সেনাবাহিনী প্রধান (ভারত)

সেনাবাহিনী প্রধান বা সেনাপ্রধান বা সেনাধ্যক্ষ (ইংরেজিতে চীফ অব দ্যা আর্মি স্টাফ, সংক্ষেপে সিওএএস) হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মূল অধিনায়কের পদমর্যাদা যেটা একজন জেনারেলকে দেওয়া হয়। এই পদমর্যাদাটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ কারণ এ পদধারী জেনারেল একটি বড় সৈন্যবাহিনীর প্রধান অধিনায়ক বা আদেশদানকারী কর্তা হিসেবে কাজ করেন।[1][2]

সেনাবাহিনী প্রধান বা সেনাধ্যক্ষ বা সেনাপ্রধান
थलसेनाध्यक्ष
সেনাবাহিনী প্রধানের পতাকা (পূর্ণ জেনারেলদের ক্ষেত্রে)
দায়িত্ব
জেনারেল মনোজ মুকুন্দ নরবান

৩১ ডিসেম্বর ২০১৯  থেকে
নিয়োগকর্তাভারতের রাষ্ট্রপতি
মেয়াদএকজন জেনারেল সর্বোচ্চ ৩ বছর সেনাবাহিনী প্রধানের পদে থাকতে পারবেন কিংবা তার বয়স সর্বোচ্চ ৬২ হলে তাকে অবসরে চলে যেতে হবে (যেটা আগে আসে)
গঠন১ এপ্রিল ১৯৫৫
প্রথম ধারকজেনারেল রাজেন্দ্রসিংজি জাদেজা

কার্যালয়

সেনাবাহিনী প্রধানের কার্যালয় বিষয়ক বিধিমালা ১৯৫৫ সালে ভারতীয় সংসদ এক আইনের মাধ্যমে পাশ করে, আইনটি 'দ্যা কমান্ডার-ইন-চীফ চেঞ্জ ইন ডেজিগনেশন এ্যাক্ট' নামে পরিচিত ছিলো। সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ বা সর্বাধিনায়ক পদটি এই চীফ অব আর্মি স্টাফ বা সেনাবাহিনী প্রধান দ্বারা বাতিল করা হয়।[3] সেনাবাহিনী প্রধানের কার্যালয়টি নতুন দিল্লীর রাইজিনা হিলের কেন্দ্রীয় সচিবালয় ভবনের সাউথ ব্লকে অবস্থিত।

পদধারী জেনারেলগণ

নিম্নের তালিকায় ভারতের স্বাধীনতার সময়কাল থেকে সকল সর্বাধিনায়ক এবং সেনাবাহিনী প্রধানের নাম উল্লেখিত হলো। এ পদে নিয়োগপ্রাপ্ত সকল জেনারেলই পূর্ণতাপ্রাপ্ত।[4]

সর্বাধিনায়ক, ভারতীয় সেনাবাহিনী (১৯৪৭-১৯৫৫)

(* চিহ্নিতদ্বয় ব্রিটিশ জেনারেল)

নং নাম পদবী ছবি নিয়োগপ্রাপ্তির তারিখ কার্যালয় ত্যাগের তারিখ কমিশনপ্রাপ্তির ইউনিট গুরুত্বপূর্ণ সম্মাননা/পদকসমূহ
রব লকহার্ট*জেনারেল১৫ আগস্ট ১৯৪৭৩১ ডিসেম্বর ১৯৪৭৫১ শিখকেসিবি, সিআইই, এমসি
রয় বুচার*জেনারেল১ জানুয়ারী ১৯৪৮১৫ জানুয়ারী ১৯৪৯ক্যামেরোনিয়ান্স (স্কটিশ রাইফেল্স)কেবিই, সিবি, এমসি
কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পাজেনারেল (অবসরপ্রাপ্তির বহু পরে ফিল্ড মার্শাল)১৬ জানুয়ারী ১৯৪৯১৪ জানুয়ারী ১৯৫৩রাজপুত রেজিমেন্টওবিই
রাজেন্দ্রসিংজি জাদেজাজেনারেল১৪ জানুয়ারী ১৯৫৩১ এপ্রিল ১৯৫৫২য় ল্যান্সার্স (গার্ডনার্স হর্স)ডিএসও[5]

সেনাবাহিনী প্রধান (১৯৫৫-বর্তমান)

