সেনাবাহিনী প্রধান (ভারত)
সেনাবাহিনী প্রধান বা সেনাপ্রধান বা সেনাধ্যক্ষ (ইংরেজিতে চীফ অব দ্যা আর্মি স্টাফ, সংক্ষেপে সিওএএস) হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মূল অধিনায়কের পদমর্যাদা যেটা একজন জেনারেলকে দেওয়া হয়। এই পদমর্যাদাটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ কারণ এ পদধারী জেনারেল একটি বড় সৈন্যবাহিনীর প্রধান অধিনায়ক বা আদেশদানকারী কর্তা হিসেবে কাজ করেন।[1][2]
সেনাবাহিনী প্রধান বা সেনাধ্যক্ষ বা সেনাপ্রধান
थलसेनाध्यक्ष | |
---|---|
![]() সেনাবাহিনী প্রধানের পতাকা (পূর্ণ জেনারেলদের ক্ষেত্রে) | |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি |
মেয়াদ | একজন জেনারেল সর্বোচ্চ ৩ বছর সেনাবাহিনী প্রধানের পদে থাকতে পারবেন কিংবা তার বয়স সর্বোচ্চ ৬২ হলে তাকে অবসরে চলে যেতে হবে (যেটা আগে আসে) |
গঠন | ১ এপ্রিল ১৯৫৫ |
প্রথম ধারক | জেনারেল রাজেন্দ্রসিংজি জাদেজা |
কার্যালয়
সেনাবাহিনী প্রধানের কার্যালয় বিষয়ক বিধিমালা ১৯৫৫ সালে ভারতীয় সংসদ এক আইনের মাধ্যমে পাশ করে, আইনটি 'দ্যা কমান্ডার-ইন-চীফ চেঞ্জ ইন ডেজিগনেশন এ্যাক্ট' নামে পরিচিত ছিলো। সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ বা সর্বাধিনায়ক পদটি এই চীফ অব আর্মি স্টাফ বা সেনাবাহিনী প্রধান দ্বারা বাতিল করা হয়।[3] সেনাবাহিনী প্রধানের কার্যালয়টি নতুন দিল্লীর রাইজিনা হিলের কেন্দ্রীয় সচিবালয় ভবনের সাউথ ব্লকে অবস্থিত।
পদধারী জেনারেলগণ
নিম্নের তালিকায় ভারতের স্বাধীনতার সময়কাল থেকে সকল সর্বাধিনায়ক এবং সেনাবাহিনী প্রধানের নাম উল্লেখিত হলো। এ পদে নিয়োগপ্রাপ্ত সকল জেনারেলই পূর্ণতাপ্রাপ্ত।[4]
সর্বাধিনায়ক, ভারতীয় সেনাবাহিনী (১৯৪৭-১৯৫৫)
(* চিহ্নিতদ্বয় ব্রিটিশ জেনারেল)
নং | নাম | পদবী | ছবি | নিয়োগপ্রাপ্তির তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | কমিশনপ্রাপ্তির ইউনিট | গুরুত্বপূর্ণ সম্মাননা/পদকসমূহ |
---|---|---|---|---|---|---|---|
১ | রব লকহার্ট* | জেনারেল | ১৫ আগস্ট ১৯৪৭ | ৩১ ডিসেম্বর ১৯৪৭ | ৫১ শিখ | কেসিবি, সিআইই, এমসি | |
২ | রয় বুচার* | জেনারেল | ১ জানুয়ারী ১৯৪৮ | ১৫ জানুয়ারী ১৯৪৯ | ক্যামেরোনিয়ান্স (স্কটিশ রাইফেল্স) | কেবিই, সিবি, এমসি | |
৩ | কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা | জেনারেল (অবসরপ্রাপ্তির বহু পরে ফিল্ড মার্শাল) | ![]() | ১৬ জানুয়ারী ১৯৪৯ | ১৪ জানুয়ারী ১৯৫৩ | রাজপুত রেজিমেন্ট | ওবিই |
৪ | রাজেন্দ্রসিংজি জাদেজা | জেনারেল | ![]() | ১৪ জানুয়ারী ১৯৫৩ | ১ এপ্রিল ১৯৫৫ | ২য় ল্যান্সার্স (গার্ডনার্স হর্স) | ডিএসও[5] |
সেনাবাহিনী প্রধান (১৯৫৫-বর্তমান)
