বিমান বাহিনী প্রধান (ভারত)

বিমান বাহিনী প্রধান বা চীফ অব দ্যা এয়ার স্টাফ হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ পদ।[3] পদটি সংক্ষেপে সিএএস নামে পরিচিত। বর্তমান বিমান বাহিনী প্রধান হচ্ছেন এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া যিনি ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে দায়িত্ব গ্রহণ করেন।[4][5][6]

বিমান বাহিনী প্রধান
চীফ অব দ্যা এয়ার স্টাফের পতাকা
দায়িত্ব
এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া

৩০ সেপ্টেম্বর ২০১৯  থেকে
নিয়োগকর্তামন্ত্রীসভার নিয়োগ কমিটি
মেয়াদ৩ বছর/বয়স সর্বোচ্চ ৬২ (যেটা আগে আসে)
গঠন এপ্রিল ১৯৫৫ (1955-04-01)
প্রথম ধারকএয়ার মার্শাল সুব্রত মুখার্জী
ডেপুটিউপ বিমান বাহিনী প্রধান
বেতন২,৫০,০০০ (US$৩,৪৭৮.৬৫) monthly[1][2]

এই পদটি প্রথমে একজন এয়ার কমোডোরের হাতে থাকত (১৯১৯-১৯২৩), এরপর একজন এয়ার মার্শালের হাতে (১৯২৩-১৯২৯) এবং সবশেষে একজন এয়ার মার্শালের হাতে (১৯২৯-১৯৬৫)। ১৯৬৬ সালে পদটি এয়ার চীফ মার্শাল পদবীতে উন্নীত হয়। ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ পদবী (র‍্যাঙ্ক) হচ্ছে 'মার্শাল অব দ্যা ইন্ডিয়ান এয়ার ফোর্স' যেটা কেবলমাত্র আজ অবধি অর্জন সিংহই পেয়েছেন।

তালিকা

অধিনায়ক, ভারতীয় দল (১৯১৯ থেকে ১৯২০)

নং Nameকার্যালয়ে বসার তারিখকার্যালয় ত্যাগের তারিখমেয়াদকাল
ওয়েব বোয়েন, টমএয়ার ভাই মার্শাল
টম ওয়েব বোয়েন সিবি, সিএমজি
(১৮৭৯–১৯৫৬)
২০ সেপ্টেম্বর ১৯১৯২৭ জানুয়ারী ১৯২০১২৯ দিন

এয়ার অধিনায়ক, রাজকীয় বিমান বাহিনী, ভারত (১৯২০-১৯৩৮)

নং Nameকার্যালয়ে বসার তারিখকার্যালয় ত্যাগের তারিখমেয়াদকাল
ওয়েব বোয়েন, টমএয়ার ভাইস মার্শাল
টম ওয়েব বোয়েন সিবি, সিএমজি
(১৮৭৯–১৯৫৬)
২৭ জানুয়ারী ১৯২০৩১ ডিসেম্বর ১৯২২ বছর, ৩৩৮ দিন
গেম, ফিলিপএয়ার ভাইস মার্শাল
ফিলিপ গেম সিবি, ডিএসও
(১৮৭৬–১৯৬১)
৩১ ডিসেম্বর ১৯২২৫ নভেম্বর ১৯২৩৩০৯ দিন
এলিংটন, এডওয়ার্ডমার্শাল অব দ্যা রয়েল এয়ার ফোর্স
এডওয়ার্ড লেওনার্ড এলিংটন কেসিবি, সিএমজি, সিবিই
(১৮৭৭–১৯৬৭)
৫ নভেম্বর ১৯২৩২৭ ডিসেম্বর ১৯২৬ বছর, ৫২ দিন
স্যালমন্ড, জেওফরিএয়ার চীফ মার্শাল
জেওফরি স্যালমন্ড কেসিবি, কেসিএমজি, ডিএসও
(১৮৭৮–১৯৩৩)
২৭ ডিসেম্বর ১৯২৬৬ ফেব্রুয়ারী ১৯৩১ বছর, ৪১ দিন
স্টিল, জনএয়ার চীফ মার্শাল
জন মাইলস স্টিল কেসিবি, কেবিই, সিএমজি
(১৮৭৭–১৯৬৫)
৬ ফেব্রুয়ারী ১৯৩১২ মার্চ ১৯৩৫ বছর, ২৪ দিন
লাডলো হেউইট, এডগারএয়ার চীফ মার্শাল
এডগার লাডলো হেউইট কেসিবি, সিএমজি, ডিএসও, এমসি
(১৮৮৬–১৯৭৩)
২ মার্চ ১৯৩৫২৯ সেপ্টেম্বর ১৯৩৭ বছর, ২১১ দিন
ডে লা ফার্টে, ফিলিপএয়ার চীফ মার্শাল
ফিলিপ জোবার্ট ডে লা ফার্টে কেসিবি, সিএমজি, ডিএসও
(১৮৮৬–১৯৭৩)
২৯ সেপ্টেম্বর ১৯৩৭২৭ ডিসেম্বর ১৯৩৮ বছর, ৮৯ দিন

