২৫

২৫ (XXV) জুলীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি সোমবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর লেন্তুলাস ও আগ্রিপ্পা-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৭৭৮ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ২৫ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।

সহস্রাব্দ: ১ম সহস্রাব্দ
শতাব্দী:
  • খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী
  • ১ম শতাব্দী
  • ২য় শতাব্দী
দশক:
বছর:
অন্যান্য পঞ্জিকায় ২৫
গ্রেগরীয় বর্ষপঞ্জী২৫
XXV
আব উর্বে কন্দিতা৭৭৮
অ্যাসিরীয় বর্ষপঞ্জী৪৭৭৫
বাংলা বর্ষপঞ্জি−৫৬৯ – −৫৬৮
বেরবের বর্ষপঞ্জি৯৭৫
বুদ্ধ বর্ষপঞ্জী৫৬৯
বর্মী বর্ষপঞ্জী−৬১৩
বাইজেন্টাইন বর্ষপঞ্জী৫৫৩৩–৫৫৩৪
চীনা বর্ষপঞ্জী甲申(কাঠের বানর)
২৭২১ বা ২৬৬১
     থেকে 
乙酉年 (কাঠের মোরগ)
২৭২২ বা ২৬৬২
কপটিক বর্ষপঞ্জী−২৫৯ – −২৫৮
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী১১৯১
ইথিওপীয় বর্ষপঞ্জী১৭–১৮
হিব্রু বর্ষপঞ্জী৩৭৮৫–৩৭৮৬
হিন্দু বর্ষপঞ্জীসমূহ
 - বিক্রম সংবৎ৮১–৮২
 - শকা সংবৎপ্রযোজ্য নয়
 - কলি যুগ৩১২৫–৩১২৬
হলোসিন বর্ষপঞ্জী১০০২৫
ইরানি বর্ষপঞ্জী৫৯৭ BP – ৫৯৬ BP
ইসলামি বর্ষপঞ্জি৬১৫ BH – ৬১৪ BH
জুলীয় বর্ষপঞ্জী২৫
XXV
কোরীয় বর্ষপঞ্জী২৩৫৮
মিঙ্গু বর্ষপঞ্জীপ্রজা. চীনের পূর্বে ১৮৮৭
民前১৮৮৭年
সেলেউসিড যুগ৩৩৬/৩৩৭ এজি
থাই সৌর বর্ষপঞ্জী৫৬৭–৫৬৮

ঘটনাবলী

স্থান অনুযায়ী

রোমান সাম্রাজ্য

  • সম্রাট টাইবেরিয়াস, টেএগেটাস্‌ পাহাড়ের পাদদেশে অবস্থিত অ্যাগার ডেন্টিলিয়ালস অঞ্চলটি নিয়ে মেসিনিয়াস্পার্টার মধ্যে বিরোধের মীমাংসা করেন এবং ভুমিটির মালিকানা মেসিনিয়াকে দিয়ে দেন ।
  • লুসিয়াস এলিয়াস সেজানুস লিভিল্লাকে বিয়ে করার ব্যর্থ চেষ্টা করেন।
  • কোসাস কর্নেলিয়াস লেন্টুলাস এবং মার্কাস অ্যাসিনিয়াস আগ্রিপা রাষ্টদূত হন ।

চীন

  • আগষ্ট ৫ - চীনে হান রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয় । লিউ শিউ নিজেকে হানের গুয়াংওয়ু সম্রাট হিসেবে দাবী করেন ফলে জিয়ানওয়ু যুগের সূচনা হয় (খ্রিস্টীয় ৫৬ অবধি)
  • নভেম্বর ২৭ - লুওয়ং পূর্ব হান রাজবংশের বা হুয়ান এর রাজধানী হয় ।

বিষয় অনুযায়ী

কলা ও বিজ্ঞান

  • পম্পনিউস মেলা জলবায়ু অঞ্চল ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেন ।

জন্ম

  • গাইউস জুলিয়াস সিভিলিস, জার্মান নেতা

মৃত্যু

  • আউলুস ক্রেমিয়াস কর্ডাস, রোমান ইতিহাসবিদ
  • গেঞ্জি সম্রাট
  • রুযি ইয়্যাং, চীনের সম্রাট ইউয়ান হানের প্রপৌত্র (খ্রিষ্টপূর্ব ৫)

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.