কড়াপুর মিয়াবাড়ি মসজিদ

কড়াপুর মিয়া বাড়ি মসজিদ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। [1] এটি বরিশাল সদরের কড়াপুরে অবস্থিত। [2] দোতলা এই মসজিদের নিচে ছয়টি দরজা, দোতলায় তিনটি দরজা, তিনটি গম্বুজ, ৮টি বড় ও ১২টি ছোট মিনার রয়েছে।

কড়াপুর মিয়া বাড়ি মসজিদ
মিয়া বাড়ি মসজিদ
ধর্ম
জেলাবরিশাল জেলা
অবস্থান
অবস্থানকড়াপুর, বরিশাল
দেশ BAN

ইতিহাস

এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনালগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিমদিকে বরিশাল- কড়াপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুর্জুগ উমেদপুরের জমিদারিও কেড়ে নেয়া হয়। দীর্ঘ ষোল বছর পর দেশে ফিরে তিনি দু’টি দীঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্যরীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান।[3]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "বরিশাল বিভাগের পুরাকীর্তি - কড়াপুর মিয়া বাড়ি মসজিদ"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  2. "কড়াপুর মিয়া বাড়ি মসজিদ"জাতীয় তথ্য বাতায়ন। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬
  3. বুলবুল, সাইফুল আহসান। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.