এয়ার অধিনায়ক, ভারতীয় বিমান বাহিনী সমূহ (১৯৩৮-১৯৪৭)

নং নাম পদবী ছবি নিয়োগপ্রাপ্তির তারিখ কার্যালয় ত্যাগের তারিখ গুরুত্বপূর্ণ পদক/ম্যাডেলসমূহ
স্যার ফিলিপ জবার্ট দে লা ফর্টে[7]এয়ার মার্শাল (পরে এয়ার চীফ মার্শাল)২৭ ডিসেম্বর ১৯৩৮৬ অক্টোবর ১৯৩৯কেসিবি, সিএমজি, ডিএসও
স্যার জন ফ্রেডরিখ এ্যান্ড্রু হিগিংসএয়ার মার্শাল৬ অক্টোবর ১৯৩৯২৬ সেপ্টেম্বর ১৯৪০কেসিবি, কেবিই, ডিএসও, এয়ার ফোর্স ক্রস
স্যার প্যাট্রিক প্লেয়ারএয়ার মার্শাল২৬ সেপ্টেম্বর ১৯৪০৬ মার্চ ১৯৪২কেবিই, সিবি, সিভিও, এমসি
স্যার রিচার্ড পিয়ার্সএয়ার মার্শাল (পরে এয়ার চীফ মার্শাল)৬ মার্চ ১৯৪২২৭ এপ্রিল ১৯৪৩কেসিবি, ডিএসও, এয়ার ফোর্স ক্রস
স্যার গায় গ্যারোডএয়ার মার্শাল (পরে এয়ার চীফ মার্শাল)২৭ এপ্রিল ১৯৪৩৮ মার্চ ১৯৪৪কেসিবি, ওবিই, এমসি, ডিএফসি
মেরেডিথ থমাসএয়ার ভাইস মার্শাল৮ মার্চ ১৯৪৪১ এপ্রিল ১৯৪৬সিএসআই, সিবিই, ডিএফসি, এয়ার ফোর্স ক্রস
স্যার রডরিক কারএয়ার মার্শাল১ এপ্রিল ১৯৪৬২২ নভেম্বর ১৯৪৬কেবিই, সিবি, ডিএফসি, এয়ার ফোর্স ক্রস
স্যার হাঘ ওয়াল্মসলিএয়ার মার্শাল২২ নভেম্বর ১৯৪৬১৫ আগস্ট ১৯৪৭কেসিআইই, সিবিই, এমসি, ডিএফসি

(১৯৪৭ সালের ১৫ই আগস্ট রাজকীয় ভারতীয় বিমান বাহিনীর একটি অংশ রাজকীয় পাকিস্তান বিমান বাহিনী নামে আত্মপ্রকাশ করে)

নিচের তালিকাটি ভারতের স্বাধীনতার পর বিমান বাহিনী প্রধানের নির্দেশ করছে।[8]

(**ব্রিটিশ কর্মকর্তা)

এয়ার অধিনায়ক, রাজকীয় ভারতীয় বিমান বাহিনী (১৯৪৭-১৯৪৮)

নং নাম পদবী ছবি নিয়োগের তারিখ মেয়াদ শেষ গুরুত্বপূর্ণ ম্যাডেল
স্যার থমাস এল্মহার্স্ট**এয়ার মার্শাল১৫ আগস্ট ১৯৪৭২১ জুন ১৯৪৮কেবিই, সিবি, এয়ার ফোর্স ক্রস

