (ভারত)
২০০৭ (পূর্ববর্তী) (পরবর্তী) ২০১৪

দলীয় সদস্য

 বাংলাদেশ  ভারত

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১৭-২১ জানুয়ারি, ২০১০
স্কোরকার্ড
২৪৩ (৭০.৫ ওভার)
শচীন তেন্ডুলকর ১০৫* (১৬৬)
সাকিব আল হাসান ৫/৬২ (২৯.৫ ওভার)
২৪২ (৬৫.২ ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ৬৯ (১০৮)
জহির খান ৩/৫৪ (২০ ওভার)
৪১৩/৮ডি. (৮৭ ওভার)
গৌতম গম্ভীর ১১৬ (১২৯)
মাহমুদুল্লাহ রিয়াদ ২/৫২ (১৩ ওভার)
৩০১ (৭৫.২ ওভার)
মুশফিকুর রহিম ১০১ (১১৪)
অমিত মিশ্র ৪/৯২ (২২.২ ওভার)
 ভারত ১১৩ রানে বিজয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: শচীন তেন্ডুলকর (ভারত)

২য় টেস্ট

২৪-২৮ জানুয়ারি, ২০১০ স্কোরকার্ড
স্কোরকার্ড
২৩৩ (৭৩.৫ ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ৯৬* (১৫৬)
ইশান্ত শর্মা ৪/৬৬ (১৮ ওভার)
ভারত ৫৪৪/৮ (১৩৩ ওভার)
শচীন তেন্ডুলকর ১৪৩ (১৮২)
শফিউল ইসলাম ৩/৮৬ (২৩ ওভার)
৩১২ (৯০.৩ ওভার)
তামিম ইকবাল ১৫১ (১৮৩)
জহির খান ৭/৮৭ (২০.৩ ওভার)
২/০ (০.২ ওভার)
বীরেন্দ্র শেওয়াগ ০* (২)
সাকিব আল হাসান ০/০ (০.২ ওভার)
 ভারত ১০ উইকেটে বিজয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: জহির খান (ভারত)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

টেস্ট
ব্যাটিং[2]
খেলোয়াড়দলম্যাচইনিংসরানগড়সর্বোচ্চ১০০৫০
শচীন তেন্ডুলকর  ভারত ২৬৪ ১৩২,০০ ১৪৩
তামিম ইকবাল  বাংলাদেশ ২৩৪ ৫৮,৫০ ১৫১
গৌতম গম্ভীর  ভারত ২০৭ ৬৯,০০ ১১৬
মাহমুদুল্লাহ  বাংলাদেশ ১৮৫ ৬১,৬৬ ৯৬*
মুশফিকুর রহিম  বাংলাদেশ ১৮৫ ৬১,৬৬ ১০১
বোলিং[3]
খেলোয়াড়দলম্যাচওভারউইকেটগড়সেরা৫ উই১০ উই
জহির খান  ভারত ৭৯.৩ ১৫ ১৯,৫৩ ৭/৮৭
ইশান্ত শর্মা  ভারত ৬১ ২৩,৪৪ ৪/৬৬
সাকিব আল হাসান  বাংলাদেশ ৯১.১ ৩২,৪৪ ৫/৬২
অমিত মিশ্র  ভারত ৩৮.৪ ২২,৫৭ ৪/৯২
শাহাদাত হোসেন  বাংলাদেশ ৫৬ ৩০,৭১ ৫/৭১

সম্প্রচার ব্যবস্থা

  • নিও ক্রিকেট (সরাসরি) - বাংলাদেশ, ভারত, হংকং, জাপান, তাইওয়ান, কোরিয়া ও শ্রীলঙ্কা
  • জি স্পোর্টস (সরাসরি) - মার্কিন যুক্তরাষ্ট্র
  • কমনওয়েলথ ব্রডকাস্টিং নেটওয়ার্ক (সরাসরি) - কানাডা
  • ফক্স স্পোর্টস (সরাসরি) - অস্ট্রেলিয়া
  • স্কাই স্পোর্টস (সরাসরি) - যুক্তরাজ্য
  • সুপারস্পোর্ট (সরাসরি) - দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জিম্বাবুয়ে
  • ইউরোস্পোর্ট (সরাসরি) - ইউরোপ
  • স্টারহাব (অর্থের বিনিময়ে দেখা) - মালয়েশিয়া ও সিঙ্গাপুর

তথ্যসূত্র

  1. "Schedule:Cricbuzz.com" |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "Records / India in Bangladesh Test Series, 2009/10 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১২
  3. "Records / India in Bangladesh Test Series, 2009/10 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.