নং নাম পদবী ছবি নিয়োগপ্রাপ্তির তারিখ কার্যালয় ত্যাগের তারিখ কমিশনপ্রাপ্তির ইউনিট গুরুত্বপূর্ণ সম্মাননা/পদকসমূহ
রাজেন্দ্রসিংজি জাদেজাজেনারেল১ এপ্রিল ১৯৫৫১৪ মে ১৯৫৫২য় ল্যান্সার্স (গার্ডনার্স হর্স)ডিএসও
এস এম শ্রীনাগেশজেনারেল১৫ মে ১৯৫৫৭ মে ১৯৫৭১৯তম হায়দ্রাবাদ রেজিমেন্ট (এখন কুমাওন রেজিমেন্ট নামে পরিচিত)
কে এস থিমাইয়াজেনারেল৮ মে ১৯৫৭৭ মে ১৯৬১১৯তম হায়দ্রাবাদ রেজিমেন্ট (এখন কুমাওন রেজিমেন্ট নামে পরিচিত)পদ্মভূষণ, ডিএসও, এডিসি
পি এন থাপারজেনারেল৮ মে ১৯৬১১৯ নভেম্বর ১৯৬২১ম পাঞ্জাব রেজিমেন্ট
জয়ন্ত নাথ চৌধুরীজেনারেল২০ নভেম্বর ১৯৬২৭ জুন ১৯৬৬৭ম লাইট ক্যাভালরিপদ্মবিভূষণ, ওবিই
পরমশিব প্রভাকর কুমারমঙ্গলজেনারেল৮ জুন ১৯৬৬৭ জুন ১৯৬৯রেজিমেন্ট অব আর্টিলারীপদ্মবিভূষণ, ডিএসও, এমবিই
শ্যাম মানেকশ'জেনারেল (১৯৭৩ সালে ফিল্ড মার্শাল)৮ জুন ১৯৬৯১৫ জানুয়ারী ১৯৭৩১২তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট (৫৪তম শিখ ফ্রন্টিয়ার ফোর্স)পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এমসি
গোপাল গুরুনাথ বেউরজেনারেল১৬ জানুয়ারী ১৯৭৩৩১ মে ১৯৭৫১০ম বেলুচ রেজিমেন্টপিভিএসএম
তপেশ্বর নারায়ণ রায়নাজেনারেল১ জুন ১৯৭৫৩১ মে ১৯৭৮কুমাওন রেজিমেন্টপদ্মভূষণ, এমভিসি
১০ওম প্রকাশ মালহোত্রাজেনারেল১ জুন ১৯৭৮৩১ মে ১৯৮১রেজিমেন্ট অব আর্টিলারীপিভিএসএম
১১কে ভি কৃষ্ণ রাওজেনারেল১ জুন ১৯৮১৩১ জুলাই ১৯৮৩মাহার রেজিমেন্টপিভিএসএম
১২অরুন শ্রীধর বৈদ্যজেনারেল১ আগস্ট ১৯৮৩৩১ জানুয়ারী ১৯৮৫৯ম ডেকান হর্সপদ্মবিভূষণ, পিভিএসএম, এমভিসি (বার), এভিএসএম
১৩কৃষ্ণস্বামী সুন্দরজীজেনারেল১ ফেব্রুয়ারী ১৯৮৫৩১ মে ১৯৮৮মাহার রেজিমেন্টপিভিএসএম, এডিসি
১৪বিশ্বনাথ শর্মাজেনারেল১ জুন ১৯৮৮৩০ জুন ১৯৯০১৬তম লাইট ক্যাভালরিপিভিএসএম, এভিএসএম, এডিসি
১৫এস এফ রদরিগেযজেনারেল১ জুলাই ১৯৯০৩০ জুন ১৯৯৩রেজিমেন্ট অব আর্টিলারীপিভিএসএম, ভিএসএম
১৬বিপিন চন্দ্র জোশীজেনারেল১ জুলাই ১৯৯৩১৯ নভেম্বর ১৯৯৪৬৪তম ক্যাভালরিপিভিএসএম, এভিএসএম, এডিসি
১৭শঙ্কর রায় চৌধুরীজেনারেল২০ নভেম্বর ১৯৯৪৩০ সেপ্টেম্বর ১৯৯৭২০তম ল্যান্সার্সপিভিএসএম, এডিসি
১৮বেদ প্রকাশ মালিকজেনারেল১ অক্টোবর ১৯৯৭৩০ সেপ্টেম্বর ২০০০শিখ লাইট ইনফ্যান্ট্রিপিভিএসএম, এভিএসএম, এডিসি
১৯সুন্দররজন পদ্মনবনজেনারেল১ অক্টোবর ২০০০৩১ ডিসেম্বর ২০০২রেজিমেন্ট অব আর্টিলারীপিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি
২০নির্মল চন্দ বীজজেনারেল১ জানুয়ারী ২০০৩৩১ জানুয়ারী ২০০৫দগরা রেজিমেন্টপিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম
২১যোগীন্দার যশবন্ত সিংজেনারেল১ ফেব্রুয়ারী ২০০৫৩০ সেপ্টেম্বর ২০০৭মারাঠা লাইট ইনফ্যান্ট্রিপিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি
২২দীপক কাপুরজেনারেল১ অক্টোবর ২০০৭৩১ মার্চ ২০১০রেজিমেন্ট অব আর্টিলারীপিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি
২৩বিজয় কুমার সিংজেনারেল১ এপ্রিল ২০১০৩১ মে ২০১২রাজপুত রেজিমেন্টপিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি
২৪বিক্রম সিংজেনারেল১ জুন ২০১২৩১ জুলাই ২০১৪শিখ লাইট ইনফ্যান্ট্রিপিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম, এডিসি
২৫দলবীর সিং সোহাগজেনারেল১ আগস্ট ২০১৪৩১ ডিসেম্বর ২০১৬৫ গোর্খা রাইফেল্সপিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি
২৬বিপিন রাওয়াতজেনারেল৩১ ডিসেম্বর ২০১৬৩১ ডিসেম্বর ২০১৯১১ গোর্খা রাইফেল্সইউওয়াইএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এসএম, ভিএসএম

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "No shortage of arms in Indian Army, modernization required: Gen Bipin Rawat"apnlive.com। ১০ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৭
  2. "Lt Gen Bipin Rawat to be the next Army chief - Times of India"The Times of India। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬
  3. "The Commanders-In-Chief (Change in Designation) Act, 1955"। VakilNo1.com। ১১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১
  4. "Chief of the Army Staff"। Indian Army। ১৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১
  5. "Archived copy"। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-০৬

বহিঃসংযোগ

  • Khanduri, Chandra B. (২০০৬)। Thimayya: an amazing life (ইংরেজি ভাষায়)। নতুন দিল্লী: নলেজ ওয়াল্ড। পৃষ্ঠা ৩৯৪। আইএসবিএন 978-81-87966-36-4। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.