সর্বাধিনায়ক, রাজকীয় ভারতীয় বিমান বাহিনী (১৯৪৮-১৯৫০)

নং নাম পদবী ছবি নিয়োগের তারিখ মেয়াদ শেষ গুরুত্বপূর্ণ ম্যাডেল
স্যার থমাস এল্মহার্স্ট**এয়ার মার্শাল২১ জুন ১৯৪৮২৫ জানুয়ারী ১৯৫০কেবিই, সিবি, এয়ার ফোর্স ক্রস

সর্বাধিনায়ক, ভারতীয় বিমান বাহিনী (১৯৫০-১৯৫৫)

নং নাম র‍্যাঙ্ক ফটো নিয়োগপ্রাপ্তির তারিখ মেয়াদ শেষ গুরুত্বপূর্ণ ভূষণসমূহ
স্যার থমাস এল্মহার্স্ট**[9]এয়ার মার্শাল২৬ জানুয়ারী ১৯৫০২৩ ফেব্রুয়ারী ১৯৫০কেবিই, সিবি, এয়ার ফোর্স ক্রস
স্যার রনাল্ড আইভ ল' চ্যাপম্যান**এয়ার মার্শাল (পরে এয়ার চীফ মার্শাল)২৩ ফেব্রুয়ারী ১৯৫০৯ ডিসেম্বর ১৯৫১কেবিই, জিসিবি, সিবি, ডিএফসি, এফসি
গেরাল্ড গিব্স**এয়ার মার্শাল১০ ডিসেম্বর ১৯৫১৩১ মার্চ ১৯৫৪সিআইই, সিবিই, এমসি এবং দুটি বার
সুব্রত মুখার্জীএয়ার মার্শাল১ এপ্রিল ১৯৫৪৩১ মার্চ ১৯৫৫ওবিই

বিমান বাহিনী প্রধান (১৯৫৫-বর্তমান)

