বতসোয়ানা

বতসোয়ানা (Botswana, ইংরেজিতে বট্‌সুয়ানা, সুয়ানা ভাষায় বোৎসুয়ানা‌ অর্থাৎ "সোয়ানাদেশ") আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। ১৯৬৬ সালে এটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তার আগে এর নাম ছিল বেচুয়ানাল্যান্ড। দেশের সংখ্যাগরিষ্ঠ জাতি সোয়ানা (Tswana ৎসুয়ানা) জাতির নাম থেকে দেশটির নাম এসেছে। জনগণের অধিকাংশ দেশের পূর্ব অংশে একমাত্র রেলরাস্তা ও দক্ষিণ আফিকার সীমান্তের কাছে বসবাস করে।

বতসোয়ানা প্রজাতন্ত্র
Lefatshe la Botswana
পতাকা জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: Pula - Rain - "বৃষ্টি"
জাতীয় সঙ্গীত: Fatshe leno la rona
This Land of Ours
"ফাতশে লেনো লা রোনা"
আমাদের এই ভূমিটি
বতসোয়ানার অবস্থান
রাজধানী
এবং বৃহত্তম নগরী
গাবোরোন
২৪°৪০′ দক্ষিণ ২৫°৫৫′ পূর্ব
সরকারি ভাষা ইংরেজি, বোৎসুয়ানা‌ (জাতীয়)
জাতীয়তাসূচক বিশেষণ বতসোয়ানা
সরকার সংসদীয় প্রজাতন্ত্র
   রাষ্ট্রপতি Mokgweetsi Masisi [1]
স্বাধীনতা যুক্তরাজ্য থেকে
   তারিখ ৩০শে সেপ্টেম্বর ১৯৬৬ 
   জল/পানি (%) ২.৫
জনসংখ্যা
   টেমপ্লেট:UN Population আনুমানিক 2,250,260[2] (145th)
   2011 আদমশুমারি 1,914,228[3]
   ঘনত্ব 3.7/কিমি (231st)
৯.০৭/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
2018 আনুমানিক
   মোট $41.6 billion[4]
   মাথা পিছু $18,863[4]
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) 2018 আনুমানিক
   মোট $16.636 billion[4]
   মাথা পিছু $7,543[4]
জিনি সহগ (2009) 62.5[5]
খুব উচ্চ
মানব উন্নয়ন সূচক (2015) 0.698[6]
মধ্যম · 108th
মুদ্রা পোলা (BWP)
সময় অঞ্চল CAT (ইউটিসি+২)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) পর্যবেক্ষণ করা হয়নি (ইউটিসি+২)
কলিং কোড ২৬৭
ইন্টারনেট টিএলডি .bw

বতসোয়ানা একটি টেবিলভূমির উপর অবস্থিত। এটি একটি বিরাট অর্ধ-ঊষর মালভূমি, সমুদ্র সমতল থেকে যার গড় উচ্চতা ১,১০০ মিটার। এর জলবায়ু উপক্রান্তীয় এবং এটি প্রায় বৃক্ষহীন সাভানা তৃণভূমিতে আবৃত।

হীরা ও অন্যান্য খনিজের খনিগুলি বতসোয়ানাকে আফ্রিকার অন্যতম ধনী দেশে পরিণত করেছে। স্বাধীনতার পর থেকে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধির উচ্চ হার ধরে রেখেছে। দেশের অধিকাংশ এলাকা শুষ্ক এবং কৃষিকাজের অনুপযোগী। বতসোয়ানার মধ্য ও দক্ষিণ-পশ্চিমভাগের অধিকাংশ এলাকা জুড়ে কালাহারি মরুভূমি অবস্থিত। দেশটিতে প্রাণীদের জন্য অনেকগুলি অভয়ারণ্য বিদ্যমান।

স্বাধীনতার পর থেকে বতসোয়ানাতে একটি স্থিতিশীল গণতন্ত্র বিরাজমান। একজন নির্বাচিত রাষ্ট্রপতি দেশ শাসন করেন। গাবোরোন দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ইংরেজি দেশের সরকারি ভাষা হলেও বেশির ভাগ লোক কোন না কোন বান্টু ভাষায় কথা বলে।

আধুনিক মানুষের উৎপত্তিস্থল

২০১৯ সালের অক্টোবরে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী প্রায় ২ লক্ষ বছর আগে আধুনিক মানুষ হোমো স্যপিয়েন্সের উৎপত্তিস্থল ছিল বতসোয়ানা। [7]

ইতিহাস

রাজনীতি

প্রশাসনিক অঞ্চলসমূহ

ভূগোল

অর্থনীতি

জনসংখ্যা

সংস্কৃতি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. https://www.bloomberg.com/news/articles/2018-03-28/masisi-to-lead-botswana-as-khama-steps-down-after-decade-at-helm
  2. Department of Economic and Social Affairs Population Division (2016). "World Population Prospects, Table A.1" (.PDF). ২০১৭ revision. United Nations. Retrieved on 2017-03-12.
  3. 2011 Population & Housing Census Preliminary Results Brief
  4. "Botswana"। International Monetary Fund।
  5. "GINI index (World Bank estimate)"। World Bank। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭
  6. "2016 Human Development Report" (PDF)। United Nations Development Programme। ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭
  7. প্রথম আলো, ৩০ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.