আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা

আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। ১৯৯২/৯৩ মৌসুমে পরীক্ষামূলকভাবে পরিচালনার পর ১৯৯৪ সালে এ তালিকাটি তৈরী করা হয়। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট খেলায় একজন নিরপেক্ষ আম্পায়ারকে খেলা পরিচালনার জন্য দায়িত্বভার প্রদান করা হয়।[1] আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটখেলুড়ে দেশগুলোর ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে খেলা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে এতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু ২০০২ সালে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা প্রণয়ন করায় টেস্টে এর ভূমিকাকে অনেকাংশেই খর্ব করা হয়েছে।

আন্তর্জাতিক তালিকায় মনোনীত আম্পায়ারগণ নিজ দেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনা করেন। কখনোবা আইসিসি’র সেরা আম্পায়ারদেরকে টেস্ট খেলা পরিচালনায় সহযোগিতার জন্যও তাদেরকে সম্পৃক্ত করা হয়। ব্যস্ত ক্রিকেট বর্ষপঞ্জীতে বিদেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকেও তাদেরকে খেলা পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়।[2][3] আইসিসি’র পূর্ণ সদস্যভূক্ত দেশগুলো দুইজনকে মাঠে এবং একজনকে থার্ড আম্পায়ার হিসেবে এ তালিকায় কর্মকর্তা হিসেবে মনোনীত করতে পারেন।

বর্তমান তালিকা

৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত আইসিসি’র আন্তর্জাতিক তালিকায় নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[4]

মাঠের আম্পায়ার হিসেবে মনোনীত:

আম্পায়ার জন্মতারিখ বয়স (২১ অক্টোবর ২০১৯) টেস্ট ওডিআই টি২০আই দেশ
পল রেইফেল ১৯ এপ্রিল ১৯৬৬৫৩ বছর, ১৮৫ দিন১১ অস্ট্রেলিয়া
এনামুল হক ২৭ ফেব্রুয়ারি ১৯৬৬৫৩ বছর, ২৩৬ দিন৩৪ বাংলাদেশ
নাদির শাহ ৭ ফেব্রুয়ারি ১৯৬৪৫৫ বছর, ২৫৬ দিন৩৯ বাংলাদেশ
রিচার্ড ইলিংওয়ার্থ ২৩ আগস্ট ১৯৬৩৫৬ বছর, ৫৯ দিন ইংল্যান্ড
সুধীর আসনানি ৭ ডিসেম্বর ১৯৬০৫৮ বছর, ৩১৮ দিন ভারত
শাবির তারাপোরে ২৬ ডিসেম্বর ১৯৫৭৬১ বছর, ২৯৯ দিন২২ ভারত
গ্যারি ব্যাক্সটার ৫ মার্চ ১৯৫২৬৭ বছর, ২৩০ দিন৩৩ নিউজিল্যান্ড
ক্রিস গফানি ৩০ নভেম্বর ১৯৭৫৪৩ বছর, ৩২৫ দিন নিউজিল্যান্ড
আহসান রাজা ২৯ মে ১৯৭৪৪৫ বছর, ১৪৫ দিন পাকিস্তান
জামীর হায়দার ৩০ সেপ্টেম্বর ১৯৬২৫৭ বছর, ২১ দিন১৪ পাকিস্তান
শন জর্জ ২৫ জানুয়ারি ১৯৬৮৫১ বছর, ২৬৯ দিন দক্ষিণ আফ্রিকা
যোহান ক্লোয়েত ২১ জুলাই ১৯৭১৪৮ বছর, ৯২ দিন১৩ দক্ষিণ আফ্রিকা
তাইরন বিজেবর্ধনে ২৯ আগস্ট ১৯৬১৫৮ বছর, ৫৩ দিন৫০ শ্রীলঙ্কা
র‌্যানমোর মার্টিনেজ ২৪ জুন ১৯৬৭৫২ বছর, ১১৯ দিন শ্রীলঙ্কা
জোয়েল উইলসন ৩০ ডিসেম্বর ১৯৬৬৫২ বছর, ২৯৫ দিন ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ ও টোবাগো)
পিটার নিরো ২৭ জুন ১৯৬৪৫৫ বছর, ১১৬ দিন ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ ও টোবাগো)
ওয়েন চিরোম্বি ৩০ মার্চ ১৯৭৩৪৬ বছর, ২০৫ দিন জিম্বাবুয়ে
রাসেল টিফিন ৪ জুন ১৯৫৯৬০ বছর, ১৩৯ দিন৪৪১২৪ জিম্বাবুয়ে

তৃতীয় আম্পায়ার হিসেবে মনোনীত:

আম্পায়ার জন্ম তারিখ বয়স (২১ অক্টোবর ২০১৯) টেস্ট ওডিআই টি২০আই দেশ
সাইমন ফ্রাই ২৯ জুলাই ১৯৬৬৫৩ বছর, ৮৪ দিন অস্ট্রেলিয়া
শরফুদ্দৌলা ১৬ অক্টোবর ১৯৭৬৪৩ বছর, ৫ দিন বাংলাদেশ
রব বেইলি ২৮ অক্টোবর ১৯৬৩৫৫ বছর, ৩৫৮ দিন ইংল্যান্ড
বিনীত কুলকার্নি ৬ অক্টোবর ১৯৭৯৪০ বছর, ১৫ দিন ভারত
এস. রবি ২২ এপ্রিল ১৯৬৬৫৩ বছর, ১৮২ দিন ভারত
ব্যারি ফ্রস্ট ৬ ফেব্রুয়ারি ১৯৫৮৬১ বছর, ২৫৭ দিন নিউজিল্যান্ড
সোজাব রাজা ২৯ মে ১৯৭৪৫৪ বছর, ৩৫৫ দিন পাকিস্তান
আদ্রিয়ান হোল্ডস্টক ২৭ এপ্রিল ১৯৭০৪৯ বছর, ১৭৭ দিন দক্ষিণ আফ্রিকা
রুচিরা পল্লিয়াগুরুগে ২২ জানুয়ারি ১৯৬৮৫১ বছর, ২৭২ দিন শ্রীলঙ্কা
গ্রিগোরি ব্রেইদওয়েত ৯ ডিসেম্বর ১৯৬৯৪৯ বছর, ৩১৬ দিন ওয়েস্ট ইন্ডিজ (বার্বাডোস)
নাইজেল ডাগুইড ২৫ নভেম্বর ১৯৬৯৪৯ বছর, ৩৩০ দিন ওয়েস্ট ইন্ডিজ (গায়ানা)
জেরেমিয়া মাতিবিরি ৩১ মে ১৯৭১৪৮ বছর, ১৪৩ দিন জিম্বাবুয়ে

*পরিসংখ্যানে মাঠের আম্পায়ার হিসেবে অংশগ্রহণকে তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান ৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত সঠিক।

মূল তালিকা

১৯৯৪ সালে আন্তর্জাতিক তালিকায় প্রকৃত সদস্যদের তালিকায় সদস্যদের তালিকা নিম্নরূপ:[1]

তথ্যসূত্র

  1. Cricket: Bird launches initiative, The Independent, 14 January 1994
  2. "ICC – Match Officials"। ১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪
  3. "International Panel Duties"। ২৬ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪
  4. Emirates International Panel of Umpires ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১২ তারিখে, ICC International Panel, access date: 12 June 2011

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.