নং নাম পদবী ছবি কার্যালয়ে বসার তারিখ কার্যালয় ত্যাগের তারিখ গুরুত্বপূর্ণ ভূষণসমূহ (পদক/ম্যাডেল)
সুব্রত মুখার্জীএয়ার মার্শাল১ এপ্রিল ১৯৫৫৮ নভেম্বর ১৯৬০ওবিই
এ্যাসপি ইঞ্জিনিয়ারএয়ার মার্শাল১ ডিসেম্বর ১৯৬০৩১ জুলাই ১৯৬৪ডিএফসি
অর্জন সিংহএয়ার চীফ মার্শাল (পরে মার্শাল অব দ্যা ইন্ডিয়ান এয়ার ফোর্স)১ আগস্ট ১৯৬৪১৫ জুলাই ১৯৬৯পদ্মবিভূষণ, ডিএফসি
প্রতাপ চন্দ্র লালএয়ার চীফ মার্শাল১৬ জুলাই ১৯৬৯১৫ জানুয়ারী ১৯৭৩পদ্মবিভূষণ, পদ্মভূষণ, ডিএফসি
ওম প্রকাশ মেহরাএয়ার চীফ মার্শাল১৬ জানুয়ারী ১৯৭৩৩১ জানুয়ারী ১৯৭৬পিভিএসএম, পিভি
ঋষিকেশ মূলগাভকরএয়ার চীফ মার্শাল১ ফেব্রুয়ারী ১৯৭৬৩১ আগস্ট ১৯৭৮পিভিএসএম, এমভিসি, এলওএম
১০ইদ্রিস লতিফএয়ার চীফ মার্শাল১ সেপ্টেম্বর ১৯৭৮৩১ আগস্ট ১৯৮১পিভিএসএম
১১দিলবাগ সিংহএয়ার চীফ মার্শাল১ সেপ্টেম্বর ১৯৮১৩ সেপ্টেম্বর ১৯৮৪পিভিএসএম, এভিএসএম, ভিএম
১২লক্ষণ মাধব কাট্রেএয়ার চীফ মার্শাল৩ সেপ্টেম্বর ১৯৮৪১ জুলাই ১৯৮৫পিভিএসএম, এভিএসএম
১৩ডেনিস লা ফনটেইনএয়ার চীফ মার্শাল৩ জুলাই ১৯৮৫৩১ জুলাই ১৯৮৮পিভিএসএম, এভিএসএম, ভিএসএম
১৪সুরিন্দার মেহতাএয়ার চীফ মার্শাল১ আগস্ট ১৯৮৮৩১ জুলাই ১৯৯১পিভিএসএম
১৫নির্মল চন্দ্র সুরীএয়ার চীফ মার্শাল৩১ জুলাই ১৯৯১৩১ জুলাই ১৯৯৩পিভিএসএম, এভিএসএম, ভিএসএম
১৬স্বরূপ কলএয়ার চীফ মার্শাল১ আগস্ট ১৯৯৩৩১ ডিসেম্বর ১৯৯৫পিভিএসএম, এমভিসি
১৭সতীশ কুমার সরীনএয়ার চীফ মার্শাল৩১ ডিসেম্বর ১৯৯৫৩১ ডিসেম্বর ১৯৯৮পিভিএসএম, এভিএসএম, ভিএম
১৮অনিল যশবন্ত টিপনিসএয়ার চীফ মার্শাল৩১ ডিসেম্বর ১৯৯৮৩১ ডিসেম্বর ২০০১পিভিএসএম, এভিএসএম, ভিএম
১৯শ্রীনিবাসপুরম কৃষ্ণস্বামীএয়ার চীফ মার্শাল৩১ ডিসেম্বর ২০০১৩১ ডিসেম্বর ২০০৪পিভিএসএম, এভিএসএম, ভিএম এবং বার
২০শশীন্দ্র পাল ত্যাগীএয়ার চীফ মার্শাল৩১ ডিসেম্বর ২০০৪৩১ মার্চ ২০০৭পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি
২১ফালি হোমি মেজরএয়ার চীফ মার্শাল৩১ মার্চ ২০০৭৩১ মার্চ ২০০৯পিভিএসএম, এভিএসএম, এসসি, ভিএম, এডিসি
২২প্রদীপ বসন্ত নায়েকএয়ার চীফ মার্শাল৩১ মার্চ ২০০৯৩১ জুলাই ২০১১পিভিএসএম, ভিএসএম, এডিসি
২৩অনিল কুমার ব্রাউনএয়ার চীফ মার্শাল৩১ জুলাই ২০১১৩১ ডিসেম্বর ২০১৩পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি
২৪অরূপ রাহাএয়ার চীফ মার্শাল৩১ ডিসেম্বর ২০১৩৩১ ডিসেম্বর ২০১৬পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি
২৫বীরেন্দ্র সিংহ ধনোয়াএয়ার চীফ মার্শাল৩১ ডিসেম্বর ২০১৬-পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, ভিএম, এডিসি
২৬রাকেশ কুমার সিং ভাদুরিয়াএয়ার চীফ মার্শাল৩০ সেপ্টেম্বর ২০১৯-পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি

মার্শাল অব দ্যা এয়ার ফোর্স

এই পদবীটি কেবলমাত্র একজন পেয়েছেন:

  • অর্জন সিংহ – ২০০২ সালের জানুয়ারীতে তাঁকে এই পদবী দেওয়া হয় তার ১৯৬৫ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার জন্য।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Report of the 7th Central Pay Commission of India" (PDF)। Seventh Central Pay Commission, Government of India। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৭
  2. Biswas, Shreya, সম্পাদক (জুন ২৯, ২০১৬)। "7th Pay Commission cleared: What is the Pay Commission? How does it affect salaries?"India Today। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৭
  3. "Ex-Chiefs Gallery"। Indian Air Force। ২০১৪-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪
  4. "Air Marshal Birender Singh Dhanoa AVSM YSM VM takes over as Vice Chief of the Air Staff"PIB। GOI। ৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬
  5. "Press Information Bureau"। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬
  6. "Air Chief Marshal BS Dhanoa takes over as the 25th Chief of the Air Staff"pib.nic.in। ১ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬
  7. "Chiefs of the Indian Air Force 1931 to 1947"। ২ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮
  8. "Chiefs of Air Staff"। Bharat Rakshak। ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪
  9. "Chiefs of the Indian Air Force 1947 to Present"। ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮

বহিঃসংযোগ

  • "Chief of The Air Staff"। Indian Air Force। ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.