দোহাজারী বিমানঘাটি

দোহাজারী বিমানঘাটি হচ্ছে একটি প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর যুদ্ধকালীন বিমানঘাটি যা বাংলাদেশের দোহাজারীর নিকটে বার্মা ক্যাম্পেইন ১৯৪৪-১৯৪৫ সময়ে ব্যবহার হত।

দোহাজারী বিমানঘাটি
দশম বিমান বাহিনীর অংশ
দোহাজারী, বাংলাদেশ
দোহাজারী বিমানঘাটি
স্থানাঙ্ক২২°০৯′৫৫.২১″ উত্তর ০৯২°০৪′০৬.৫১″ পূর্ব (প্রায়)
ধরনসামরিক বিমানঘাটি
সাইটের তথ্য
নিয়ন্ত্রন করেমার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনী
সাইটের ইতিহাস
নির্মিত১৯৪৪
ব্যবহারকাল১৯৪৪-১৯৪৫
যুদ্ধবার্মা ক্যাম্পেইন ১৯৪৪-১৯৪৫

ইতিহাস

দোহাজারী মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর দশম বিমানবাহিনীর ১ম সমর কার্গো গ্রুপের বিমান সরবরাহ কেন্দ্র হিসেবে ৩০ জানুয়ারি থেকে ১৫ মে, ১৯৪৫ সালের মধ্যকার সময়ে বার্মায় প্রেরণের জন্য ব্যবহৃত হত। ২য় ও ৪র্থ সমর কার্গো গ্রুপের স্কোয়ার্ডন সি-৪৬ কমান্ডো বিমান পরিচালনা করে যুদ্ধ শেষ হওয়ার পর ৩১ অক্টোবর ঘাটিটি বন্ধ করে দেয়া পর্যন্ত বিমানঘাটিতে অবস্থান করেছিল।

যুদ্ধ]] শেষে ঘাটিটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সাম্প্রতিককালে এটি কৃষিকাজে ব্যবহার হয়।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.