নং | নাম | পদবী | ছবি | নিয়োগপ্রাপ্তির তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | কমিশনপ্রাপ্তির ইউনিট | গুরুত্বপূর্ণ সম্মাননা/পদকসমূহ |
---|---|---|---|---|---|---|---|
১ | রাজেন্দ্রসিংজি জাদেজা | জেনারেল | ![]() | ১ এপ্রিল ১৯৫৫ | ১৪ মে ১৯৫৫ | ২য় ল্যান্সার্স (গার্ডনার্স হর্স) | ডিএসও |
২ | এস এম শ্রীনাগেশ | জেনারেল | ![]() | ১৫ মে ১৯৫৫ | ৭ মে ১৯৫৭ | ১৯তম হায়দ্রাবাদ রেজিমেন্ট (এখন কুমাওন রেজিমেন্ট নামে পরিচিত) | |
৩ | কে এস থিমাইয়া | জেনারেল | ![]() | ৮ মে ১৯৫৭ | ৭ মে ১৯৬১ | ১৯তম হায়দ্রাবাদ রেজিমেন্ট (এখন কুমাওন রেজিমেন্ট নামে পরিচিত) | পদ্মভূষণ, ডিএসও, এডিসি |
৪ | পি এন থাপার | জেনারেল | ![]() | ৮ মে ১৯৬১ | ১৯ নভেম্বর ১৯৬২ | ১ম পাঞ্জাব রেজিমেন্ট | |
৫ | জয়ন্ত নাথ চৌধুরী | জেনারেল | ![]() | ২০ নভেম্বর ১৯৬২ | ৭ জুন ১৯৬৬ | ৭ম লাইট ক্যাভালরি | পদ্মবিভূষণ, ওবিই |
৬ | পরমশিব প্রভাকর কুমারমঙ্গল | জেনারেল | ![]() | ৮ জুন ১৯৬৬ | ৭ জুন ১৯৬৯ | রেজিমেন্ট অব আর্টিলারী | পদ্মবিভূষণ, ডিএসও, এমবিই |
৭ | শ্যাম মানেকশ' | জেনারেল (১৯৭৩ সালে ফিল্ড মার্শাল) | ![]() | ৮ জুন ১৯৬৯ | ১৫ জানুয়ারী ১৯৭৩ | ১২তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট (৫৪তম শিখ ফ্রন্টিয়ার ফোর্স) | পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এমসি |
৮ | গোপাল গুরুনাথ বেউর | জেনারেল | ![]() | ১৬ জানুয়ারী ১৯৭৩ | ৩১ মে ১৯৭৫ | ১০ম বেলুচ রেজিমেন্ট | পিভিএসএম |
৯ | তপেশ্বর নারায়ণ রায়না | জেনারেল | ![]() | ১ জুন ১৯৭৫ | ৩১ মে ১৯৭৮ | কুমাওন রেজিমেন্ট | পদ্মভূষণ, এমভিসি |
১০ | ওম প্রকাশ মালহোত্রা | জেনারেল | ![]() | ১ জুন ১৯৭৮ | ৩১ মে ১৯৮১ | রেজিমেন্ট অব আর্টিলারী | পিভিএসএম |
১১ | কে ভি কৃষ্ণ রাও | জেনারেল | ![]() | ১ জুন ১৯৮১ | ৩১ জুলাই ১৯৮৩ | মাহার রেজিমেন্ট | পিভিএসএম |
১২ | অরুন শ্রীধর বৈদ্য | জেনারেল | ![]() | ১ আগস্ট ১৯৮৩ | ৩১ জানুয়ারী ১৯৮৫ | ৯ম ডেকান হর্স | পদ্মবিভূষণ, পিভিএসএম, এমভিসি (বার), এভিএসএম |
১৩ | কৃষ্ণস্বামী সুন্দরজী | জেনারেল | ![]() | ১ ফেব্রুয়ারী ১৯৮৫ | ৩১ মে ১৯৮৮ | মাহার রেজিমেন্ট | পিভিএসএম, এডিসি |
১৪ | বিশ্বনাথ শর্মা | জেনারেল | ![]() | ১ জুন ১৯৮৮ | ৩০ জুন ১৯৯০ | ১৬তম লাইট ক্যাভালরি | পিভিএসএম, এভিএসএম, এডিসি |
১৫ | এস এফ রদরিগেয | জেনারেল | ![]() | ১ জুলাই ১৯৯০ | ৩০ জুন ১৯৯৩ | রেজিমেন্ট অব আর্টিলারী | পিভিএসএম, ভিএসএম |
১৬ | বিপিন চন্দ্র জোশী | জেনারেল | ![]() | ১ জুলাই ১৯৯৩ | ১৯ নভেম্বর ১৯৯৪ | ৬৪তম ক্যাভালরি | পিভিএসএম, এভিএসএম, এডিসি |
১৭ | শঙ্কর রায় চৌধুরী | জেনারেল | ![]() | ২০ নভেম্বর ১৯৯৪ | ৩০ সেপ্টেম্বর ১৯৯৭ | ২০তম ল্যান্সার্স | পিভিএসএম, এডিসি |
