অরূপ রাহা
অরূপ রাহা ভারতীয় বিমান বাহিনীর একজন বাঙালি লড়াকু বৈমানিক ছিলেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর ২৪তম প্রধান কর্মকর্তা হিসেবে ৩১ ডিসেম্বর ২০১৩ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারতীয় সামরিক বাহিনীর স্টাফ প্রধানদের সভার সভাপতির পদেও ছিলেন, এ পদটি ভারতে সরকারকে সামরিক বাহিনীর যুগ্মতা সম্পর্কে উপদেশ দেয়।[2][4][5]
এয়ার চীফ মার্শাল অরূপ রাহা পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি | |
---|---|
![]() | |
জন্ম | [1] বৈদ্যবতী, পশ্চিমবঙ্গ, ভারত | ২৬ ডিসেম্বর ১৯৫৪
আনুগত্য | ভারত |
সার্ভিস/শাখা | ![]() |
কার্যকাল | ১৯৭৫-২০১৬ |
পদমর্যাদা | এয়ার চীফ মার্শাল[2] |
নেতৃত্বসমূহ | বিমান বাহিনী প্রধান উপ বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী দল পশ্চিম বিমান বাহিনী দল মধ্য নং ৪৭ স্কোয়াড্রন |
পুরস্কার | পরম বিশিষ্ট সেবা পদক (পিভিএসএম) অতি বিশিষ্ট সেবা পদক (এভিএসএম) বায়ুসেনা পদক (ভিএম)[3] এডিসি (এইড-ডে-ক্যাম্প) |
জন্ম এবং বিমান বাহিনীতে কমিশন
অরূপের জন্ম পশ্চিমবঙ্গে ১৯৫৪ সালের ২৬ ডিসেম্বর। তিনি কোলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষ এর অধীনস্থ বৈদ্যবতী এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পুরুলিয়ার সৈনিক বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন ১৯৭০ সালে।[6][7]
১৯৭০ সালের জুলাই থেকে রাহা ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে (এনডিএ, ৪৪তম কোর্স) সামরিক প্রশিক্ষণ শুরু করেন এবং এটি শেষ হয় ১৯৭৩ এর জুনে। তিনি এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে গোল্ড ম্যাডেল জিতেছিলেন। এরপর ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে বিমান বাহিনীতে কমিশন পাওয়ার আগে তিনি হায়দ্রাবাদের বিমান বাহিনী একাডেমীতে উড্ডয়ন শিখছিলেন।[3]
তথ্যসূত্র
- "Arup Raha takes over as IAF chief - The Times of India"। The Times Of India। ২০১৩-১২-৩১।
- "Arup Raha takes over as IAF chief"। Chennai, India: The Hindu। ২০১৩-১২-৩১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩।
- "Central Air Command"। Indianairforce.nic.in। ২০১২-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-২৩।
- "Arup Raha is new chief of staff"। Deccan Herald। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-৩০।
- "Arup Raha takes over as senior Air Staff Officer at WAC - Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ২০১০-০৪-০২। সংগ্রহের তারিখ ২০১২-০৬-২৩।
- http://www.indianexpress.com/news/air-marshal-arup-raha-to-be-iaf-chief/1188816/
- Jayanta Gupta (জানুয়ারি ২৬, ২০১২)। "Sainik School in Purulia turns 50, Air Marshal to be chief guest - Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-২৩।