১৮ | বেদ প্রকাশ মালিক | জেনারেল | ![]() | ১ অক্টোবর ১৯৯৭ | ৩০ সেপ্টেম্বর ২০০০ | শিখ লাইট ইনফ্যান্ট্রি | পিভিএসএম, এভিএসএম, এডিসি |
১৯ | সুন্দররজন পদ্মনবন | জেনারেল | ![]() | ১ অক্টোবর ২০০০ | ৩১ ডিসেম্বর ২০০২ | রেজিমেন্ট অব আর্টিলারী | পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি |
২০ | নির্মল চন্দ বীজ | জেনারেল | ![]() | ১ জানুয়ারী ২০০৩ | ৩১ জানুয়ারী ২০০৫ | দগরা রেজিমেন্ট | পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম |
২১ | যোগীন্দার যশবন্ত সিং | জেনারেল | ![]() | ১ ফেব্রুয়ারী ২০০৫ | ৩০ সেপ্টেম্বর ২০০৭ | মারাঠা লাইট ইনফ্যান্ট্রি | পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি |
২২ | দীপক কাপুর | জেনারেল | ![]() | ১ অক্টোবর ২০০৭ | ৩১ মার্চ ২০১০ | রেজিমেন্ট অব আর্টিলারী | পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি |
২৩ | বিজয় কুমার সিং | জেনারেল | ![]() | ১ এপ্রিল ২০১০ | ৩১ মে ২০১২ | রাজপুত রেজিমেন্ট | পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি |
২৪ | বিক্রম সিং | জেনারেল | ![]() | ১ জুন ২০১২ | ৩১ জুলাই ২০১৪ | শিখ লাইট ইনফ্যান্ট্রি | পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম, এডিসি |
২৫ | দলবীর সিং সোহাগ | জেনারেল | ![]() | ১ আগস্ট ২০১৪ | ৩১ ডিসেম্বর ২০১৬ | ৫ গোর্খা রাইফেল্স | পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি |
২৬ | বিপিন রাওয়াত | জেনারেল | ![]() | ৩১ ডিসেম্বর ২০১৬ | ৩১ ডিসেম্বর ২০১৯ | ১১ গোর্খা রাইফেল্স | ইউওয়াইএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এসএম, ভিএসএম |
তথ্যসূত্র
- "No shortage of arms in Indian Army, modernization required: Gen Bipin Rawat"। apnlive.com। ১০ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৭।
- "Lt Gen Bipin Rawat to be the next Army chief - Times of India"। The Times of India। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬।
- "The Commanders-In-Chief (Change in Designation) Act, 1955"। VakilNo1.com। ১১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১।
- "Chief of the Army Staff"। Indian Army। ১৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১।
- "Archived copy"। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-০৬।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে সেনাবাহিনী প্রধান (ভারত) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Khanduri, Chandra B. (২০০৬)। Thimayya: an amazing life (ইংরেজি ভাষায়)। নতুন দিল্লী: নলেজ ওয়াল্ড। পৃষ্ঠা ৩৯৪। আইএসবিএন 978-81-87966-36-4। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১০।